গ্লিটার পেপার দিয়ে তৈরি কলমদানি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো,

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে অনেকদিন পর একটি ডাই পোস্ট শেয়ার করব। বিভিন্ন ব্যস্ততার কারণে ডাই পোস্ট করা হয় না।আজ শত ব্যস্ততার মধ্যে ও সময় বের করেছি ডাই পোস্টের জন্য।আজ আমি চিপসের প্যাকেট ও গ্লিটার পেপার দিয়ে কলমদানি বানিয়েছি।কিভাবে কলমদানি বানালাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

GridArt_20230116_214621192.jpg

উপকরণসমূহ

IMG_20230116_204807.jpg

  • চিপসের প্যাকেট
  • কাচি
  • কলম
  • গ্লিটার পেপার
  • স্কেল

প্রস্তুতপ্রণালী

GridArt_20230116_214753843.jpg

  • প্রথমে কমলা কালার গ্লিটার পেপারকে চিপসের প্যাকেটের সমান মাপ দিয়ে কাটার জন্য দাগ কেটে নিয়েছি।

GridArt_20230116_214834157.jpg

  • এরপর পুরো প্যাকেট টা মুড়াতে যতটুকু গ্লিটার পেপার দরকার তার মাপ দিয়ে নিয়েছি।

GridArt_20230116_214917579.jpg

  • এবার কাঁচি দিয়ে মাপ মত কেটে নিয়েছি।

GridArt_20230116_215027627.jpg

  • এরপর গ্লিটার পেপারের নিচের সাদা কাগজ তুলে চিপসের প্যাকেটের গায়ে আঠালো অংশটা লাগিয়ে দিয়েছি।

GridArt_20230116_215123607.jpg

  • এ পর্যায়ে বেগুনি কালার গ্লিটার পেপার চিকন করে কেটে নিয়েছি।

GridArt_20230116_215210402.jpg

  • এরপর চিপসের প্যাকেটের উপরে ও নিচে গোল করে বেগুনি কালার গ্লিটার পেপার লাগিয়ে দিয়েছি।

GridArt_20230116_215244087.jpg

  • এবার বেগুনি কালার গ্লিটার পেপারকে লাভ সেপে কেটে নিয়েছি।

GridArt_20230116_215320250.jpg

  • তারপর লাভ সেপে কাটা অংশগুলো বাকা করে কমলা কালার গ্লিটার পেপারের উপর বসিয়ে দিয়েছি।

ফাইনাল লুক

GridArt_20230116_214621192.jpg

IMG_20230116_211740.jpg

এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে। ❤️❤️
Sort:  
 last year 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন ব্যস্ততার কারণে এই ডাই পোস্টগুলো নিয়ে বসা হয় না। তারপরেও আজ আপনি সময় বের করে ডাই পোস্ট করেছেন দেখে ভালো লাগলো। চিপসের প্যাকেট ও গ্লিটার আর্ট পেপার দিয়ে দারুন একটি কলমদানি তৈরি করেছেন। যেটি দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ।

 last year 

আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

গ্লিটার পেপার দিয়ে কলমদানি তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝেই শেয়ার করলেন আপু। আসলে গ্লিটার পেপার গুলো দেখতে অনেক সুন্দর হয় যার কারণে এটা দিয়ে যায় তৈরি করা যায় না কেন দেখতে চমৎকার দেখাই। আপনার তৈরি করা এই কলমদানি দেখে বোঝার কোন উপায় নাই যে এটা নিজে হাতে তৈরি।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া গ্লিটার পেপার গুলো দেখতে আসলেই অনেক বেশি সুন্দর হয়।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 last year 

গ্লিটার পেপার দিয়ে তৈরি কলমদানিটি বেশ চমৎকার লাগছে। অসম্ভব সুন্দরভাবে প্রতিটি ধাপের মাধ্যমে গ্লিটার পেপার দিয়ে তৈরি কলমদানিটি আমাদের মাঝে তুলে ধরেছেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর করে গ্লিটার পেপার দিয়ে তৈরি কলমদানি তৈরি করেছেন। আসলে দক্ষতা থাকলে অনেক কিছু তৈরি করা সম্ভব। গ্লিটার পেপার দিয়ে তৈরি করা দেখে ভালো লাগলো। কলমদানি তৈরি করার প্রক্রিয়া সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

 last year 

সাধারণ একটা চিপস এর কৌটা দিয়ে এত সুন্দর করে কলমদানি তৈরি করা যায় আমি ভাবতেই পারছি না।গ্লিটার পেপারের কালার গুলো অসম্ভব সুন্দর লাগছে সবমিলিয়ে অসাধারণ একটি জিনিস প্রস্তুত করেছেন ভাবি।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অসাধারণ পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাবি।

 last year 

আমিও ভাবতে পারি নি বৌদি যে এটা ফাইনাল লুক এতটা সুন্দর আসবে।বানাতে পেরে আমার কাছেও অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

চিপসের প্যাকেট ও গ্লিটার পেপার দিয়ে খুবই সুন্দর একটি কলমদানি বানিয়েছেন ৷ আসলে এটি দেখতে খুবই সুন্দর হয়েছে ৷ চমৎকার আইডিয়া ছিলো আপনার ৷ আসলে ডাই পোস্ট গুলো তৈরিতে একটু বেশিই সময় লাগে ৷ যাই হোক বিভিন্ন ব্যস্ততার মাঝেও সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷

 last year 

আপনার সুন্দর মন্তব্য টি আমাকে উৎসাহ দেবে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

নিজের কিছু তৈরি করা মানেই সিজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানো যেটা আপনি খুব সুন্দর ভাবে দেখালেন। গ্লিটার পেপার দিয়ে কলমদানি তৈরি খুব সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপু এত ব্যস্ততার মাঝেও গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট বানিয়েছেন। আপনার গ্লিটার পেপার দিয়ে কলমদানি দেখতে অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। কমলা কালারের উপর বেগুনি কালারের লাভ দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

গিটার পেপার দিয়ে খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আপু। খুব চমৎকার হয়েছে। আসলে আপু আপনি ঠিকই বলেছেন বিভিন্ন ব্যস্ততার কারণে এই ড্রাই পোস্ট গুলো নিয়ে বসা হয় না। দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। গ্লিটার পেপার দিয়ে করাতে সুন্দর হয়েছে। আপনার আইডিয়াটি দারুন ছিল।

 last year 

আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63527.41
ETH 3109.34
USDT 1.00
SBD 3.86