এক টুকরো তরমুজ অংকন||১০% বেনিফিশিয়ারি @ shy-fox এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago

❤️হ্যালো বন্ধুরা❤️

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও নতুন একটি পোস্ট নিয়ে যুক্ত হলাম। আজ আপনাদের সাথে একটা ড্রইং পোস্ট শেয়ার করব।আজ আমি আপনাদের সাথে এক টুকরো তরমুজের অংকন পদ্ধতি শেয়ার করব।


GridArt_20220928_123843004.jpg

সব সময় প্রাকৃতিক-দৃশ্য-অংকন করা হয়। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে। অংকন করতেও ভালো লাগে। আজ একটু অন্যরকম চিন্তাভাবনা থেকে তরমুজ অংকন করলাম।আমি প্রতিটি ধাপ দেখানোর চেষ্টা করব।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণ সমূহ


IMG_20220928_123532.jpg

  • সাদা কাগজ
  • রং তুলি
  • লাল এক্রেলিক কালার
  • হলুদ এক্রেলিক কালার
  • কালো এক্রেলিক কালার
  • সবুজ এক্রেলিক কালার
  • পেন্সিল
  • স্কেল

IMG_20220928_121543.jpg

প্রথমে পেন্সিল ও স্কেল দিয়ে তরমুজের টুকরাটি অঙ্কন করেছি।


IMG_20220928_121732.jpgIMG_20220928_121701.jpg

এরপর লাল কালার দিয়ে তরমুজের ভিতর লাল রং করেছি।

IMG_20220928_122003.jpgIMG_20220928_121821.jpg

শুধু নিচের অংশ বাদে বাকি টাতে লাল রং সুন্দর করে সমানভাবে দিয়েছি।

IMG_20220928_122712.jpgIMG_20220928_122706.jpg

এবার কালো রং দিয়ে তরমুজের বিচি অংকন করেছি।


IMG_20220928_123100.jpgIMG_20220928_123007.jpg

এবার হলুদ ও সবুজ রং মিশিয়ে একধাপ তরমুজের খোসা অংকন করেছি।


IMG_20220928_123343.jpgIMG_20220928_123338.jpg

এর পরের ধাপ টিতে সবুজ রং করেছি।

GridArt_20220928_123843004.jpg

IMG_20220928_123446.jpg

IMG_20220928_123442.jpg

সবশেষে আমার নামের একটা সাইন দিয়ে অংকনটি শেষ করলাম।

❤️এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই।ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।❤️🌺🌺


EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddYh7tBg4fkniwUSfKT1ArcGEHuGc2zGMQRehBhHakDqGjooTKUyaGevyKytij...vUvYJXyYtQGeKnLsMJ1fNzRivCgcRL6daj2KcTL5uBii2dmPp45U9JxS7PzBZtZNy6bWcJpZTvJBoj2VVWF3yNMaq89Tit49G9LP71CY32SPdoXdvRtAVpWDzN.png




Sort:  
Loading...
 2 years ago 

ওয়াও আপু আপনার দারুণ আইডিয়া দেখছি। এত সুন্দর হয়েছে তরমুজ যা বলাই বাহুল্য। মনে হচ্ছে সত্যি এক টুকরো তরমুজ কেটে রেখেছেন। তরমুজের বিচি গুলো খুবই চমৎকার ভাবে দেখিয়েছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে তরমুজ অংকন করেছেন। তরমুজ দেখে খেতে ইচ্ছা করছে। তরমুজ আমার পছন্দের একটি ফল। তরমুজের অঙ্কনটি দেখে মনে হচ্ছে সত্যি কারের তরমুজ কেটে রাখা হয়েছে। তরমুজের বিচিগুলো সুন্দরভাবে এঁকেছেন। ধন্যবাদ এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তরমুজ অংকন দেখে আপনার খেতে ইচ্ছা করছে জেনে ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি এক্রেলিক রং দিয়ে খুব সুন্দর করে তরমুজের অংকন করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনার পেইন্টিং টি বাস্তবের মত মনে হচ্ছে। আমারও রং করতে খুবই ভালো লাগে। এত অসাধারণ পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার করা পেইন্টিং টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

তরমুজ খুবই প্রিয় একটি ফল আমার। এক টুকরো তরমুজের অংকন টি দেখে খুবই লোভ লাগলো মনে হয় তুলে খেয়ে নেই,ভাবি আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে অংকন টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাবি।

 2 years ago 

আমার মেয়ে ও তরমুজ খেতে খুব পছন্দ করে। আপনার সাথে মিল আছে। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বৌদি।

 2 years ago 

লাল টকটকে তরমুজ দেখেতো খেতে ইচ্ছে করছে আপু। মন চাচ্ছে একটুখানি কামড় দিয়ে খেয়ে ফেলি। আপনার আর্টটি কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। দেখে কোন ভাবে বোঝার উপায় নেই এটি সত্যিকারের তরমুজ নয়। হঠাৎ করে দেখলে একেবারে সত্যিকারের তরমুজ ভেবে সবাই ভুল করবে।

 2 years ago 

সুন্দর মতামত প্রদানের জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে এক টুকরো তরমুজ অংকন করেছেন। তরমুজ আমার প্রিয় এটি খেতে আমার খুব ভালো লাগে। তরমুজ অঙ্কনটি করেছেন দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার এবং কালারফুল একটি চিত্র প্রস্তুত করেছেন এক খন্ড তরমুজের।। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর হবে উঠেছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 2 years ago 

আমার করা তরমুজের অংকনটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো।অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসময়ে তরমুজ এর চিত্র দেখে খুবই ভাল লাগছে আপু খেতে ইচ্ছে হচ্ছে চমৎকার ভাবে অংকন করেছেন আপনি ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66