খালার বৌভাত

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার পাড়াতো খালার বৌভাতের মূহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব।

IMG_20230202_164514.jpg

বিয়ের দিন তো আমরা সবাই অনেক বেশি মজা করেছি। কিন্তু দিনশেষে একটু খারাপ লেগেছে। যখন বউকে বিদায় দিতে হয়েছে আমার মেয়ে তো অনেক মন খারাপ করেছে। বউ কেন কান্নাকাটি করছে? সবাই কেন কান্না করছে? বউকে কেন নিয়ে যাচ্ছে? তার অনেক প্রশ্ন কিন্তু এটাই নিয়ম এটা আমাদেরকে মেনে নিতেই হবে।

এটা ভেবে মনকে সান্তনা দিয়েছি। তবে আজ অনেকটা আনন্দের দিন কারণ আজ আমরা আমাদের মেয়েকে বর সহ বাড়িতে নিয়ে আসব এটা ভেবে অনেকটা ভালো লাগছিল। আমরা সকাল থেকেই বউয়ের বাড়িতে আবার নতুন জামাইয়ের জন্য কি কি নিয়ে যাওয়া হবে সেগুলো করে সবাই রেডি করছিলাম। এর মধ্যে আমাদেরকে যাওয়ার জন্য গাড়িও চলে এসেছে।

received_1924043324641285.jpeg

সবাই সবার মত রেডি হচ্ছিল যদিও সবাইকে অনেক তাড়া দেওয়া হচ্ছিল। তার পরেও একসাথে কোথাও যেতে গেলে সব সময় দেরি হয়। ঠিক সময়মতো হয় না। অনেক তাড়া দেওয়ার পর সবাই ঠিক সময়মতো আসতে পারেনি। তবে খুব বেশি দেরিও হয়নি।বর আর কনের বাড়ির দূরত্ব খুব বেশি না। গাড়িতে যেতে প্রায় ৪০ মিনিটের মতো সময় লাগে। এজন্য অনেকটা স্বস্তি কাজ করছিল।

বেশি দূরের জার্নি হলে বাচ্চারা অনেকটা অস্বস্তি বোধ করে। ওরা টায়ার্ড হয়ে যায়। তবে আমরা পাড়ার সবাই একসাথে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল। আমার সাথে আমার আম্মু গিয়েছিল।

IMG_20230202_164714.jpg

IMG_20230202_164519.jpg

IMG_20230202_164343.jpg

IMG_20230202_164257.jpg

যেহেতু অল্প সময়ের পথ তাই গল্প করতে করতে আর গান শুনতে শুনতে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম
অনেকটা গ্রামের ভিতরে বাড়ি। গিয়ে দেখি আমাদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। আর যেহেতু দুপুর টাইম সবাই অনেকটা ক্ষুধার্ত।তাই বউয়ের সাথে কিছু ছবি তুলে আমরা খেতে বসে গেলাম। এখানে খাওয়া-দাওয়ার আয়োজনটা অনেক ভালো ছিল। সবাই একসাথে বসে অনেক মজা করে খেয়েছি।

হুম খাওয়া-দাওয়ার সময় যদি ছবি তোলা হয়নি। কারন আমার মেয়েকেও খাইয়ে দিতে হচ্ছিল।
কোন অনুষ্ঠানে গিয়ে তখনই ভালো লাগে যদি বাচ্চারা সেখানে গিয়ে ঠিকমতো খায় আর কান্নাকাটি না করে। তো আমার মেয়ে একটু ক্ষুধার্ত ছিল। আর ওর পোলাও অনেক পছন্দের তাই পোলাও মাংস দিয়ে খাবার খেয়ে ওর মত খেলা শুরু করে দিয়েছে। আর ওখানে গিয়ে ওর পছন্দমত বান্ধবী খুঁজে নিয়েছে। এজন্য আমাকে বেশি কষ্ট করতে হয়নি।

খাওয়া দাওয়া শেষে আমরাও বউয়ের বাড়িটাও ঘুরে ঘুরে দেখছিলাম। এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে।যেহেতু জাহিরা ছোট আর পর বাবা নেই সাথে। তাই সন্ধ্যার আগেই আমরা সবাই চলে আসি।আর বর বউকে নিয়ে বউয়ের বাবা মা পরে এসেছে।

অনেকদিন পর অনেক আনন্দ করেছিলাম বিয়েতে।কয়েকটা দিন খুব ভালো কেটেছে।আজ এ পর্যন্ত। পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

