লেভেল ওয়ান হতে আমার অর্জন -by @ rituamin||10% beneficiary to @shy-fox & 5% to @abb- school
অল্প কিছুদিন হল যোগ দিলেও আমার বাংলা ব্লগ কমিউনিটির ভালো দিকগুলো আমি বুঝতে পেরেছি।আমার বাংলা ব্লগ সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে শুরু যেদিন থেকে লেভেল ওয়ান এর ক্লাসে জয়েন করেছি।লেভেল ওয়ানের' ক্লাস যেদিন শুরু হলো সেদিন আমি বুঝতে পারিনি যে আমরা বাংলা ব্লগ এই কমিউনিটিতে প্রথম কারণ শিক্ষক এবং মডারেটর আমাদেরকে এত ভালোভাবে গ্রহণ এবং সব বিষয় গুলোকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছেন। নতুন কোন জায়গা বা কোন কমিনিটিতে যোগ দিলে আমরা সাধারণত একটু সংকোচ এখন ভয়ে থাকি।এই ভয় এবং সংকোচ কাটিয়ে উঠে নতুন কিছু শিখতে আমাদের অনেকটা সময় লাগে।কিন্তু আমার বাংলা ব্লগের শিক্ষক এবং মডারেটরদের এমন আন্তরিকতার কারণে আমরা লেভেল ওয়ানের' প্রথমদিন থেকেই অনেক বিষয়গুলো বুঝতে শুরু করেছি।
আজ আমি আমার পোস্টে শেয়ার করব আমার বাংলা ব্লগের লেভেল ওয়ান এ abb-school থেকে আমি কি কি শিখেছি সম্মানিত শিক্ষক এবং মডারেটরদের থেকে।লেভেল ওয়ান থেকে আমি যা যা শিখেছি তা আমি আমার মতো করে পোষ্টের মাধ্যমে শেয়ার করলাম।
১.কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?
উত্তরঃ
স্পামিং বলতে বুঝায় অযাচিত বা অকাঙ্খিত কোন বিষয় বা ঘটনা বারবার ঘটা।অযাচিত কোনো বিষয় যদি বারবার সামনে বা বিরক্ত করে সেটা স্প্যামিং বলে গণ্য হবে।
স্প্যামিং বিভিন্ন ভাবে হতে পারে যেমন ট্যাগ এর মাধ্যমে ও স্প্যামিং হয়।আবার কমেন্ট এর মাধ্যমে স্প্যামিং করে। কেউ যদি একই কমেন্ট বারবার করে তবে সেটাও এক ধরনের স্প্যামিং।মেনশন এর মাধ্যমে স্প্যামিং হয়।কাউকে যদি তার অনিচ্ছা সত্ত্বেও বারবার মেনশন করা হয় সেটা ও স্প্যামিং।স্প্যামিং করা মোটেও ভালো জিনিস নয় আমরা অবশ্যই চেষ্টা করব স্প্যামিং থেকে বিরত থাকতে।
যেমন আমরা যারা রেসিপি পোষ্ট করে থাকি তখন যদি রেসিপি পোস্টের ভিতরে একই ছবি বারবার ব্যবহার করে তাহলে সেটা স্প্যামিং হয়।
২. ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তরঃ কঁপিরাইট হচ্ছে মূলত একটি আইন।নিজেদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টিশীল কোন লেখাকে যদি কেউ কপি বা নকল করে তখন সেটা কপিরাইট আইন এর আওতাধীন হয়।বিশ্বের অনেক দেশেই কপিরাইট আইন টি কড়াকড়িভাবে মানা হয়।
