মেহেদী ডিজাইন ||১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো ,

আমার বাংলা ব্লগ বাসী কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আজ হাতে দেওয়া একটা মেহেদী ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব।


GridArt_20221001_171936971.jpg

আমি তো বেশিরভাগ সময়ে মেহেদি ডিজাইন গুলো খাতা-কলমে করি। সব সময় হাতে দেওয়া হয় না। তবে আজ একটা সুযোগ পেয়েছিলাম। পূজো তো চলে এসেছে। আমার পাশের ফ্ল্যাটের বৌদির ছোট মেয়ে অর্থীর মেহেদী দিবে পূজার জন্য। অনেকদিন আমার কাছে এভাবে কেউ আবদার করে না। হঠাৎ ও সে বলল আন্টি আমাকে একটু মেহেদি দিয়ে দিবেন। আমি না করতে পারি নি। এমনিতেই তো আমার মেহেদী দিতে খুব ভালো লাগে। তার মধ্যে আমার পছন্দের কাজ এত সুন্দর করে কেউ আবদার করেলে সেটা কি না করে পারা যায়। তাই ঝটপট মেহেদী দিতে বসেছিলাম। ওর ছোট্ট চিকন নরম হাতে মেহেদি ডিজাইন করতে বেশ ভালই লাগছিল।সেই মেহেদী ডিজাইন টি আজ আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20220930_195830.jpg

হাতে মেহেদী দেওয়ার জন্য অর্থী এই মেহেদী টা নিয়ে এসেছিল।মেহেদী টা আমার কাছে একদম নতুন লাগলো। এরকম মেহেদী এর আগে আমি দেই নি।আমি সবসময় কাভেরী মেহেদী দিতেই বেশি পছন্দ করি।

IMG_20220930_195814.jpgIMG_20220930_195538.jpg

প্রথমে মেহেদী ডিজাইনের জন্য হাতের তালুর কোণায় এরকম চিকন বৃত্তের মত দিয়েছি।

IMG_20220930_200855.jpgIMG_20220930_200612.jpg

এবার বৃত্তের উপর দিয়ে চিকন দুই ধাপ পাপরির মত করে দিয়েছি।

IMG_20220930_201506.jpgIMG_20220930_201132.jpg

এরপর পাপড়ির বামপাশে একটা কলকা ডিজাইন করে তার ভিতরটা ভরাট করেছি।

IMG_20220930_202235.jpgIMG_20220930_201909.jpg

এবার কলকা ডিজাইনের পাশে লম্বা করে তিনটা ধাপ দিয়ে ভরাট করেছি।

IMG_20220930_202428.jpgIMG_20220930_202235.jpg

এরপর মাঝখানে আবারও একটি ফুল দিয়ে ভরাট করেছি।

IMG_20220930_203516.jpgIMG_20220930_203054.jpg

এরপর আঙুলের মাথায় ছোট ছোট ফুলের ডিজাইন করেছি।

IMG_20220930_204356.jpg

IMG_20220930_203726.jpg

IMG_20220930_203724.jpg

IMG_20220930_203715.jpg


এটি হচ্ছে মেহেদী ডিজাইনের ফাইনাল লুক।


আমার আজকের পোস্ট টি দেখা ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধনয়বাদ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  
 2 years ago 

আপু মেহেদী দিতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবে এখন খুব বেশি দেয়া হয় না ।আপনার পাশের ফ্ল্যাটের অর্থীকে আপনি মেহেদী লাগিয়ে দিয়েছেন খুব ই চমৎকার ভাবে। পুজো উপলক্ষে মেহেদি লাগিয়ে তারা নিশ্চয়ই অনেক আনন্দ করবে। খুব দারুণভাবে মেহেদি ডিজাইন ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

অর্থি পূজোয় মেহেদী দিতে পেরে খুব খুশি হয়েছে। ওর খুশি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মত আমারও মেহেদী লাগাতে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটি মেহেদীর ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন ‌‌। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনিও মেহেদী দিতে পছন্দ করেন জেনে ভালো লাগে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago (edited)

অর্থির হাত গুলো দেখেই বুঝা যাচ্ছে হাতগুলো তুলতুলে ও নরম। যাই হোক সব সময় খাতায় ডিজাইন করেন আজকে হাতের মধ্যে ডিজাইন দেখতে পেলাম। ভালো লাগার মতো ডিজাইন এটি। এমন সুন্দর সুন্দর ডিজাইন আরো চাই।

 2 years ago 

ঠিক বলছেন আপু অর্থি অনেক চিকন। আর অনেক ভালো। ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি আপু এখন আর সময় করে হাতে মেহেদি পড়া হয়না। তবে যখন কেউ হাতে মেহেদি পড়তে চায় তখন খুবই ভালো লাগে। যেহেতু পুজো চলে এসেছে তাই মেহেদী পড়ার উৎসব শুরু হয়েছে। আপনার মেহেদির ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

আমি ও মেহেদী দিয়ে দিতে খুব ভালো বাসি।খিব আনন্দ পাই।আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মেহেদির ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছেও মেহেদী হাতে দিতে অনেক ভালো লাগে। খুব সহজেই নতুন একটি মেহেদী ডিজাইন শিখে নিলাম আপু আপনার কাছ থেকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।অনেক শুবকামনা রইল।

 2 years ago 

আপু আপনি তো অনেক সুন্দর করে মেহেদী ডিজাইন করে হাতে লাগাই দিতে পারেন।আপনার ডিজাইন টা আমার খুবি পছন্দ হয়েছে আপু।হাতে দিয়ে সুন্দর করে উপস্থাপন করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার করা মেহেদী ডিজাইন টি আপনার পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

মেহেদীর ডিজাইন আমার খুবই ভালো লাগে। তবে কথা হচ্ছে আমি নিজে করতে পারিনা। তবে বড় হওয়ার পর হাতেও ডিজাইন করা হয়না। তবে সব সময় চেস্টা করি দেখার। দেখতে অবশ্য খুবই ভালো লাগে।

 2 years ago 

কিছু দিন চেষ্টা করলেই পারবেন ভাইয়া।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে মেহেদী দিতে পারেন। আপনার মেহেদী ডিজাইন টা চমৎকার হয়েছে আপু। আসলে এভাবে কেউ আবদার করলে দিতে ভালোই লাগে। অনেক দিন হলো এভাবে হাতে মেহেদী পরা হয়নি।যাইহোক এমন সুন্দর মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এভাবে কেউ আবদার করলে বেশ ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মেহেদি ডিজাইন টি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর এবং ইউনিক একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার করা মেহেদী ডিজাইন টি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ভালো থাকবেন।

 2 years ago 

ছোট এবং নরম তুলতুল হাতে মেহেদি লাগাতে খুব ভালো লাগে আপু 😁। অর্থির হাতে মেহেদিটি খুব ভালো মানিয়েছে। খুব সুন্দর একটা ডিজাইন করেছেন আপু। আপনার মেহেদি ডিজাইন টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

অর্থির ও মেহেদী ডিজাইন টি অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59311.47
ETH 2603.68
USDT 1.00
SBD 2.40