মায়ের স্বপ্নজয়ী কন্যা -২

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম,

প্রিয় আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজো আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

From bou di's facebook

ALOHA কোচিংয়ে ভর্তি হওয়ার পর থেকে অর্থী মনোযোগ দিয়ে তার সমস্ত হোমওয়ার্ক গুলো করতো এবং নিয়মিত ক্লাসও করতো। ALOHA কোচিং এ আরও একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কোন শিক্ষার্থী যদি এখনো একটি ক্লাস মিস করে তাহলে তাদের পরবর্তী দিনে সেটিকে মেকআপ ক্লাস করানো হয়। বাচ্চাদের কোথাও কোন জানার কমতি থাকলে সেটি ফিলাপ করার সুযোগ আছে। ALOHAকোচিং সবদিক থেকে চেষ্টা করে বাচ্চাদেরকে সঠিকভাবে শেখানোর তাদেরকে গনিত বিষয়ে ভীতি দূর করার।

এই কোচিং যেহেতু শুক্র এবং শনিবার যেকোনো একদিন করতে হয়। এতে করে বাচ্চাদেরও অনেক সুবিধা হয় এই দুইদিন তো বাচ্চাদের সব ধরনের স্কুল প্রাইভেট বন্ধ থাকে। বন্ধের দিনে বাচ্চার আরাম করে ক্লাস করতে পারে। বাচ্চাদের উপরে বাড়তি কোন চাপ সৃষ্টি করা হয় না। এরকম ক্লাস করতে করতে একদিন অর্থির কাছে এবং বৌদির কাছে জানতে পারলাম ন্যাশনাল একটা কম্পিটিশন হবে ঢাকায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর টাকাও বেশ অনেকটা প্রায় চার হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। জানতে পেরেছিলাম কারণ অর্থির কম্পিটিশনের যাওয়ার জন্য যথেষ্ট যোগ্য ছিল বলে টিচাররা মনে করছেন। এজন্য বৌদিকেও কোচিং থেকে ফোন করা হয়েছিল যাতে অতি রেজিস্ট্রেশনটা করে। ক্লাসে অর্থীর পারফরম্যান্স কম্পিটিশনের যাওয়ার জন্য যথেষ্ট ছিল।

কোচিং এ টিচারদের সাথে কথা বলার পরে বৌদিও ঠিক করেন যে ওর থেকে রেজিস্ট্রেশন করাবেন যেহেতু টিচাররা অনেক বেশি কনফিডেন্স ছিল ওকে নিয়ে তাই বৌদি আর দ্বিমত করেনি সাথে সাথে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন। এরপর থেকে আলাদা একটা কেয়ার নিত কোচিং থেকে যাতে সে আরো ভালো করতে পারে। এরপরে কোচিং থেকে জানানো হলো কম্পিটিশনের তারিখটা জেনে বৌদি একটু বিপাকে পড়েছিলেন। কারণ এমন একটা দিন কম্পিটিশনটা পড়েছে যখন বৌদির বড় মেয়ের এ এস সি পরীক্ষা চলবে। এটা নিয়ে বৌদি একটু টেনশনে পড়ে গিয়েছিলেন কিন্তু তারপরে একটা সমাধান বের হয়েছে। কম্পিটিশনের কয়েকদিন আগেই ওর থেকে কোচিং থেকে এডমিট কার্ড দেওয়া হয়। ওর সাথে আরও দুজন শিক্ষার্থী ছিল কম্পিটিশনে যাওয়ার জন্য।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44