রঙিন কাগজের তৈরি ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ডাই পোস্ট শেয়ার করব। আজ আমি রঙিন কাগজের তৈরি ফুল বানানোর পদ্ধতি শেয়ার করব।


GridArt_20221118_200838176.jpg

রঙিন কাগজের তৈরি ফুল বা যে কোন জিনিস দেখতে খুবই ভালো লাগে। এগুলো তৈরি করতে খুব বেশি সময় না লাগলেও খুব সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ একটু ভুলের জন্য পুরো ফুলটাই নষ্ট হয়ে যায়।
রঙিন কাগজ দিয়ে আমি খুব বেশি কিছু বানাতে পারি না। আমার বাংলা ব্লগের অনেক ভাইয়া আপুরা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। তাদের দেখে আমি সিম্পল একটা ফুল বানানোর চেষ্টা করেছি মাত্র।


উপকরণ


IMG_20221118_195824.jpg

  • রঙিন কাগজ
  • সাইন পেন
  • কাঁচি

IMG_20221118_195925.jpg

প্রথমে একটি রঙিন চারকোনা কাগজ নিয়েছি।


GridArt_20221118_201001090.jpg

রঙিন কাগজটিকে মাঝ বরাবর ভাজ দিয়ে ডাবল করে নিয়েছি।

GridArt_20221118_201036214.jpg

এবার ত্রিভুজের মতো কাগজটিকে মাঝ বরাবর ভাজ দিয়ে ডাবল করে নিয়েছি।

GridArt_20221118_201119364.jpg

এরপর আবারও মাঝ বরাবর ভাজ দিয়েছি।

GridArt_20221118_201143687.jpg

এবার সাইনপেন দিয়ে ফুলটি এঁকেছি। এরপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

GridArt_20221118_201206692.jpg

এরপর ভাজগুলো আস্তে আস্তে খুললে ফুলটি দৃশ্যমান হবে।

GridArt_20221118_200838176.jpg

IMG_20221118_200734.jpg

❤️এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবািকে।❤️
Sort:  
 2 years ago 

আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন। কাগজের ফুলটি দেখে খুব ভালো লাগলো । আসলে রঙিন কাগজ দিয়ে আমিও বিভিন্ন সময় অনেক কিছু তৈরি করে থাকি। কাগজের এই ডিজাইন গুলো তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কারণ একটু ভুল হয়ে গেলে পুরো ফুলটি নষ্ট হয়ে যায় । আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

জ্বি ভাইয়া ধৈর্য না থাকলে এ ধরনের কাজ করা সম্ভব না। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আমার বাংলা ব্লগে অনেক ভাইয়েরা আপুরা আছেন যারা খুব সুন্দর সুন্দর রঙ্গিন কাগজ দিয়ে ডাই পোস্ট তৈরি করেন।আপনিও অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ডাই পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন।

 2 years ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়ে ফেললেন। আমার অনেক ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা আপু আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66