বরবটি শিম,আলু দিয়ে ছোট চিংড়ি শুটকির সুস্বাদু  ভাজি রেসিপি"benificiary ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,

20220402_142901.jpg

সবাই কেমন আছেন? আশা করি এই মাহে রমজানে সবাই ভালই আছেন।আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি।।

মাহে রমজান উপলক্ষে বিভিন্ন রেসিপি ঘরে তৈরি করা হয়।তবে আমার পক্ষে সেটা তৈরি করা সম্ভব হচ্ছে না। কারণ আমার বাবুর অসুস্থ এছাড়াও আমি নিজেও অসুস্থ।

তবে আজকে রাতে খাওয়ার জন্য সুস্বাদু রেসিপি তৈরি করেছি। এ রেসিপিটি আমার খুবই পছন্দের আর এই রেসিপি তৈরি করেছি আমার হাতে তৈরি করা ছোট চিংড়ি শুটকি দিয়ে। আমরা বরবটি শিম ভাজি, তরকারি এছাড়াও বিভিন্ন সবজির সাথে দিয়ে রান্না করে খেয়ে থাকি। তবে ছোট চিংড়ি শুটকি দিয়ে যদি বরবটি শিম ভাজি করে খান তাহলে অন্য কোন রেসিপি খাওয়ার প্রয়োজন হবে না। এই রেসিপিটি দিয়েই পেট ভরে খেতে পারবেন।

আর বরবটি শিম যেহেতু আমার খুবই পছন্দের তাই আমি এই রেসিপিটি খুব পছন্দ করি।এছাড়াও বরবটি শিমে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই মাহে রমজানে মাংস অথবা মাছের থেকে সবজি তরকারি টা খুবই উপকারী।সবজি পেটে গ্যাস জমতে দেয়না তাই আমি রমজানে বেশিরভাগ সবজি খেয়ে থাকি। এছাড়াও মাছ-মাংস খাওয়া হয় তবে আমি সবজি বেশি খাই।

যাইহোক অনেক কথা বলে ফেলেছি,তাহলে চলুন বরবটি শিম আলু দিয়ে ছোট চিংড়ি শুটকি ভাজি রেসিপি কিভাবে তৈরি করেছি। তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

20220402_122548.jpg

20220402_124423.jpg

উপকরণপরিমাণ
বরবটি শিম১-মোঠা।
আলু২-টি।
ছোট চিংড়ি শুটকিপরিমাণ মতো।
বড় আকারের পেঁয়াজ১-টি।
রসুন২-টি।
কাঁচা মরিচ৩-৪ টি।
লাল মরিচ গুঁড়া১-চামচ।
হলুদ গুঁড়া১/২ চামচ।
জিরা,ধনিয়া গুঁড়া১/২ চামচ।
সয়াবিন তেল৬-চামচ।
লবণস্বাদ মত।

20220402_125219.jpg

20220402_124320.jpg

প্রস্তুত প্রণালীঃ

20220402_124320.jpg

20220402_124728_mfnr.jpg

১ম ধাপ"

প্রথমে আমি ছুরির সাহায্যে বরবটি শিম এবং আলুর খোসা ছিলে নিলাম। এবার মাঝারি আকারের টুকরো করে নিলাম বরবটি শিম এবং আলু গুলো। এখন পরিষ্কার পানি দিয়ে বরবটি শিম এবং আলু একসাথে ধুয়ে নিলাম। ছোট চিংড়ি শুটকি গুলো আলাদা করে ধুয়ে নিলাম এভাবে। বরবটি শিম আলু এবং চিংড়ি শুটকি ধোয়া হলে, এবার আমি চুলায় একটি প্যানে ৬ চামচ সয়াবিন তেল দিলাম।

২য় ধাপ"

20220402_125003_mfnr.jpg

20220402_125124_mfnr.jpg

প্যানে তেল গরম হলে, এবার পেঁয়াজ, রসুন কুচি এবং আস্ত কাঁচামরিচ দিলাম। এখন চামচের সাহায্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি,কাঁচামরিচ গুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা ভাজা হলে,এবার আমি ছোট চিংড়ি শুটকি গুলো প্যানে দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে ভেজে নিব।

৩য় ধাপ"

20220402_130242_mfnr.jpg

20220402_130302_mfnr.jpg

পেঁয়াজ কুচি,রসুন কুচি এবং ছোট চিংড়ি শুটকি গুলো লাল লাল ভাজা হলে। এবার আমি একে একে সব মসলার গুঁড়া প্যানে দিয়ে দিলাম। লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া,জিরা ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ।

৪র্থ ধাপ"

20220402_130332_mfnr.jpg

20220402_130353_mfnr.jpg

সব মসলার গুঁড়া প্যানে দেওয়া হলে,এবার আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে মসলাগুলো ভেজে নিব চুলার মাঝারি আঁচে। মসলাগুলো ভাজা হলে, ধুয়ে রাখা বরবটি শিম আলুর টুকরোগুলো প্যানে দিয়ে দিব। এবার আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে বরবটি শিম,আলুর সাথে মসলা গুলো ভালো করে মিশিয়ে নিব এবং দুই মিনিটের মত মসলার সাথে ভেজে নিব।

