পেন্সিল দিয়ে কাপের ম্যান্ডেলা আর্ট ||১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য ||
❤️হ্যালো বন্ধুরা❤️
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেন্সিল দিয়ে কাপের ম্যান্ডেলা আর্ট।
ম্যান্ডেলা আর্ট করার আগে তো কিছুটা হাতে সময় নিয়ে বসতে হবে। আজ যেহেতু শুক্রবার ছিল মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করেছে। সেই ফাঁকে বসে আমি ম্যান্ডেলা আর্ট টি শুরু করেছি। ম্যান্ডেলা আর্ট আমার ভালো লাগে সেটা আপনারা অনেকেই জানেন। আজ অন্যরকম একটা ম্যান্ডেলা আর্ট করেছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
- সাদা কাগজ
- পেন্সিল
- স্কেল
প্রথমে পেন্সিল দিয়ে তিনটা কাপ অংকন করেছি।
এরপর মাঝের কাপটাতে চারকেনা দাগ টেনেছি।তার মাঝখানে ডট দিয়েছি।
এরপর মাঝখানের কাপের হাতল গাঢ় করেছি।
এবার নিচের কাপটির নিচের দিকে ছোট ফুল এঁকেছি।
এবার নিচের কাপটির পুরোটা ছোট ছোট ফুল দিয়ে ভরাট করেছি।
এবার উপরের কাপটিও পুরোটা ছোট ছোট ফুল এঁকেছি।
সবশেষে আমার নামের একটা সাইন দিয়ে অংকনটি শেষ করলাম।
ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে ভালো লাগে। তবে জেল পেন গুলো দিয়ে করলে আমার কাছে আরো বেশি ভালো লাগে। ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর ও নিখুঁত ভাবে সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
মেন্ডেলা আর্ট আমার খুবই পছন্দের। আর আপনি তো দেখছি পেন্সিল দিয়ে কাপের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে আপনারা আজকের এই ম্যান্ডেলা আর্ট। আপনি খুবই সুন্দর ভাবে এই ম্যান্ডেলা আর্ট করে তুলে ধরলেন।
আপনি ও ম্যান্ডেলা আর্ট করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার মান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। সম্পুর্ণ ইউনিক একটা ডিজাইন দিয়ে আপনি মান্ডেলা ডিজাইন করছেন।অংকনের সাথে আপনি তৈরি করছেন ধাপগুলি অনেক সুন্দর করে উপস্থাপন করছেন।অনেক ধন্যবাদ আপুমনি এই মান্ডেলা আর্ট শেয়ার করাব জন্য।
সবার বোঝার সুবিধার্থে ধাপগুলো দেখানোর চেষ্টা করছি।অনেক অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন।
পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি কাপের মেন্ডালা একেছেন আপু অসাধারন হয়েছে দেখতে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।