You are viewing a single comment's thread from:

RE: বড় হলেই যেনো শুধু সমস্যা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার কাছে তো এমনটাই মনে হয়। আপনাদের কি মনে হয় তা জানাবেন।

আপু,জানিনা সবার মত একরকম হয় কিনা তবে আমিও ছোটবেলায় চিন্তা করতাম বড় হলে ভালো হতো। ছোট থাকা অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।তবে ওই সময় ছোট ছিলাম তাই বড় হওয়ার যে কত সমস্যা সেটা ভালো করে বুঝতাম না।তখন ভাবতাম যে বড় হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যত বড় হচ্ছি অথবা হচ্ছে ততই যেন সমস্যা বৃদ্ধি পাচ্ছে।সবকিছু ছেড়ে মন চাই ভালো থাকার চেষ্টা করি কিন্তু তাও সম্ভব হয় না। আসলে সত্যি কথা বলতে কি আপু,ছোটবেলার জীবনটা ছিল একটা স্বাধীন সুন্দর একটি জীবন। যত বড় হচ্ছি তো দায়িত্ব এবং তত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটাই বাস্তব। তাই তো আমরা প্রতিটা মানুষ ঐ ছোটবেলার জীবন টাই ফিরে পেতে চাই।খুব ভালো লাগলো আপু লেখাটি পড়ে ধন্যবাদ আপু🥰🥰

Sort:  
 2 years ago 

হ্যা যত বড় হচ্ছি ততই চিন্তা,দায়িত্ব এসব এসে পরছে,আমিও নিজের ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66331.68
ETH 2720.25
USDT 1.00
SBD 2.87