বিয়ের সময়টা অনেক আনন্দ করা হয়। কিন্তু যখন বউয়ের বিদায় হয় তখন খুবই খারাপ লাগে। যাইহোক যেহেতু বাসা খুবই কাছাকাছি তাই তো অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছেন। অনেক আনন্দ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আর পিচ্চিটাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আপনাকে দেখতেও অনেক সুন্দর লাগছে আপু। অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বিয়ে মানে আনন্দ উল্লাস করে সময় কাটানো। বরএবং কনের বাড়ি কাছাকাছি ভালই হয়েছে বেশি জার্নি করতে হয়নি। দেখে বোঝা যাচ্ছে অনেক আনন্দের সময় কাটিয়েছেন। বউয়ের বিদায় বেলাটা আমার কাছেও খুবই খারাপ লাগে । আপনার খালার বৌভাত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে বিয়ে গুলোতে অনেক আনন্দ হয়। কিন্তু যখন বউকে বিদায় দেওয়া হয় সেই সময়টা সত্যিই বেশ কষ্টে লাগে। তবুও নিয়ম তো মানতেই হবে সে তার নতুন সংসার সুন্দরভাবে গুছিয়ে নেবে এটাই সবাই প্রত্যাশা করে। আপনার মেয়ে ওখানেই গিয়ে একজন বান্ধবী খুঁজে পাওয়াতে আপনার অনেক সুবিধাই হয়েছে বুঝতে পারলাম। যাক সবাই মিলে অনেক বেশি আনন্দ করে করেছেন দেখলাম। ধন্যবাদ আপু চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সত্যি অনেক আনন্দ করেছি।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য টি করার জন্য।

 2 years ago 

আপনার গায়ে হলুদ এবং বিয়ের পোস্টটি আমি পড়েছিলাম। আজকে বৌভাতের পোস্টটি পড়ে আরো ভালো লাগলো। বোঝা যাচ্ছে কিছুদিন বেশ ভালোই মজা করেছেন এবং জাহিরা বেবিও নিশ্চয় অনেক মজা করেছে গ্রামীন পরিবেশে। ধন্যবাদ ভাবি বিয়ে বাড়িতে কাটানো সুন্দর মহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মা-মেয়ে দুজনে অনেক দিন পর খুব মজা করেছ। অনেক ধন্যবাদ ভাবি এত সুন্দর এটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বিয়ের অনেক দিন আগে থেকেই কি যে আনন্দ হয় তারপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে তখন সবাই মিলে মজা আনন্দে দিনটি পার হয়ে যায় কিন্তু যেই বিদায় বেলা চলে আসে তখনই মনটা ভীষণ খারাপ হয়ে যায়।ছেলের বাড়ি কাছাকাছি হলে বৌভাতে যেতে ইচ্ছে করে কিন্তু দূরে হলে জার্নি করে বৌভাত খেতে একদম যেতে ইচ্ছে করে না। জাহিরা বেবি আপনাকে অনেক সুন্দর লাগছে। সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করেছেন তা আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।ধন্যবাদ ভাবি।

 2 years ago 

ঠিক বলেছেন বৌদি বিয়ে ঠিক হওয়ার পর থেকে অনেক মজা হয় বিয়ে শেষ না হওয়া পর্যন্ত। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ বৌদি।

 2 years ago 

বিয়ের সময় অনেক আনন্দের কাটলেও মেয়ের বিদায় বেলা খুব খারাপ লাগে।বউ এর কান্না দেখে আপনার মেয়ে খুব কষ্ট পেয়েছে। আপনার খালার বৌভাতের ব্লগটি পড়ে বেশ ভাল লাগলো। সুন্দর সময় কাটিয়েছেন ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মত আমারও একই অবস্থা আপু কনে বিদায়ের সময় আমার চোখ দিয়েও অটোমেটিক পানি চলে আসে। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বউকে নিয়ে যাওয়ার পর এমনিতেই সবার অনেক মন খারাপ হয়। যেহেতু আপনার মেয়ে এখনো অনেক ছোট তাই সে এসব কিছু বুঝে নাই তাই তার মনে অনেক প্রশ্ন জেগেছিল। আপনাকে এবং আপনার বাবুকে সাজগোজ করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আপনার বাবুকে কিন্তু একটু বেশি মিষ্টি লাগছে। বউকেও সাজগোজ করার পর মাশাল্লাহ খুবই দারুণ লাগছে।

 2 years ago 

আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

যেহেতু আপনার বাবু তার কয়েকটি ফ্রেন্ড খুঁজে নিয়েছিল তাই আপনাকে এত বেশি জ্বালাতন করেনি। এমনিতে যদি সমবয়সী কেউ থাকে তাহলে তার সাথে খেলা করে বাচ্চারা আর জ্বালায় না। বাহ্ খুবই মিষ্টি দেখতে লাগছে কিন্তু আপনার ছোট্ট পিচ্চি বাবুটাকে। তার মুখের হাসি কত কিউট। যাইহোক মা মেয়ে মিলে তাহলে বেশ ভালো মুহূর্ত অতিবাহিত করলেন। আপনাদের কাটানো এত সুন্দর মুহূর্তের পোস্ট পড়ে ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া,সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60111.17
ETH 2322.86
USDT 1.00
SBD 2.53