DIY এসো নিজে করি - পোস্টার রং রঙিন কাগজ এবং কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি "@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম,

Picsart_22-02-09_19-38-14-901.jpg

20220206_203814.jpg

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি।

গত কয়েকদিন ধরে প্রচুর চাপের মধ্যে ছিলাম। তাই পোস্ট করা হয়নি চিন্তা করছি সকাল থেকে কি পোস্ট করা যায়। আবার সকাল থেকে শরীরটা তেমন ভালো যাচ্ছেনা। আমি সবসময়ই আগে থেকে পোস্ট রেডি করে রাখি কি পোস্ট করব। কিন্তু গত দুইদিনে ঝামেলার কারণে পোস্ট রেডি ছিলা না।

তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম কি পোস্ট করব। হঠাৎ মাথায় বুদ্ধি এলো কটনবাড দিয়ে কিছু তৈরি করার। যে কথা সেই কাজ রঙিন কাগজ এবং কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরি করলাম।

পোস্টার রং,কটনবাড এবং রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি চেয়েছিলাম একটু সুন্দর করে আপনাদের মাঝে ফুটিয়ে তোলতে।জানি না পোস্টার রং, কটন বাড,রঙিন কাগজ দিয়ে আমার তৈরি করা ওয়ালমেট টি আপনাদের কেমন লাগবে? আমার প্রিয় কমিউনিটি ❤আমার বাংলা ব্লগ❤ অনেক ভাইয়া এবং আপুরা আছে বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করেন যা খুবই সুন্দর লাগে।তাদের দক্ষতার মধ্যে আমার এই ওয়ালমেট টি খুবই নগণ্য তারপরও চেষ্টা করেছি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমি কিভাবে পোস্টার রং রঙিন কাগজ এবং কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

পোস্টার রং রঙিন কাগজ কটনবাড দিয়ে ওয়ালমেট তৈরিউপকরণ সমূহ
শক্ত কাগজ
কালো কাগজ
সবুজ কাগজ
পোস্টার রং
কটন বাড
আঠা
কেচি

20220206_195445.jpg

১ম ধাপ

20220206_195508.jpg

20220206_195642.jpg

প্রথমে আমি শক্ত কাগজ কেচির সাহায্যে কেটে নিব চতুর্ভুজ এর মত করে।

২য় ধাপ

20220206_200305.jpg

20220206_200342.jpg

এবার আমি শক্ত কাগজ এর সমান করে কালো কাগজ কেটে নিলাম এভাবে।তবে কালো কাগজটা একটু বাড়তি করে কেটে নিয়েছে।এবার আমি শক্ত কাগজের উপরে আঠা লাগাবো।

৩য় ধাপ

20220206_200431.jpg

20220206_200504.jpg

আঠা লাগানো হয়ে গেলে,এবার আমি ব্রাশের সাহায্যে পুরোটা শক্ত কাগজ এর মধ্যে আঠা লাগিয়ে নিলাম।

৪র্থ ধাপ
20220206_200534.jpg20220206_200555.jpg

20220206_201013.jpg

শক্ত কাগজে আঠা লাগানো হলে,শক্ত কাগজের উপরে আমি রঙিন কালো কাগজ লাগিয়ে নিলাম।কালো কাগজ লাগানো হয়ে গেলে,এখন আমি কালো কাগজের বাড়তি অংশগুলো কেচির সাহায্যে কেটে সমান করে নিলাম।

৫ম ধাপ

20220206_201328.jpg

20220206_202024.jpg

ওয়ালমেটের জন্য ফ্রেম তৈরি করা হয়ে গেলে, এবার আমি কটন বাড গুলো কেচির সাহায্যে কেটে নিব এইভাবে।

৬ষ্ঠ ধাপ

20220206_201530.jpg

20220206_201810.jpg

কটনবাড গুলো কাটা হলে,এবার আমি পোস্টার রং দিয়ে সবুজ ডাল এঁকে নিলাম এভাবে।

৭ম ধাপ
20220206_201900.jpg20220206_202019.jpg

20220206_202553.jpg

পোস্টার রং দিয়ে ডাল আঁকা হলে, এবার কেটে রাখা কটনবাড দিয়ে ফুল তৈরি করে নিব।প্রথমে আমি আঠা লাগিয়ে নিলাম। এবার কটন বাড লাগিয়ে ফুল তৈরি করে নিব।

৮ম ধাপ
20220206_203023.jpg20220206_203059.jpg

20220206_203130.jpg

কটন বাড দিয়ে ফুল লাগানো হলে, এবার আমি সবুজ কাগজ কেটে নিব পাতার জন্য।সবুজ কাগজ পাতার জন্য কাটা হলে,এবার আমি আঠা দিয়ে সবুজ কাগজের পাতা গুলো লাগিয়ে।লাল পোস্টার রং কটন বাডে লাগিয়ে নিয়ে আমার ওয়ালমেট তৈরি করা সম্পন্ন করলাম।

20220206_203814.jpg

আমার তৈরি করা রঙিন কাগজ,পোস্টার রং, কটন বাড দিয়ে ওয়ালমেট টি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,সবাই ভাল থাকবেন।

Sort:  
 2 years ago 

বাহ আপু আপনি পোস্টার রং রঙ্গিন পেপার ও কঠনবার দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন । তবে ওয়ালমেট ধৈর্যসহকারে তৈরি করেছেন বলেই দেখতে এত সুন্দর হয়েছে । তাছাড়া ওয়ালমেট তৈরি করার সকল ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন আমার অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় পাশে থাকবেন।

 2 years ago 

সুন্দর হয়েছে আপু ওয়ালম্যাট টি বানানো। খুব ভালো লাগছে দেখতে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু । এত সুন্দর ওয়ালমেট বানানোর জন্য এবং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন আমার অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় পাশে থাকবেন।

 2 years ago 

পোস্টার রং, রঙিন কাগজ এবং কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করে এই ওয়ালমেট তৈরি করেছেন। আমিও মাঝে মাঝে বিভিন্ন প্রকারের ওয়ালমেট তৈরি করি। ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লাগে। তবে যাইহোক আপু আপনি অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় পাশে থাকবেন।

খুব সুন্দর হয়েছে আপু আপনার ওয়ালমেট। এটি দেখতে সত্যি অসাধারণ লেগেছে আমার। আপনি প্রতিটি ধাপ অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন এবং তা বর্ণনা করেছেন খুব সুন্দর করে। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55258.26
ETH 2459.89
USDT 1.00
SBD 2.19