RE: স্বরচিত - মহীয়সী নারীর জীবনের শেষ গল্পটা।
আপু, ঠিক লিখেছেন মা এমন একটা জিনিস যার থেকে সন্তানরা সব সমস্যার সমাধান পেয়ে থাকে। মা যদি বলে হ্যা তাহলে এটাই সঠিক, পৃথিবীর অন্য কারো কথা বিশ্বাস হয়না। কারণ মা সন্তানকে সব সময় ভাল কিছু করার উৎসাহ দিয়ে থাকে আর সঠিক পথ দেখায়।তবে এক সময় মায়ের যে কদর সেটা যেন আস্তে আস্তে ফুরিয়ে যায়। আমার মতে প্রত্যেকটা সন্তান তার মাকে যত্নসহকারে দেখা এবং ছোটবেলায় মা যেমন আমাদেরকে যত্নসহকারে বড় করেছে মাকে তেমন বুড়ো বয়সে যত্ন করে রাখা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব।যাইহোক আপু, আপনি যে এত সুন্দর কবিতা লেখতে পারেন আমি কিন্তু জানতাম না। আপনার আরও একটা কবিতা পড়েছি সত্যি অসাধারন আপনার কবিতাগুলো। আপু, পুরোটা কবিতাটা আমার খুব ভালো লেগেছে তবে কবিতার এই অংশটি সত্যিই খুব ভালো লেগেছে।
সেই কিশোরি আজ পারে না নুইতে,
কোমড়টা আজ ধরে যায়।
তাও পথ মানে চেয়ে থাকে মা,
যদি ছেলেটার আসে পিছুটান।
ধন্যবাদ আপু🥰
এই কথাটি একদম ঠিক বলেছেন আপনি।ছোট বেলায় আমাদের যেভাবে লালন পালন করে। বুড়ো বয়সেও আমাদের ঠিক তাই ই করা উচিত।