৫ম ধাপ"

20220402_130518_mfnr.jpg

20220402_133124_mfnr.jpg

দুই মিনিটের মত বরবটি শিম মসলার সাথে ভাজা হলে, এবার আমি বরবটি শিম আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিব। পরিমাণমতো পানি দেওয়া হলে,একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো। বরবটি শিম এবং আলু সিদ্ধ হয়ে ঝোল হালকা শুকিয়ে এলে। আমি চুলার আঁচ মাঝারিতে রেখে বরবটি শিম আলু দিয়ে ছোট চিংড়ি শুটকির ভাজি রেসিপি ভেজে নিব ৫ মিনিটের মত।

৬ষ্ঠ ধাপ"

20220402_133536_mfnr.jpg

৫ মিনিট পর বরবটি শিম, আলু দিয়ে ছোট চিংড়ি শুটকির রেসিপি ভাজা ভাজা হলে, আমি চুলা বন্ধ করে দিব।

তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং পুষ্টিকর বরবটি শিম,আলু দিয়ে ছোট চিংড়ি শুটকি ভাজি রেসিপি। এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিযে স্বাদ যদি ঘরে তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা এই রেসিপির স্বাদ বুঝতে পারবেন😋

20220402_142901.jpg

বন্ধুরা,আমার তৈরি করা বরবটি শিম,আলু দিয়ে ছোট চিংড়ি শুটকির সুস্বাদু ভাজি রেসিপি টি আপনাদের কেমন লেগেছে?

যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ, সবাই ভাল থাকবেন।।

Sort:  
 3 years ago 

বরবটি শিম,আলু দিয়ে ছোট চিংড়ি শুটকির সুস্বাদু ভাজি রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। সবজি ভাজি খেতে আমার কাছে এমনিতে খুবই ভালো লাগে। তার মধ্যে আবার শুটকি চিংড়ি দিয়েছেন যা এর স্বাদ আরও বৃদ্ধি পেয়েছে। রেসিপির প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে সবজি দিয়ে শুটকি চিংড়ি ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবজির সাথে এরকম শুটকি চিংড়ি ভাজা খেতে খুবই সুস্বাদু লাগে। এরকম রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা সত্যিই দুষ্কর হয়ে পরে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

I'd really love to try this delicacy here in Nigeria. But not sure I'll find all the ingredients.

 3 years ago 

Of course you will find its materials, thank you so much।।

 3 years ago 

প্রিয় আপু মনি♥ বরবটি শিম,আলু দিয়ে ছোট চিংড়ি শুটকির সুস্বাদু ভাজি রেসিপি"খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছো যা দেখে আমার অনেক ভালো লেগেছে সত্যিই তোমার তরকারি দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে এলো দারুণ দিয়েছো আপু।কালার টা ভারী চমৎকার হয়েছে♥♥

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

বরবটি শিম,আলু দিয়ে ছোট চিংড়ি মাছের শুটকির সুস্বাদু ভাজি রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে আপু। রেসিপিটি দেখেই তো আমার জিভে জল চলে এলো। দারুন একটি রং দিয়েছেন আপনি রেসিপি টিকে। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে অসাধারণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

চিংড়ি ভীষণ পছন্দের একটা খাবার আমার। আপনি খুব সুন্দর করে বরবটি শিমের সাথে ছোট চিংড়ি শুটকি ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম ভাজি রেসিপি গুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

বরবটি আলু এবং চিংড়ি শুটকি এর ভাজি রেসিপি আমি কখনো খাইনি। বেশ ইউনিক ছিল রেসিপি টা। রেসিপি টা ধাপে ধাপে খুব সুন্দর উপস্থাপন করেছেন। এবং রেসিপি টা সুন্দর পরিবশন করেছেন যা রেসিপি টাকে লোভনীয় করে তুলেছে। ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

বরবটি, শিম আলু দিয়ে ছোট চিংড়ির শুটকি রেসিপি দেখেই জিভে পানি চলে আসলো। ছোট চিংড়ি এভাবে বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে খেতে সবথেকে বেশি সুস্বাদু হয়। ছোট চিংড়ি শুটকির খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু, আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দিতেছেন, আজকে রেসিপিটি আমার অসম্ভব সুন্দর লেগেছে আপু, রেসিপির কালারটি অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দর করে ধাপ গুলোর বর্ণনা দিয়েছেন, শুভকামনা রইল আপনার জন্য মিষ্টি আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

চিংড়ি আমার খুব প্রিয়। আপনি খুব সুন্দর করে বরবটি শিম,আলু দিয়ে ছোট চিংড়ি শুটকির সুস্বাদু ভাজি করেছেন। দেখে অনেক ভালো লাগলো আসলে আপনার রেসিপির কালার টা খুব অসাধারণ। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে । আপনার রন্ধন পদ্ধতি ধাপসমূহ খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04