এক্রায়ালিক কালার দিয়ে স্ট্রবেরি অংকন||১০% বেনিফিশিয়ারি @ shy-fox এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago

❤️হ্যালো বন্ধুরা❤️

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবার ও আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে স্ট্রবেরি অংকন পদ্ধতি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


GridArt_20220921_110951910.jpg


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ye8n9we7cn2fais6g2mJfTB5GpTaZ92WLeiLhBetVimA6t7odWeSkn6Ay5j7ZYESzqf71cPpokoi5DTv58HKQ6fPxVgBQ.png

IMG_20220811_170712.jpg

  • সাদা কাগজ
  • রং তুলি
  • কালো রং
  • সবুজ রং
  • লাল রং
  • পেন্সিল


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrQ8BteHtC6Rp4zq5sNbFCwU229AAvVf7uqxSQwtmjH8yD7nBLdUsvUwkBQYEVeYhistsmvVtnQWcZHYPE94SXy1cKw4a.png


IMG_20220920_220600.jpg

প্রথমে সাদা কাগজে পেন্সিল দিয়ে স্ট্রবেরি অংকন করেছি।


IMG_20220920_220838.jpg

এরপর লাল রং দিয়ে পাতাগুলো বাদে বাকি সব জায়গায় লাল রং করেছি।

IMG_20220920_221032.jpg

পাতা বাদে পুরো স্ট্রবেরি লাল রং সুন্দর ভাবে ছড়িয়ে দিয়েছি।

IMG_20220920_221229.jpg

এরপর পাতাগুলো রং করার জন্য সবুজ রং নিয়েছি।

IMG_20220920_221421.jpg

এবার পাতা সবুজ রং দিয়ে সুন্দর করে এঁকেছি।

IMG_20220920_221603.jpg

এবার কালো রং দিয়ে স্ট্রবেরির উপরের অংশে ছোট ছোট ডটের মত এঁকেছি।

IMG_20220920_221701.jpg

এরপর কালো রঙ দিয়ে পুরো স্ট্রবেরিতে ডট গুলো দেয়া শেষ করেছি।


GridArt_20220921_110951910.jpg

সবশেষে আমার নামের একটি সাইন দিয়ে স্ট্রবেরি অংকন এখানেই শেষ করেছি।


এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।


পোস্টের বিবরণ

শ্রেণিঅংকন
ডিভাইসvivo
মডেলy12
লোকেশনগাইবান্ধা


EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif






Sort:  
 2 years ago 

খুব চমৎকারভাবে একটি স্ট্রবেরি অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার অংকন আমার কাছে খুবই ভালো লাগলো। দেখে মনে হচ্ছে এটা একদম সত্যিকারের স্ট্রবেরি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার অংকনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

এক্রায়ালিক দেখে তো আমি প্রথমেই ভেবেছিলাম এটি একটি সত্যিকারের স্ট্রবেরি। আপনি খুবই সুন্দর ভাবে এই ফিত্রাঙ্কন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল।

 2 years ago 

সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চিত্র অংকন দেখতে আমার খুবই ভালো লাগে। আপনি অ্যাক্রলিক রং দিয়ে খুব সুন্দর করে স্ট্রবেরির চিত্র অংকন করেছেন। মেয়েরা চিত্র অঙ্কনে খুবই দক্ষ অনেক আপু আছ খুব সুন্দর করে চিত্র অঙ্কন করতে পারে যেটা আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

স্ট্রবেরি অংকন দেখে মনে হচ্ছে সত্যি কারের 🍓স্ট্রবেরি। কালো তুলি দিয়ে মাঝখানে ফোঁটা ফোঁটা দেওয়াতে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে ইউনিক আইডিয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপন করতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

খুবই সুন্দর এবং কালারফুল একটি স্ট্রবেরির চিত্র প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়েছেন দেখে বোঝারই উপায় নেই এটি ফটোগ্রাফি না অঙ্কন করা।।
অংকন পদ্ধতি খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

 2 years ago 

আমার পোস্টে চমৎকার একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

এটা দেখে মনে হল এই প্রথম কেউ এই জিনিসটা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করল। তবে ভালো লাগলো বিভিন্ন কালারের মাধ্যমে কার্যসম্পন্ন করেছেন দেখে। আশা করি এভাবে আরও অনেক কিছু আমাদের মাঝে অংকন করে শেয়ার করবেন।

 2 years ago 

আপনারা এভাবে পাশে থাকলে আশা করি আরও ভালো কিছু করতে পারবো।ভালো থাকবেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41