পোস্টার রং গ্লিটার পেপার এবং সাইন পেন দিয়ে অসাধারণ সুন্দর ফুল এবং ফুলের টব অংকন "@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,

Picsart_22-03-15_00-18-14-446.jpg

20220314_213812_mfnr.jpg

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

চলে এসেছি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ড্রয়িং নিয়ে।অনেক দিন হয়ে গেল, কোন ড্রয়িং আপনাদের মাঝে শেয়ার করি না।কারণ আমি প্রচন্ড রকমের অসুস্থ ছিলাম,এখনো আছি তারপরও ❤আমার বাংলা ব্লগ❤ কমিউনিটি তে অনেক ভাইয়া এবং আপুরা এত সুন্দর সুন্দর ড্রয়িং পোস্ট আমাদের মাঝে শেয়ার করে।তাদের ড্রয়িং পোস্ট গুলো দেখলে সত্যিই খুব ইচ্ছে করে ড্রয়িং করতে। কিন্তু সময় স্বল্পতা এবং অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়না,তারপরও আজকে অনেক চেষ্টা করে আঁকতে পেরেছি সত্যি অনেক ভালো লেগেছে। পোস্টার রং, গ্লিটার পেপার,সাইন পেন দিয়ে অসাধারণ ফুল এবং একটি টপ অংকনটি

জানিনা আমার অংকন করা ফুল এবং ফুলের টপ আপনাদের কেমন লাগবে? আশা করি আপনাদের ভালো লাগবে।আমি খুব ফুল পছন্দ করি তাই প্রায় সময়ই ফুলের অংকন আপনাদের মাঝে শেয়ার করি।

তাহলে চলুন,কথা না বাড়িয়ে কিভাবে আমি পোস্টার রং গ্লিটার পেপার, সাইন পেন দিয়ে ফুল এবং ফুলের টপ অংকন করেছি।তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

উপকরণসমূহ
সাদা কাগজ
গ্লিটার পেপার
পোস্টার রং
সাইন পেন
কেচি

20220314_210907_mfnr.jpg

১ম ধাপ

20220314_210948_mfnr.jpg

20220314_211247_mfnr.jpg

প্রথমে আমি সাদা কাগজের সমান করে গ্লিটার পেপার কেটে নিয়েছি কেচির সাহায্যে। সাদা কাগজের চার পাশে লাগানোর জন্য গ্লিটার পেপার কাটা হলে।

২য় ধাপ

20220314_211353_mfnr.jpg

20220314_211449_mfnr.jpg

এবার চিকন করে কাটা গ্লিটার পেপার গুলো সাদা কাগজের চারিপাশে লাগিয়ে নিব এভাবে।

৩য় ধাপ
20220314_211751.jpg20220314_211930.jpg

20220314_212348_mfnr.jpg

এবার আমি একটি বাটিতে তিন রঙের পোস্টার রং আলাদা আলাদা করে গুলিয়ে নিলাম।হলুদ,কমলা এবং গোলাপী কালার।এবার আমি সাদা কাগজে মধ্যে তুলির সাহায্যে গোল গোল করে গোলাপের মত এঁকে নিলাম এভাবে।

৪র্থ ধাপ

20220314_212411_mfnr.jpg

20220314_212603_mfnr.jpg

এবার আমি সবুজ পোস্টার রং দিয়ে গোলাপের মতো আঁকা ফুলগুলোর ডাল এঁকে নিলাম।

৫ম ধাপ

20220314_212613_mfnr.jpg

20220314_213034_mfnr.jpg

এবার আমি সাইন পেন দিয়ে গোলাপের উপর গোল গোল করে গোলাপ ফুলের কলির মত আকৃতি এঁকে নিলাম।

