বোতল পেইন্টিং ||১০% বেনিফিশিয়ারি @ shy-fox এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago

❤️হ্যালো বন্ধুরা❤️

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বোতল পেইন্টিং।


IMG_20220908_125528.jpg

পুরাতন কোন জিনিসকে নতুন রূপ দিতে আমার ভালোই লাগে। আমার বাসায় একটি কাচের বোতল ছিল।আমার রং দিয়ে আকাঁ আকিঁ করতে খুব ভালো লাগে তা আমি আগেই বলেছি।গ্লাস পেইন্টিং এর ইচ্ছা ছিল অনেক দিনের।বাসায় এই কাচের বোতলটা হঠাৎ চোখে পড়ল।ভাবলাম এটা দিয়েই গ্লাস পেইন্টিং টা শুরু করি।এই ধরনের বোতল এ পেইন্ট করে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।আবার এই বোতল গুলোতে ফুল দিয়ে
ও সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ye8n9we7cn2fais6g2mJfTB5GpTaZ92WLeiLhBetVimA6t7odWeSkn6Ay5j7ZYESzqf71cPpokoi5DTv58HKQ6fPxVgBQ.png


GridArt_20220911_154644690.jpg

  • রং তুলি
  • কাচের বোতল
  • লাল রং
  • কালো রং
  • নীল রং
  • সাদা রং

ধাপ-১


IMG_20220907_105310.jpgIMG_20220907_104920.jpg
  • কাচের বোতল নিয়ে রং তুলির সাহায্যে কালো রং পুরো বোতলে দিয়েছি।

ধাপ-২


IMG_20220907_110057.jpgIMG_20220907_105314.jpg
  • বোতলে কালো রং পুরো দেওয়া হলে রং টাকে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি।


ধাপ-৩


IMG_20220907_120952.jpgIMG_20220907_110057.jpg
  • কালো রং শুকিয়ে গেলে তাতে সাদা রং দিয়ে বড় পাতা একেঁছি।


ধাপ-৪


IMG_20220907_120952.jpgIMG_20220907_114847.jpg
  • এবার সাদা রং শুকিয়ে গেলে তাতে কমলা রং দিয়ে গাঢ়ো করে দিয়েছি।


ধাপ-৫


IMG_20220907_122848.jpg

  • এবার মাঝখানের কিছু পাতায় লাল ও সাদা রং মিশিয়ে গোলাপি কালার করেছি।


ধাপ-৬


IMG_20220907_205131.jpg

  • এরপর বাকি গুলোতে নীল রং দিয়েছি।সব রং গুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি।


ধাপ-৭


IMG_20220908_125536.jpgIMG_20220908_125437.jpg
  • সব রং ভালোভাবে শুকালে সোনালি কালার রং দিয়ে হাইলাইট করেছি।

ফাইনাল লুক


IMG_20220908_125536.jpg

❤️এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।❤️


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3hpsmoj15mmztu6xAp1uYqepUBz9ZLy6c2CAuuUCLy64p2REDu9P9ehHG6rH...Xb8dAZvrpjAYtqC66r4AtimBK7MufjYUZLQavMScAp8tZoUGCJ74n9kkU4prh1pFMTZYufwf5GrhxEqKjpmSiRCmtqDoNFfaperGNPXzcpuwDJAX3yGYCCn5ED.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif


Sort:  
 2 years ago 

আপু বলতেই হবে আপনার অনেক দক্ষতা রয়েছে। আপনি কাচের বোতলটিকে খুব সুন্দর ভাবে আবার নতুন বোতলে তৈরি করেছেন রং এর মাধ্যমে। আমিও কিছুদিন আগে এরকম একটি বোতলের পেইন্টিং করেছি। আমার ভীষণ ভালো লাগে এরকম পেইন্টিং করতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

নিজ উদ্দেগে কিছু কররা মানেই আনন্দিত হওয়া এবং অনুপ্রানিত হওয়া , পুরানো জিনিস কে নতুন এরর রুপান্তর করার মাধ্যমেই আত্তবিকাশ সৃষ্টি হয়

 2 years ago 

পেইন্টিং করতে আমারও অনেক ভালো লাগে। আমিও অনেকদিন থেকে ভাবছি বোতলের উপর কোন একটি পেইন্টিং করবো। তবে এখনো করা হয়নি। আপনার শেয়ার করা এই পেইন্টিং দেখে আমারও ইচ্ছে করছে পেইন্টিং করতে। আপু আপনার এই পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি আপু পুরাতন কোন জিনিসকে নতুন রুপে দেখতে পেয়ে বেশ ভালোই লাগল।আপনার বোতলটা হঠাৎ চোখে পড়ছে বিদায় এতো সুন্দর পেন্টিং দেখতে পেলাম।সোনালী রং দিয়ে হাইলাইট করার কারণে দেখতে চমৎকার লাগছে।

 2 years ago 

আপু আপনার বোতল পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। কি রং ব্যবহার করেছেন ।আমিও অনেকদিন থেকে ভাবছি করবো কিন্তু করা হচ্ছে না।এবার ভাবছি করবো।

 2 years ago 

পুরাতন কোন জিনিসকে নতুন রূপে সাজিয়ে তুলতে দেখতে অসম্ভব সুন্দর লাগে ঠিক আপনার মতো আজকের বোতলের পেইন্টিং টি দেখতে এতটা সুন্দর লাগছে। পাতা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে আপু। এরকম আরো সুন্দর পেইন্টিং আমাদের উপহার দিন ।আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

আমার বাংলা ব্লগের কল্যাণে আমাদের কত প্রতিভা বিকশিত হচ্ছে।এখন থেকে পুরোনো বোতল ফেলে না দিয়ে এভাবে রিসাইকেল করা যাবে।ধন্যবাদ সুন্দর আইডিয়ার জন্য।

 2 years ago 

দারুন আইডিয়া শেয়ার করেছেন আপু। বিষয়টি ভালো লেগেছে। পুরাতন বোতল কে নতুন রূপে নিয়ে আসা। নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। পেইন্টিং টা সুন্দর ভাবে করেছেন। আমার কাছে মনে হচ্ছে বোতলের মোখা আটকানোর জায়গায় পেইন্টিং না করলে মনে হয় ভালো হতো। কারণ জায়গাটি হিবিজিবি লাগছে। তাছাড়া সবমিলিয়ে ভালো লেগেছে। বিশেষ করে আপনার ইউনিক আইডিয়া টা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু আমিও আপনার মত চেষ্টা করি ঘরের পুরনো জিনিসকে নতুন ভাবে রাঙিয়ে তুলতে। আপনি পুরনো কাঁচের বতলে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপু আপনি চাইলে ভিতরে কয়েকটি ফুল দিয়ে ফুলদানি হিসেবেও এটিকে ব্যবহার করতে পারেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41