RE: মানুষ মানুষের জন্য পার্ট ৩ || লাজুক খেকের জন্য ১০% ভালোবাসা
ভাইয়া, আপনার এই পোস্টটি পড়ে সত্যিই আমার খুব ভালো লেগেছে। কিছু মানুষ আছে মন থেকে চাই কাউকে সাহায্য করার জন্য কিন্তু আমাদের সেই আর্থিক অবস্থা না থাকার কারণে আমরা বিভিন্ন মানুষের থেকে সহযোগিতা নিয়ে একজন মানুষকে সাহায্য করতে হয়। তবে যাদের টাকা-পয়সা অনেক আছে তাদের সেই মন মানসিকতা নাই তারা চাইলে যেকোন অসহায় মানুষকে খুব সহজে সাহায্য করতে পারে। ভাইয়া, আপনি ঠিক বলেছেন একটা সুন্দর মনের দরকার এই মন যাদের আছে তারা অবশ্যই অসহায় মানুষকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে চোখের আড়ালে অথবা প্রকাশ্যে।আপনার এই উদ্যোগটা দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে। ভাইয়া,একজন মুয়াজ্জিনের বেতন কত আমরা প্রত্যেকটা মানুষই জানি। এই বেতনে সংসার চালাতে মুয়াজ্জিনে হিমশিম খেতে হয় আর এর ভিতরে যদি কোন বড় ধরনের সমস্যা হয় তাহলে তাদের মৃত্যুর সমতুল্য হয়ে থাকে।আসলে সত্যি কথা কি ভাইয়া আমরা মধ্যবিত্ত যারা আছি তারা না পারি কারো কাছে হাত পাততে না পারি কাউকে কিছু বলতে।যতটুকু সাহায্য করেছেন এটাই অনেক বেশি কারণ আপনি আপনার জায়গা থেকে এই সাহায্য টুকু দিয়েছেন এটা সত্যিই অনেক মহৎ চেষ্টা।ভাইয়া,আমি নিজের অবস্থান থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করি মানে নিজের সামর্থ্য অনুযায়ী। ভাইয়া, আপনি আরেকটা কথা বলেছেন আমাদের প্রিয় দাদা অসহায় মানুষদের সাহায্য করতে পছন্দ করে।দাদার,এই গুনটা আমরা প্রত্যেকটা ইউজার ধরে রাখার চেষ্টা করব।যাইহোক ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল আপনি সবার দোয়ায় ইনশাআল্লাহ একসময় অনেক কিছু করতে পারবেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি সব সময় পোস্ট পড়ে কমেন্ট করেন। সত্যি কমেন্ট এর মাঝেই অসাধারণ কিছু ফুটিয়ে তুলেছেন আপু। আমাদের সবার উচিত মানুষ হয়ে মানুষ এর পাশে থাকা। দিন শেষে আমরা ভুলে যাই যে আমাদের এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। কিছু বলা নাই দিন শেষে।