৬ষ্ঠ ধাপ

20220314_213046_mfnr.jpg

20220314_213211.jpg

এবার আমি সবুজ রং দিয়ে ফুলের পাতা এঁকে নিলাম এভাবে।

৭ম ধাপ
20220314_213306_mfnr.jpg20220314_213332_mfnr.jpg

20220314_213441_mfnr.jpg

গোলাপ ফুলের পাতা এবং ডল আঁকা হলে,এবার আমি লাল এবং কমলা রং নিয়ে ফুলে টপ এঁকে নিলাম।এবার সবুজ রং দিয়ে ফুলের পাতা এঁকে আমার অংকটি আমি সম্পন্ন করলাম।

20220314_213639_mfnr.jpg

বন্ধুরা, আমার অংকন করা ফুল এবং ফুলের টপ টি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ, সবাই ভাল থাকবেন।

Sort:  
 3 years ago 

সুন্দর দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বেশ ভালই ছিল আপনার উপস্থাপনা । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া,চেষ্টা করেছি আমার সুপ্ত প্রতিভা সবার মাঝে শেয়ার করার জন্য।তবে আমার ড্রয়িং করা সার্থক হয়েছে কারণ আপনার ভালো লেগেছে জেনে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য 🙏

 3 years ago 

আপনার ফুলের এই চিত্রাংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই নিখুঁতভাবে আপনি পুরো চিত্র কোনটি সম্পন্ন করেছেন। চিত্রাংকন এর ধাপগুলো আপনি খুবই গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা ছিল অনেক অনেক ভালো লাগার মত। শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রিয় আপু বরাবরের মতই পোস্টার রং গ্লিটার পেপার এবং সাইন পেন দিয়ে অসাধারন ফুল এবং ফুলের টব অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং ফুলগুলি চমৎকার ভাবে ফুটে উঠেছে। বিভিন্ন কালার হওয়ায় আকর্ষণ আরো বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি উপস্থাপনা ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে ফুল এবং ফুলের টপ অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আমি মুগ্ধ আপনার এরকম একটি অঙ্কন দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে দারুন একটি ফুল এবং ফুলের টবের চিত্রাংকন আপনি আমাদের মাঝে উপস্থাপন করলেন আপনার চিত্রাংকন টা আমার কাছে খুবই ভালো লেগেছে, চিত্রাংকন এর চারপাশ দিয়ে গ্লিটার পেপার লাগিয়ে দেয়ার কারণে চিত্রাংকন টি আরো বেশি ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর অঙ্কন আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago (edited)

আপু পোস্টার রং সাইন পেন এবং গ্লিটার দিয়ে আঁকা আপনার ফুলের ওয়ালমেটটা সত্যিই খুবই চমৎকার লাগছে দেখতে। আপনি খুবই সুন্দর করে আজকের এই চিত্রাংকন টি সম্পন্ন করেছেন এবং তা ধাপে ধাপে আমাদের মাঝে বেশ চমৎকার ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন।
ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য। 🥰

 3 years ago 

দারুন হয়েছে আপনার অংকন টি। আপনি খুব চমৎকারভাবে ফুল এবং ফুলের টপ অঙ্কন করেছেন। আপনার অংকন আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি পোস্টার রং ব্যবহার করে আমাদের মাঝে দারুন একটি ফুলের টপ অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি তো দেখছি অনেক সুন্দর চিত্রাংকন করতে পারেন একদম প্রফেশনাল হয়েছে এই চিত্রাঙ্কন টি সব মিলিয়ে আপনি পোস্টটি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

পোস্টার রং দিয়ে টপ সহ ফুল গুলো দেখতে অনেক ভালো লাগতেছে। বিভিন্ন রঙের ফুল ব্যবহার করার কারণে সেগুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু পোস্টার রং দিয়ে আপনার সম্পন্ন করার পেইন্টিংটি আমার কাছে দারুন লেগেছে। বিশেষ করে গাছের ফুল গুলো অনেক সুন্দর ছিল। পেইন্টিংটি সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90497.28
ETH 3136.30
USDT 1.00
SBD 2.97