ফুল পেইন্টিং ||১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

❤️হ্যালো বন্ধুরা❤️

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আজ আমি আপনাদের সাথে একটা ফুলের পেইন্টিং শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


GridArt_20221008_194715740.jpg

ফুলের পেইন্টিং আ আমার কাছে কালার ফুল না হলে ভালো লাগে না।তাই আজকের পেইন্টিং টা আমি লাল ও হলুদ রং দিয়ে করেছি।যাতে দেখতে কালারফুল হয়।আমার আজকের পেইন্টিং টা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই।


উপকরণ সমূহ


IMG_20220811_170712.jpg

  • সাদা কাগজ
  • সবুজ এক্রয়ালিক কালার
  • হলুদ এক্রয়ালিক কালার
  • লাল এক্রয়ালিক কালার
  • তুলি

কার্যপদ্ধতি



IMG_20221003_195750.jpg

প্রথমে লাল ও সবুজ রং একসাথে মিশিয়ে চিকন তুলির সাহায্যে লম্বা পাতার মত ফুলের পাপড়ি একেঁছি।

IMG_20221003_195955.jpg

এরপর ফুলটির পাশে আরও তিনটি ছোট ছোট ফুল এঁকেছি।

IMG_20221003_200125.jpg

এখন নিচের দিকে আরও একটা ফুল এঁকেছি।


IMG_20221003_200614.jpg

এবার সবুজ রং দিয়ে পাতার নিচের দিকে ডাটা এঁকেছি।

IMG_20221003_200716.jpg

এরপর বাকি ফুল গুলোর একইভাবে ডাটা এঁকেছি।

IMG_20221003_201103.jpg

এবার ফুল গুলোর সবুজ রং দিয়ে পাতা একেঁছি।

IMG_20221003_201341~2.jpg

সবশেষে আমার নামের একটা সাইন দিয়ে পেইন্টিং টা শেষ করেছি।

🌺🌺এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  
 2 years ago 

আসলেই আপু ফুলের পেইন্টিং কালারফুল ফুল না হলে ভালো লাগবে না। আপনি তো দেখছি অনেক সুন্দর ভাবে ফুলের পেইন্টিং করেছেন। বিশেষ করে দুইটা কালার ব্যবহার করেছেন এই জন্য বেশি আকর্ষণীয় লাগছে। এ ধরনের পেইন্টিং গুলো করতে আমার নিজের কাছে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

জ্বি আপু কালার ফুল হলে দেখতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপু আপনার ফুল দেখতে অনেক সুন্দর লাগছে।আমার কাছেও ফুল দেখতে কালারফুল হলে ভালো লাগে। কালারফুল করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পেইন্টিং পুরো টা ভালোভাবে বুঝানোর জন্য ধাপে ধাপে দেখিয়েছি।আপনার জন্যঅনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63977.42
ETH 2760.27
USDT 1.00
SBD 2.65