রঙিন কাগজের তৈরি ফুল||১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago

❤️হ্যালো বন্ধুরা❤️

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের তৈরি ফুল বানানোর পদ্ধতি।


IMG_20220908_110335.jpg

রঙিন কাগজ দিয়ে রংবেরঙের নানা ফুল বানাতে খুবই ভালো লাগে। এইসব ফুলগুলো একটু সময় নিয়ে সাবধানে বানালে দেখতে বেশ ভালই লাগে। বিভিন্ন উৎসবে সাজালে সুন্দর ফুটে উঠে। রঙিন কাগজ দিয়ে খুব সহজে বানানো যায় এরকম একটি ফুল বানানোর পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ye8n9we7cn2fais6g2mJfTB5GpTaZ92WLeiLhBetVimA6t7odWeSkn6Ay5j7ZYESzqf71cPpokoi5DTv58HKQ6fPxVgBQ.png


IMG_20220904_124707.jpg

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • পেন্সিল


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrQ8BteHtC6Rp4zq5sNbFCwU229AAvVf7uqxSQwtmjH8yD7nBLdUsvUwkBQYEVeYhistsmvVtnQWcZHYPE94SXy1cKw4a.png


IMG_20220908_105600.jpgIMG_20220908_105530.jpg

রঙিন কাগজকে কাঁচি দিয়ে চারকোনা করে কেটে নিতে হবে।

IMG_20220908_105650.jpgIMG_20220908_105635.jpg

কাগজটাকে কোনা করে কেটে নিতে হবে।

IMG_20220908_105932.jpgIMG_20220908_105723.jpg

এবার কাগজটা কে ডাবল করে ভাজ দিতে হবে।

IMG_20220908_110118.jpgIMG_20220908_105950.jpg

এরপর ডাবল ভাজ কর অংশ টা কে আবার ভাজ দিয়ে পেন্সিল দিয়ে ফুল এঁকেছি।

IMG_20220908_110300.jpgIMG_20220908_110250.jpg

এবার আঁকানো অংশ টাকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে।


IMG_20220908_110323.jpgIMG_20220908_110312.jpg

এরপর কাটা ফুল টাকে ভাজ খুললে পুরো ফুলটি স্পষ্ট ভাবে বোঝা যাবে।

IMG_20220908_110342.jpg

IMG_20220908_110335.jpg

এই হলো আমার আজকের রঙিন ফুলের ফাইনাল লুক।

আমার আজকের পোস্ট টি দেখা ও পড়ার জন্য ধন্যবাদ।


EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  
 2 years ago 

আপু আপনার রঙিন কাগজের ফুলটি সুন্দর হয়েছে । ঠিক বলেছেন এসব ফুল দিয়ে বিভিন্ন অনুষ্ঠান ডেকোরেশন করা যায়। ফুলটি সিম্পল কিন্তু দেখতে সুন্দর। কেউ যদি এটাকে গর্জিয়াস করতে চায় তাহলে ভেতরে আরো কয়েকটি ডিজাইন করে কেটে ফেললেই হয়ে যাবে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোন কিছু তৈরি করলেই দেখতে ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজের ব্যবহার করে ফুল তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ওয়াও অসাধারন ছিল রঙিন কাগজের তৈরি ফুল । দেখি আমি হতভম্ব হয়ে গেছে কারণ অনেক সুন্দর ছিল প্রতিটি ধাপ। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অল্প সময়ে স্বল্প খরচে চমৎকার একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন রঙিন পেপার কেটে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।। এই ধরনের ফুল গুলা আঠা দিয়ে দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর দেখায় ঘর।।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করতে এবং দেখতে বেশ ভালো লাগে। আমার কাছে ওয়ালমেট গুলো বেশ ভালো লাগে। আপনার টা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু কাগজটা একটু পুরাতন মনে হচ্ছে নতুন হলে দেখতে বেশ ভালো লাগতো। কিন্তু ফুলটি দেখতে অসাধারন লাগছে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ফুল গুলো আমার ভীষণ ভালো লাগে। ছোট বেলায় এমন রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন। দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার ফুলের ডিজাইন। আমার কাছে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানানো দেখলেই ভালো লাগে। এই ফুলগুলো কাঁচি দিয়ে কাটতে অনেক সময় লাগে।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এই ধরনের ফুল তৈরি এর আগেও অনেকে তৈরি করেছে। আপনারটা অনেক সুন্দর হয়েছে। আসলেই এই ধরনের কিছু তৈরি দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago (edited)

আপনার রঙিন কাগজের ফুলটি খুবই সুন্দর হয়েছে। রঙ্গিন কাগজের যেকোনো জিনিসই তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাবি আপনি ঠিকই বলেছেন যে একটু সময় নিয়ে সাবধানে রঙ্গিন কাগজ দিয়ে ফুল বানালে দেখতে খুবই সুন্দর লাগে। আগের দিনে বিয়ে বাড়িতে এই ধরনের ফুল দিয়ে ঘর সাজানো হতো। আমার বিয়ের সময় রঙ্গিন কাগজ দিয়ে ফুল বানিয়ে পরো রুমের ওয়াল গুলো সাজানো হয়েছিল, এখনো অনেক গুলো ফুল ওয়ালে লাগানো আছে। রঙিন কাগজ দিয়ে ফুল বানানোর পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাবি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41