বৌদির দেয়া ট্রিট
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে।
আমার আর বৌদির কথা অনেকেই জানেন।মানে আমি bristichaki কথা বলছি।আমরা পাশাপাশি ফ্লাটে থাকি তাও অনেকেই জানেন। পাশাপাশি থাকার কারণে শুধু ঘুমানো ছাড়া সারাদিনই আমাদের দেখা হয়। আর এজন্য সবকিছুই আমরা শেয়ার করি।সারাদিন আমাদের আর এক ঘেয়েমিও লাগে না।অনেক আন্তরিকতা তৈরি হয়েছে বৌদির পরিবারের সাথে আমার পরিবারের।বৌদি না থাকলে যেন ভালোই লাগে না।সময়টা কাটতেই চায় না।আমার অসুস্হতার সময় সব চেয়ে বেশি সময় দিয়েছে বৌদি আমাকে।অসুস্থতার সময় একা লাগে আর সেই সময় বৌদির সঙ্গ আমাকে সেটা মনে হতে দেয় নি।
আমার অসুস্থতার দিনগুলোর মধ্যে বৌদি নতুন নতুন ফার্নিচার কেনে।নতুন ডাইনিং টেবিল,নতুন সোফা কেনে।আমরা মেয়েরা তো নতুন কিছু কিনতে পারলে অনেক বেশি খুশি হই।আমার কাছে মনে হয় মেয়েদের এক ঘেয়েমি বা খারাপ লাগা কেনা কাটা করলে ভালো হয়ে যায়।বৌদি নতুন ফার্নিচার কিনে অনেক খুশি ছিল।আর সেই খুশি ভাগ করে নিতে আমাদের ট্রিট দেয়।
শরীর ভালো ছিল না বলে আমি যেতে চাচ্ছিলাম না।কিন্তু বৌদির অনেকবার বলার পরে ভাবলাম পরিবেশ পরিবর্তন হলে হয়তো ভালো লাগবে।আর বৌদি বলছিল যে খুব দূরে কোথাও যাবেনা কাছাকাছি কোন একটা রেস্টুরেন্টে যাবে। এজন্য আমি রাজি হয়ে গেলাম এবং আমি আর জাহিরা রেডি হয়ে যাই।
বাসার সবচেয়ে কাছে চাটনি নামের একটা রেস্টুরেন্ট ছিল। বৌদি ওটাতেই যাবে ঠিক করেছিল। তাই আমরা বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। কারণ বাসার খুব কাছে রেস্টুরেন্টটা ছিল। আর খাবারের মানও ভালো।
প্রথমে রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু ছবি তুলে নিই। তারপর মেনু কার্ড চলে আসে। তারপর সবাই যে যার পছন্দ মতো খাবার অর্ডার করেছিল।বৌদি বলছিল যার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার করতে পারে। আমার যদি শরীর ভালো ছিল না তেমন কিছু খেতেও ইচ্ছে করছে না তাই আমি একটা লাচ্ছি অর্ডার করেছিলাম।
বৌদি আর বাচ্চারা চিকেন পপকর্ন,ক্রিমি পাস্তা অর্ডার করেছে।এই রেস্টুরেন্টের ক্রিমি পাস্তা খেতে অনেক ভালো লাগে।সবাই মজা করে খেয়ে বাসায় চলে আসি।বৌদি কে অনেক ধন্যবাদ আমাদের এতো সুন্দর ট্রিট দেওয়ার জন্য। অনেক ভালো সময় কাটিয়েছি।
আজ এ পর্যন্তই।আমার আজকের পোস্ট টি কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।