ফটোগ্রাফি পর্ব -৯||কয়েকটি রেনডম ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই?নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।প্রতিদিনকার মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট করব। আজ সারাদিন শরীর খুব বেশি ভালো ছিল না তাই পোস্ট লিখতে পারি নি। এখন অনেকটা ভালো। এজন্য পোস্ট লিখতে বসলাম।সুযোগ পেলে কিছু ফটোগ্রাফি করে রাখি।সেগুলো থেকে কিছু ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি ভালো লাগবে।


GridArt_20221120_222312515.jpg


ফটোগ্রাফি -১ও ২


GridArt_20221120_221724201.jpg

Location

IMG_20221116_064144.jpg

Location

এই ফুলটিকে আমরা প্রায় সবাই চিনি। এটি কচুরিপানা ফুল।এলাকাভেদে হয়তো নাম ভিন্ন হতে পারে। তবে আমাদের এলাকায় একে কচুরিপানা নামে পরিচিত। এটি তো গ্রামে গেলে খালে বিলে বেশি দেখতে পাওয়া যায়।

ফটোগ্রাফি -৩


GridArt_20221120_221814412.jpg
Location

এটি তো বেগুনের ফুল। যারা গ্রামে থাকেন তারা ভালো করে চিনবেন।আমার শাশুড়ী গ্রামে থাকেন। নিজেদের বাড়ির জায়গায় নানা রকম সবজি চাষ করে।সেখান থেকে ছবিটা তোলা।

ফটোগ্রাফি -৪


IMG_20221105_095536.jpg

Location

আমার গ্রামের বাড়ির পাশে রেললাইন। মাঝে মাঝে সেখানে বেড়াতে যাই।রেললাইনে গিয়ে রেলব্রীজ এর থেকে ছবি তুলেছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।

ফটোগ্রাফি -৫


IMG_20221029_130657.jpg

Location

এটি এক ধরনের পাতা বাহারের গাছ।গাছটি দেখতে খুব ভালো লাগে। আমার বাসায় ও আছে। গাছটি দেখতে অনেকটা ঝোপালো।

ফটোগ্রাফি -৬


IMG_20221020_172608.jpg
Location

এই ফুল টি হচ্ছে লাল রঙ্গন। বিভিন্ন কালরের রঙ্গনের মধ্যে লাল রঙ্গন বেশি ভালো লাগে। অনেকগুলো ফুল একসঙ্গে গুচ্ছ হয়ে থাকে।দেখতে ভালো লাগে।


ফটোগ্রাফি -৭


IMG_20221105_095130.jpg

এই আলোকচিত্র টি রেললাইনের পাশ থেকে তোলা।এই গাছ গুলো হচ্ছে হলুদের গাছ।কেউ হলুদের চাষ করেছে।দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। তাই ক্যামেরাবন্দী করছিলাম।


❤️এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।❤️


ইউজারনেম@rituamin
ডিভাইসvivo
মডেলy20
লোকেশনগোবিন্দগঞ্জ


Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন মন আর শরীর যদি ভালো না থাকে তাহলে পোস্ট করতে একদম ইচ্ছে করে না। বিশেষ করে শরীর খারাপ থাকলে আমারও পোস্টগুলো করতে তেমন মন চায় না। কিন্তু তাও খুব কষ্ট করে পোস্টগুলো করতে হয়। তারই মধ্যে আপনি দুর্দান্ত ফটোগ্রাফি করলেন। লাল রঙ্গন আর বেগুন ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে অসাধারণ লাগলো। আমাদের বাড়ির পাশে আমিও কয়েকটি বেগুন গাছ লাগিয়েছি। সেগুলোর মধ্যে প্রচুর ফুল আর বেগুন ধরেছে। আপনার বেগুনের ফুল টা দেখে গাছগুলোর কথা খুব মনে পড়তেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সত্যি বলতে সবকিছুর ঊর্ধ্বে শারীরিক সুস্থতা। শরীর সুস্থ থাকলে সবকিছু ভালো লাগে। আর আপনার আজকের ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়েছে। বিশেষ করে বর্তমানে কচুরিপানার ফুল গুলো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু শরীর খারাপ থাকলে কোন কিছু করতেই ভালো লাগে না, পোস্ট করতে তো তখন একদম ইচ্ছা করে না। আমিও সুযোগ পেলে ভালো ভালো কিছু দেখলে ছবি তুলে রাখি এখানে পোস্ট করার জন্য। আপনার ছবিগুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে। এ ধরনের ছবিগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। বিশেষ করে রঙ্গন ফুলের কালারটা দারুন লাগছে। কচুরিপানা ফুল গুলো অনেকদিন পরে দেখলাম। রেললাইন দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল কত হেটেছি রেল লাইন দিয়ে।

 2 years ago 

রেল লাইন দিয়ে হাটতে সবসময়ই খুব ভালো লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপু পোস্ট লেখার জন্য শরীর, মন দুইটা সুস্থ থাকতে হয়।শরীর ভালো না থাকলে পোস্ট লেখা সম্ভব না।আপনি অসুস্থ থাকার সত্বেও একটু ভালো লাগছে তাই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন।আপনার শেয়ার করা ফটোগ্রাফি পোস্ট এর প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে আমি পরিচিত কারণ আমি গ্রামে বেড়ে ওঠা একজন মেয়ে তাই।গ্রামের এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুব পছন্দ করি। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

জি আপু ধন্যবাদ

 2 years ago 

আপু খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখছি। প্রতিটা ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। কচুরিপানা ফুলের ছবি দেখতে খুবই হয়েছে তাছাড়া সবগুলো ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। রেললাইনের পাশে জন্মানো হলুুদের গাছ দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্টে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

 2 years ago 

আপনার ফটোগ্রাফ গুলো আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে।সাবজেক্ট নির্বাচন, ফোকাস বেশ ভাল হচ্ছে।কালার গুলোও বেশ ভাল এসেছে।ধন্যবাদ দৃষ্টিনন্দন ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখছি। প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি আকর্ষণীয় ছিল বিশেষ করে বেগুন এর ফুল এবং রেল লাইনের ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে আমার কাছে। সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু।
আপনার তোলা ৫নং ফটোগ্রাফি তে থাকা পাতাবাহারের গাছের সৌন্দর্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ এবং নিখুঁত ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রেললাইন আর হলুদের গাছগুলোর ছবিগুলো খুবই ভালো লাগলো। অন্য ছবিগুলোও সুন্দর তবে কেন যেন ল্যাপটপে পরিস্কার দেখা যাচ্ছেনা সম্ভবত লাইট অথবা রেজুলেশন কম ছিল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66