বিভিন্ন ধরনের পোস্ট করতে গেলে তার সংশ্লিষ্ট কিছু ছবির প্রয়োজন হয় যা হয়তো আমাদের কাছে থাকে না।তখন বিভিন্ন সাইট থেকে সেই ছবিগুলো নেয়া হয়।সেই ছবিগুলো ব্যবহার করার সময় অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে যদি সেটা আমরা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য ব্যাবহার করি। স্টিমিট যেহেতু আমাদেরকে আর্থিকভাবে লাভবান করে সেহেতু স্টিমিট যেকোনো ধরনের ফটো ব্যবহার করলে তা্র নির্দ্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। ফ্রী ফটো কঁপিরাইট এর নির্দিষ্ট কয়েকটি সাইট আছে যেগুলো থেকে আমরা যে কোন ছবি সংগ্রহ করতে পারি।তবে ইস্টিমিট অথবা আমার বাংলা কমিউনিটিতে নিজেদের স্বকীয়তা বজায় রেখে নিজেদের ছবি ব্যবহার করা ভালো।
৩.তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
উত্তরঃ
কপিরাইট এর জন্য ফ্রী ফটো সংগ্রহ করা যায় এমন তিনটি ওয়েবসাইটের নাম নিচে দেয়া হল
https://www.pexels.com/
https://stocksnap.io
https://unsplash.com
৪.পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
উত্তরঃ
ট্যাগ হচ্ছে যে বিষয়ের উপরে ট্যাগ দেওয়া হয় সে বিষয়ের কিছু কীওয়ার্ডস।পোষ্টের একদম নিচের দিকে ঘরটাতে গিয়ে ট্যাগ ব্যবহার করি।অন্যান্য প্ল্যাটফর্মের ট্যাগ দেয়ার সময় হ্যাশ (#)ব্যবহার করতে হয় বাট এখানে কোন হ্যাশ(#) ব্যবহার করতে হয় না।যে কোন পোষ্টের ট্যাগ ব্যবহার করলে সে এক ধরনের পোস্টগুলো একসাথে চলে আসে। এজন্য যে কোন পোষ্টে ট্যাগ ব্যবহার করা জরুরি।
যে বিষয়ের উপর ভিত্তি করে পোস্টটি লেখা হচ্ছে তার উপরে নির্ভর করে ট্যাগ দিতে হয়।ট্যাগ গুলো অবশ্যই পোস্ট সম্পর্কিত হতে হবে এবং একটি পোস্টে আটটির বেশি ট্যাগ দেয়া যাবে না।
৫.আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তরঃ
আমার বাংলা ব্লগ একটি কমিউনিটি অর্থাৎ একটি পরিবারের মতো এখানে কাউকে ছোট করে বা আঘাত করে কোন কিছু পোস্ট করা যাবে না। আমার বাংলা ব্লগের রাজনীতি, ধর্ম এবং বর্ণ নিয়ে কোন পোস্ট করা যাবে না।
রান্না বিষয়ে কোনো পোস্ট করলেও তাতে গরুর মাংস, শুকুরের মাংস, কবুতরের মাংস অর্থাৎ কোন ধরনের কোন অসহায় প্রাণী অথবা কোন ধর্মকে আঘাত হানে এমন কোন রেসিপি দেয়া যাবে না
৬.প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তরঃ
প্লাগারিজম এবং কপিরাইট কে আমরা অনেক সময় একই রকমই ভেবে থাকি কিন্তু প্লাগারিজম লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়।অন্য কারো পোস্টের লেখাকে নিজের লেখা বলে চালিয়ে দিলে তাকে প্লাগারিজম বলা হয়।আমার নতুন কোন পোস্ট করার সময় অনেক বিষয় জানার থাকে যদি সেরকম হয় তাহলে অন্যের পোস্ট থেকে জেনে নিয়ে নিজের মতো করে লিখতে পারি কিন্তু অন্যের পোস্ট লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া হচ্ছে প্লাগারিজম।অন্য কারো পোস্ট দেখে যদি লিখতে হয় তাহলে অবশ্যই ৭০শতাংশ নিজের লেখা হতে হবে এবং বাকি 30 শতাংশ আমরা অন্যের লেখা থেকে নিতে পারি।30% নিলেও তার একটি নির্দিষ্ট নিয়ম আছে অবশ্যই সেই লেখার সোর্স উল্লেখ করতে হবে।
৭.re-write আর্টিকেল কাকে বলে?
