ফটোগ্রাফি পর্ব -৭||রেনডম ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

❤️হ্যালো বন্ধুরা,❤️

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবার ও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে রেনডম কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করব।

GridArt_20221101_172408671.jpg

ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি। কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।আমাদের পাশের বাসায় এক আঙ্কেল আছেন।খুব সৌখিন মানুষ। নানা ধরনের গাছ লাগানো ওনার সখ।আমি বিকেল বেলায় ওই বাসায় বেড়াতে গিয়েছিলাম।তখন ওনার নানা ধরনের গাছ দেখে ভাবলাম ক্যামেরাবন্দী করি। সেদিনের কিছু ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করব।


ফটোগ্রাফি-১


IMG_20221029_130615.jpg
Location

ফটোগ্রাফি-২


IMG_20221029_130622.jpg

Location

উপরের ফুলটি কাটা মুকুটের গাছ।এই ফুলটি কাটা গাছের মধ্যে হয় জন্য হয় তো এটার নাম কাটা মুকুট। টবে গাছ লাগালে সুন্দর লাগে।আমার বাসায়ও একটি আছে।তবে তাতে এখনো ফুল আসে নি।


ফটোগ্রাফি-৩


IMG_20221029_130712.jpg

Location

এটি সম্ভবত লালা পাতা বাহারের গাছ।গাছের পাতার রং লাল হওয়াতে দেখতে খুব ভালো লাগে।এই পাতা বাহারের গাছেও ফুল ধরে।ছোট ছোট বেগুনি কালারের ফুল।

ফটোগ্রাফি-৪


GridArt_20221101_172309946.jpg

Location

এই ফুলটির নাম কাঠ মালতি।অনেকটা দেখতে কামিনী ফুলের মতো।সাদা রংয়ের ফুল সবুজ পাতার ভিতরে সুন্দর হয়ে ফুটে থকে।

ফটোগ্রাফি-৫


IMG_20221029_130725.jpg

Location

এটা তো স্নেক প্ল্যান্ট।এধরনের স্নেকপ্ল্যান্ট এর টব আমার ড্রইং রুমে আছে।এই গাছটি বাসায় থাকলে অক্সিজেনের অভাব হয় না।পরিবেশকে দূষণ মুক্ত রাখে।তাই এটি আমার বাসায় লাগিয়েছি।

ফটোগ্রাফি-৬


IMG_20221029_130731.jpg
Location

এটি এক ধরনের পাতা বাহারের গাছ।আঙ্কেল এতো যত্ন করে গাছের সব গাছ গুলো সুন্দর দেখায়।আসলে সব কিছুর যত্ন নিতে হয়।


ফটোগ্রাফি-৭


IMG_20221101_164919.jpg
Location

শরতের আকাশ দেখতে এমনি সুন্দর। আর আকাশের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। ঠিক বিকেলবেলা করেছিলাম এই ফটোগ্রাফি টি।

এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে। ❤️❤️

ইউজারনেম@rituamin
ডিভাইসvivo
মডেলy20
লোকেশনGobindaganj
Sort:  
 2 years ago 

আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে শরতের আকাশের ফটোগ্রাফি। শরতের আকাশ দেখে মনে হচ্ছে কাশফুলের পাপড়ি গুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। এছাড়া প্রতিটি ফটোগ্রাফি খুব ভালো ছিল। শুভকামনা ও ভালোবাসা রইলো আপু আপনার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধনয়বাদ জানাই।

 2 years ago 

সত্যি বলতে মাঝে মাঝে গতানুগতিক বিষয় ভিত্তিক ফটোগ্রাফির চাইতে, রেনডম ফটোগ্রাফি অনেক ভালো লাগে। কারণ বিভিন্ন ফটোগ্রাফি একই পোস্টের মাধ্যমে দেখতে পাওয়া যায়। যাই হোক অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

আমার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আজকে আমিও কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি করেছি যেটা আপনি ও শেয়ার করেছেন। মিলে গেল চিমটি 😊। যাইহোক আপু আপনার সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সাথে আমার মিলে গেল ফটোগ্রাফি পোস্ট দারুন তো।আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

ভাবি আজকে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, যা দেখতে খুবই চমৎকার লাগছে। নতুন কিছু গাছের নাম জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে। সুন্দর ফটোগ্রাফি পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভাবি।

 2 years ago 

জেনে ভালো লাগলো বৌদি যে আমার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল বৌদি।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কাঁটা মুকুটের ফুলের ছবি আর তার পাশাপাশি লাল পাতা বাহারের গাছ। আমি অনেক আগে একবার এই পাতাবাহারের ছবি তুলেছিলাম সেখানে এক গুচ্ছ আকারে ছিল। খুবই সুন্দর ছিল সেগুলো। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল এবং আশা করি এভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন।

 2 years ago 

আমারও কিন্তু একইরকম ফটোগ্রাফি করতে ভালো লাগে আর বিশেষ করে ফুলের ফটোগ্রাফি। আপনার পাতাবাহারের ছবিটি দেখে আমার নিজের তোলা একটি ছবির কথা মনে পড়ে গেল, আসলে ফুলের ফটোগ্রাফি যে কারো মন ছুঁয়ে যায় যেমনটা আপনার ছবি আমার ভালো লেগেছে।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কাটা মুকুট ফুল গুলোর ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। পাতাবাহার ফুল গুলো ও বেশ দারুন ছিল।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ আপু। খুবই দক্ষতার সাথে ছবি গুলো ফ্রেম বন্ধি করেছেন। এক কথায় অসাধারন হয়েছে এই বিষয়টা। প্রতিটি ছবি চেয়ে থাকার মতন সুন্দর। আমার কাছে সব গুলো ছবি ভালো লেগেছে। তবে স্পেশালি বলতে গেলে কাঠ মালতি ফুলের ছবি বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমি প্রায় সময় ফটোগ্রাফি করে থাকি । বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি গুলো করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনার বিভিন্ন ফুল গাছ এবং ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে পাতা বাহার ফুলের ফটোগ্রাফিটি বেশ দুর্দান্ত হয়েছে। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68208.41
ETH 2447.71
USDT 1.00
SBD 2.57