প্রতিযোগিতা১০আমার পছন্দের শীতকালীন সবজি রেসিপি চিকেন/চিংড়িমাছ/ডিমের চাইনিজ ভেজিটেবল@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,

Screenshot_20211208-205102_Picsart.jpg

IMG_20211208_135141.jpg

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির ১০ম প্রতিযোগিতা-শেয়ার করো তোমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে আমি খুবই আনন্দিত। আর আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি কে এবং @moh.arif ভাইয়া কে ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর একটি কনটেস্টে আয়োজন করার জন্য।

শীত এলে বিভিন্ন রকমের সবজি আমরা পেয়ে থাকি বিভিন্ন সবজি বাজারে। এই সবজিগুলো সচরাচর অন্য ঋতুতে পাওয়া যায় না। আবার কিছু সবজি আছে শীতকাল ছাড়া সারা বছরই পাওয়া যায়। তবে এসব সবজি গুলো শীতকালেই বেশি সুস্বাদু লাগে।

আজকে আমি আমার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। শীতকালীন সবজি চিংড়ি মাছ, মুরগির মাংস এবং ডিম দিয়ে সুস্বাদু চাইনিজ ভেজিটেবল রেসিপি।

আমি চাইনিজ ভেজিটেবল সচরাচর পছন্দ করতাম না।বছর দুই আগে আমি একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে ফ্রাই রাইস এর সাথে চাইনিজ ভেজিটেবল দিয়েছিল। চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস এর সাথে খেয়ে আমার খুবই ভাল লেগেছিল। তখন আমি রেস্টুরেন্টে কাজ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম কিভাবে আপনারা চাইনিজ ভেজিটেবল টি তৈরি করেন আমাকে একটু শিখিয়ে দেন না হলে বলে দেন।

তিনি আমাকে চাইনিজ ভেজিটেবল রান্না করে কিভাবে জিনিস গুলো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন।তখন থেকে ঘরে বিভিন্ন রকমের সবজি আনা হলে চাইনিজ ভেজিটেবল টি তৈরি করে খেয়ে থাকি। চাইনিজ ভেজিটেবল সচরাচর সবজি দিয়ে তৈরি করা হয় কিন্তু আমি বেশিরভাগ সময়ই চাইনিজ ভেজিটেবল টা তৈরি করে মুরগির মাংস,চিংড়ি মাছ,ডিম দিয়ে আমার কাছে এভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করলে খুবই ভালো লাগে খেতে।

তাহলে আর বেশি কথা না বলে চলুন,আমি কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করেছি। তা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।

IMG_20211208_115321_mfnr.jpg

IMG_20211208_115436_mfnr.jpg

চাইনিজ ভেজিটেবল রান্নার উপকরণ সমূহ"

১/ মুরগির মাংস।

২/ চিংড়ি মাছ।

৩/ ডিম একটি।

৪/ বরবটি শিম।

৫/ পেঁপে।

৬/ টমেটো।

৭/ গাজর।

৮/ ফুলকপি।

৯/ পেঁয়াজ পাতা।

১০/ গোলমরিচ গুঁড়া দুই চা চামচ।

১১/ পেঁয়াজ চার টি।

১২/ কাঁচা মরিচ চার-পাঁচ টি।

১৩/ কর্নফ্লাওয়ার দেড় চামচ।

১৪/ সস দুই চামচ।

১৫/ আদা,রসুন বাটা এক চামচ।

১৬/ সয়াবিন তেল দুই চামচ।

IMG_20211208_124008.jpg

IMG_20211208_121956.jpg

প্রস্তুত প্রণালীঃ

ধাপ ১ম"

IMG_20211208_124706.jpg

IMG_20211208_124742.jpg

IMG_20211208_124803.jpg

প্রথমে আমি চিংড়ি মাছের খোলস গুলো ফেলে, মুরগির মাংস এবং চিংড়ি মাছ পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি
মুরগিরর মাংসগুলোকম ছোট ছোট টুকরো করে নিলাম। মুরগির মাংস টুকরো করা হলে, আদা রসুন বাটা,গোলমরিচ, অল্প পরিমাণে লবণ দিয়ে হাতের সাহায্যে মাখিয় রেখে দিলাম।

ধাপ ২য়"

