RE: একেবারেই অল্প আয়োজনে আমার জন্মদিন।||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য||
আপু, প্রথমেই বলে নেই শুভ হোক আপনার জন্মদিন। আপনার মতো ভালো মনের মানুষ বেঁচে থাকোক আজীবন। আপু, আপনার জন্মদিন আপনি অল্প পরিসরে করেছেন। বান্ধবীদের নিয়ে খুবই আনন্দ করেছেন আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে।সত্যিই আপনি খুবই ভাগ্যবান আপনার জন্মদিনের উপলক্ষে সব কিছু বান্ধবীরা করেছে।এমন বান্ধবী-বন্ধু যদি থাকে তার জীবনে কখনো দুঃখ আসে না। হাজারো দুঃখের ভিতর প্রিয় বন্ধু-বান্ধব গুলো আগলে রাখবে। আপু, আপনার একটি লেখা আমার খুবই খুবই ভালো লেগেছে।
ওরা চায়না ওদের ছবি আমি কোথাও দেই।
ওই বান্ধবী গুলো হয়তো আমার ছবিগুলো দেখবে না। তবে অবশ্যই ওদের এই ভরসার জায়গাটাকে ভাঙ্গতে পারিনা।
সত্যি আপু, আপনার এই লেখাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি সত্যিই একজন সৎ মনের মানুষ ধন্যবাদ আপু,আপনার জন্মদিনের পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে শুভেচ্ছা জানাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ আপু।আপনি মন্তব্যগুলো সবসময় ই ভালো লাগে আমার।
সবসময় পাশে থাকবেন আর ভালোবাসা রইলো।