বিভিন্ন ধরনের পোস্ট করার সময় আমাদের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয় সেই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স বা সাইট থেকে সংগ্রহ করে থাকি সেই সংগ্রহ করা তথ্যগুলোকে আমরা re-write আর্টিকেল বলে থাকি।re-write আর্টিকেল এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম আছে re-write আর্টিকেলে ২৫% হবে সোর্সের এবং বাকি ৭৫% হতে হবে নিজের।
৮.ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তরঃ
ব্লগ লেখার সময় re-writeআর্টিকেলে যে যে বিষয়গুলো উল্লেখ করতে হয় তা হলো পোস্ট এর রেফারেন্স এর সোর্স গুলো অবশ্যই উল্লেখ করতে হবে।তার মানে হচ্ছে পোষ্টে যদি আমরা কোন কিছু রেফারেন্স দিয়েই তাহলে তার সোর্সের নামটা অবশ্য সেখানে দিতে হয়।এই তথ্যগুলো আমরা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করবো সেগুলো কে অবশ্যই ইনভাইটেড কমার ভিতর রাখতে হবে।
৯.একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তরঃ
যখন কোন পোস্টের শব্দ ১০০ শব্দের নিচে হয় তখন সেই পোষ্টটিকে ম্যাক্রো পোস্ট বলা হয়।অর্থাৎ আমরা যখনই কোনো পোস্ট করব অবশ্যই পোস্ট এর শব্দ একশো শব্দর বেশি হইতে হবে তা না হলে পোষ্টটি অবশ্যই ম্যাক্রো পোস্ট বলে গণ্য হবে।
১০.প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
উত্তরঃ
প্রতি 24 ঘণ্টায় একজন আমার বাংলা ব্লগের ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।প্রতিটি মন্তব্যের অবশ্যই তিন দিনের মধ্যে মন্তব্যের উত্তর দিতে হবে।আমার বাংলা ব্লগে একদিনে তিনটি বেশি পোস্ট করলে তাকে স্প্যামার বলা হয়।
আমার বাংলা ব্লগের abb-school স্কুলের সম্মানিত শিক্ষক এবং মডারেটরদের কাছ থেকে আমি যতোটুকু শিখতে এবং জানতে পেরেছি তার সবটুকুই শেয়ার করার চেষ্টা করলাম।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ।
লেভেল ওয়ান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, যেটি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম।
আশা করি এবিবি স্কুলের ক্লাস গুলো প্রতিনিয়ত তা যথাযথ ভাবে করে নিজেকে আরো শক্তিশালী করে তুলবেন ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগের @abb-school স্কুল থেকে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন এই লেভেলে আমাদের মত ইউজারদেরকে স্টিমিট এর বেসিক বিষয় গুলো অনেক সুন্দর ভাবে শেখানো হয় এভাবেই ধৈর্য ধরে ক্লাসগুলো করুন আমি আশা রাখি আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবেন আপনার জন্য দোয়া এবং শ্রদ্ধা রইল।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার লেভেল ওয়ান এর পরীক্ষা দেখে খুবই ভালো লাগলো আপনি লেভেল ওয়ান থেকে যথাযথভাবে জ্ঞান অর্জন করেছেন। আশা করছি আপনার অর্জিত জ্ঞান
আপনি কাজে লাগাবেন । এত সুন্দর ভাবে লেভেল ওয়ান এর পরীক্ষা বিষয়গুলো ধাপে ধাপে নিখুঁত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। এই থেকে বোঝা যায় আপনি খুব ভালোভাবে আয়ত্ত করেছেন লেভেল ওয়ান ।আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি বেশ ভালোভাবেই লেভেল ওয়ানের পড়া করেছেন এবং সে পড়ার উপর ভিত্তি করে সুন্দর পরীক্ষা দিয়েছেন। আপনার এত সুন্দর পরীক্ষার উপস্থাপনা দেখে আমার খুব ভালো লেগেছে আপু। এভাবে সামনের দিকে এগিয়ে আসুন।
এবিবি স্কুল লেভেল ওয়ান হতে আপনি ভালো কিছু শিখতে পেরেছেন। সেটা আপনার এই বিষয়ে উপস্থাপনা দেখে বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আর আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।
আপনার এই উৎসাহমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
বিষয়গুলো মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
আপানার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আপনার প্রশ্নের উত্তর গুলো দেখে এমনিতেই বুঝা যাচ্ছে আপনি খুব সুন্দর করে লেভেল-১ বিষয় গুলো বুঝেছেন, তবে আপু মনি আপনার জন্য একটি সাজেশন থাকবে, এই বিষয় গুলো লেভেল-৫ পর্যন্ত কাজে লাগবে তাই সব সময় মনে রাখার চেষ্টা করবেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।
আপনার সাজেশন টা অবশ্যই মেনে চলার চেষ্টা করব ধন্যবাদ।
abb-school এর লেভেল০১ এর ক্লাস শুরু থেকে দেখেছি আপনি অনেক একটিভলি এবং নিয়মিত ছিলেন যেটার বহিঃপ্রকাশ আপনার এক্সামে স্পষ্ট বোঝা যাচ্ছে।অনেক সুন্দরভাবে প্রতিটা প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা করেছেন।সামনের ক্লাসগুলোতে আরো ভালোভাবে শিখুন এবং আমার বাংলা ব্লগ পরিবারের অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠুন সেই শুভকামনা ও দোয়া রইলো।সুস্থ এবং ভালো থাকবেন আপু।