IMG_20211208_125610.jpg

IMG_20211208_125847_mfnr.jpg

IMG_20211208_125931_mfnr.jpg

IMG_20211208_130038_mfnr.jpg

দ্বিতীয় ধাপে আমি একটি ডিম বাটিতে ভেঙে নিলাম। এবার চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে চুলায় একটি প্যানে এক চামচ সয়াবিন তেল দিলাম। তেল গরম হলে আমি ডিম ফেটানো দিয়ে হালকা ভেজে নিয়ে চামচের সাহায্যে ডিম গুলো টুকরো টুকরো করে নিয়ে রেখে দিলাম।

ধাপ ৩য়"

IMG_20211208_123300.jpg

IMG_20211208_130155_mfnr.jpg

IMG_20211208_131257_mfnr.jpg

এখন আমি সবজিগুলো মাঝারি আকারে টুকরো করে নিলাম। এবার পরিষ্কার পানি দিয়ে সবজি গুলো একসাথে ধুয়ে নিলাম। ধুয়া হলে,এবার চুলায় একটি হাড়িতে পরিমাণমতো পানি এবং অল্প লবণ দিয়ে পিয়াজে পাতা গুলো ছাড়া সবগুলো সবজি হাড়িতে দিয়ে সেই সিদ্ধ করে নিলাম।

ধাপ ৪র্থ"

IMG_20211208_132849_mfnr.jpg

IMG_20211208_132923_mfnr.jpg

IMG_20211208_133105.jpg

IMG_20211208_133115_mfnr.jpg

সব সবজি হালকা সিদ্ধ হলে, এবার আমি টুকরো করে রাখা পেঁয়াজের পাতা হাড়িতে দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিব। এবার আমি একটি চামচ দিয়ে সবজি গুলো একটা প্লেটে তুলে নিলাম।সবজি সিদ্ধ করা পানি আমি একটি পাত্রে রেখে দিলাম।

ধাপ ৫ম"

IMG_20211208_133144.jpg

IMG_20211208_133205.jpg

IMG_20211208_133245_mfnr.jpg

হাড়ির সবজি সিদ্ধ করা পানিগুলো আমি আলাদা পাত্রে রেখে। চুলায় হাঁড়িতে এক চামচ সয়াবিন তেল দিলাম।এখন আমি আদা বাটা,রসুন বাটা হাড়িতে দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব।

ধাপ ৬ষ্ঠ"

IMG_20211208_133307_mfnr.jpg

IMG_20211208_133512_mfnr.jpg

IMG_20211208_133553_mfnr.jpg

আদা রসুন বাটা হালকা ভাজা হলে, এবার আমি আদা রসুন বাটা,গোলমরিচ এবং লবণ মাখানো মুরগির মাংস, চিংড়ি মাছ গুলো হাড়িতে দিয়ে চুলার একদম কম আঁচে দুই মিনিট ভেজে নিলাম।এখন পেঁয়াজের টুকরো ,কাঁচামরিচ টুকরো এবং টমেটোর টুকরো হাড়িতে দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম।

ধাপ ৭ম"

IMG_20211208_133716_mfnr.jpg

IMG_20211208_133731_mfnr.jpg

IMG_20211208_133813_mfnr.jpg

পেঁয়াজের টুকরো,কাঁচা মরিচ, টমাটো হালকা ভাজা হলে, এবার আমি সিদ্ধ করে রাখা সব সবজি হাড়িতে দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে নিলাম এক মিনিটের মত।

ধাপ ৮ম"

IMG_20211208_133852_mfnr.jpg

IMG_20211208_134131_mfnr.jpg

IMG_20211208_134154_mfnr.jpg

IMG_20211208_134233_mfnr.jpg

এবার হাড়িতে সবজি সিদ্ধ করা পানি দেওয়ার পর পাঁচ মিনিট রান্না হলে, এবার দুই চামচ সয়া সস সবজিতে ঢেলে দিলাম এখন নেড়েচেড়ে নিয়ে।এবার টুকরো করে রাখা ডিম হাড়িতে দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে দিয়ে দুই মিনিট রান্না করব।

ধাপ ৯ম"

IMG_20211208_134051.jpg

IMG_20211208_134301_mfnr.jpg

IMG_20211208_134312_mfnr.jpg

IMG_20211208_134553_mfnr.jpg

এখন আমি অল্প পানি দিয়ে দেড় চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম।এবার চাইনিজ ভেজিটেবল আস্তে আস্তে কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম এবং সাথে সাথে চামচ দিয়ে নেড়েচেড়ে নিলাম। এখন চুলার মাঝারি আঁচে রান্না করবো তিন মিনিট।

ধাপ ১০ম"

IMG_20211208_134705_mfnr.jpg

চাইনিজ ভেজিটেবলের ঝোল ঘন হয়ে এলে আমি চুলা বন্ধ করে দেবো।

বন্ধুরা,চাইনিজ ভেজিটেবল সচরাচর শুকনো হয়ে থাকে। তবে আমি চাইনিজ ভেজিটেবল হালকা ঝোল রেখেছি কারণ মুরগির মাংস, চিংড়ি মাছ, ডিম এবং সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল টি তৈরি করা হয় সেটির ঝোলের সাথে খেতে খুবই ভালো লাগে তাই আমি ঝোল রেখেছি।
এই ছাড়াও চাইনিজ ভেজিটেবল ঝালের পরিমাণ টা খুব কম থাকে।কিন্তু আমার তৈরি করা চাইনিজ ভেজিটেবলে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি।কারণ আমি ঝাল খেতে খুবই পছন্দ করি।আপনারা চাইলে আপনাদের স্বাদমতো ঝাল দিয়ে তৈরি করে খেতে পারেন।

IMG_20211208_135141.jpg

আমার তৈরি করা চিকেন,চিংড়ি মাছ, ডিম দিয়ে শীতকালীন সবজি চাইনিজ ভেজিটেবল রান্না কেমন হয়েছে? যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,সবাই ভাল থাকবেন।

Sort:  
 3 years ago 

সম্পূর্ণ নতুন একটা পদ্ধতির রেসিপি দেখলাম। তিন ধরণের আইটেম দিয়ে সবজির সাথে তৈরি করেছেন যেটা খুবই চমৎকার। চাইনিজ ভেজিটেবল আমি আগে কখনো খাইনি, তবে তৈরির আইটেম দেখে আমি বুঝতে পারছি খুবই টেস্টি হয়েছে। আপনার এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সময় নিয়ে দারুন একটা রেসিপি উপস্থাপন করেছেন ।

 3 years ago 

দাদা,মুরগির মাংস, চিংড়ি মাছ এবং ডিম দিয়ে চাইনিজ সবজি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। দাদা, একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন সত্যিই অনেক সুস্বাদু। চাইনিজ ভেজিটেবল রান্না করা একটু বেশি সময়ের লাগে তাই অনেকেই রেস্টুরেন্টে থেকে এনে খেয়ে থাকে। তবে আমি রেস্টুরেন্টে চাইনিজ ভেজিটেবল একবার খেয়েছি এখন আমি ঘরে তৈরি করেই খায়। খুব খুশি লেগেছে দাদা আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে। আমার রেসিপিটি তৈরি করা সার্থক হয়েছে।অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর মন্তব্যের জন্য 🙏🙏

 3 years ago 

চাইনিজ ভেজিটেবল আমার কাছে একদমই পছন্দ না। কিন্তু আপনার আজকের ভেজিটেবল রান্নার পদ্ধতি দেখে মনে হচ্ছে যে ভেজিটেবলটি খুবই মজাদার হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগছে। তাছাড়া আপনার রান্নার পদ্ধতি দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে রান্নার পদ্ধতি গুলো উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ রান্না করতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চাইনিজ ভেজিটেবল আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবজি দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন খেতে খুব ইচ্ছা করছে। চিংড়ি মাছ দিয়ে সবজি খেতে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন এবং আমাদের উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু দারুন দারুন। একি তৈরী করেছেন। ছবি দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম এখন খেতে চাই । কিন্তু খাবো কিভাবে। এত সুন্দর রেসিপি তৈরী করে আমাদের লোভ ধরিয়ে দিলেন। কখনও খাইনি । আবারো বলবো দারুন।

 3 years ago 

দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টে তৈরি করা কোন খাবার সামনে দেখছি। অনেক সুন্দর সবজি বানিয়েছেন আপু আপনি। সবকিছু অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন এবং খাবার টিও দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে বিশেষ করে গাজর দেওয়াতে সবজি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল আপু আশা করছি আপনি এভাবে আরো ভালো ভালো রেসিপি এবং অন্যান্য ক্রিয়েটিভ কাজ আমাদের সাথে শেয়ার করবেন।

 3 years ago 

সত্যি অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিকেন, চিংড়ি এবং বিভিন্ন ধরনের শীতকালীন সবজি দিয়ে আপনি খুব সুন্দর চাইনিজ সবজির রেসিপি তৈরি করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারবে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62753.87
ETH 2445.66
USDT 1.00
SBD 2.67