DIY এসো নিজে করি - পোস্টার রং দিয়ে অসাধারণ সুন্দর একটি পেইন্টিং "@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,

Screenshot_20220121-231350_Picsart.jpg

IMG_20220121_223433_mfnr.jpg

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে পোস্টার রং দিয়ে অসাধারণ একটি পেইন্টিং শেয়ার করব।
আমি আগেও বলেছি আমার ড্রয়িং করতে আমার খুবই ভালো লাগে।বিভিন্ন রকমের প্রকৃতিক সৌন্দর্য ড্রয়িং গুলো করতে আমার সত্যিই অনেক ভালো লাগে।
আজকে আমি ড্রয়িং করেছি পোস্টার রং দিয়ে অর্ধ চাঁদের আলোয় প্রিয় মানুষটিকে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে। এই পেইন্টিংটি সত্যিই আমার খুবই পছন্দের একটি পেন্টিং।কারণ এই দৃশ্য বাস্তবে সচরাচর দেখা যায় না।কাল্পনিক জগতে এই দৃশ্য দেখা যায়। মনের কল্পনার জগত থেকে এঁকেছি পেইন্টিংটি। খুবই ইচ্ছে আমার প্রিয় মানুষটিকে নিয়ে এইরকম একটি কল্পনার জগতে চাঁদের আলোয় দাঁড়িয়ে চাঁদ দেখার।

তাহলে আর বেশি কথা বলব না, চলুন কিভাবে আমি এই অসাধারণ সুন্দর একটি পেইন্টিং এঁকেছি। তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

উপাদানসূমহ
ড্রয়িং খাতা
পেন্সিল
রাবার
সাদা পোস্টার রং
নীল পোস্টার রং
কালো পোস্টার রং
লাল পোস্টার রং

IMG-20220121-WA0009.jpg

১ম ধাপ

IMG_20220121_214636_mfnr.jpg

IMG_20220121_214844_mfnr.jpg

প্রথমে আমি সাদা ড্রয়িং খাতায় পেন্সিলের সাহায্যে একটি অর্ধ চাঁদ এঁকে নিলাম।

২য় ধাপ

IMG_20220121_214957_mfnr.jpg

IMG_20220121_215505_mfnr.jpg

অর্ধ চাঁদ আঁকা হলে,এবার আমি নীল রঙ দিয়ে পুরো খাতা নীল করে নিলাম।

৩য় ধাপ

IMG_20220121_215612_mfnr.jpg

IMG_20220121_215707_mfnr.jpg

পুরো খাতা নীল রং করা হলে,এবার আমি সাদা রং দিয়ে অর্ধ চাঁদের দুপাশে হালকা সাদা রং করে নিলাম।

৪র্থ ধাপ

IMG_20220121_215612_mfnr.jpg

IMG_20220121_220235_mfnr.jpg

সাদা রং দিয়ে অর্ধ চাঁদের রং করা হলে, এখন দেখতে একদম অর্ধ চাঁদের মত লাগছে তাইনা?

৫ম ধাপ

IMG_20220121_220313_mfnr.jpg

IMG_20220121_220404_mfnr.jpg

চাঁদ আঁকা হলে,এবার আমি কালো পোস্টার রং দিয়ে একটি ছোট দ্বীপের মতো একে নিলাম।

৬ষ্ঠ ধাপ

IMG_20220121_220555_mfnr.jpg

IMG_20220121_220641_mfnr.jpg

ছোট দ্বীপ আঁকা হলে, এবার আমি কালো রঙ দিয়ে একটি গাছ এঁকে নিলাম।

৭ম ধাপ

IMG_20220121_220739_mfnr.jpg

IMG_20220121_220842_mfnr.jpg

কালো পোস্টার রং দিয়ে গাছ আঁকা হলে,এবার আমি সাদা এবং লাল রং একসাথে মিশিয়ে গাছের পাতা এঁকে নিলাম।

৮ম ধাপ

IMG_20220121_221057_mfnr.jpg

IMG_20220121_221247_mfnr.jpg

গাছ আঁকা হলে,আমি একটি ছেলে একটি মেয়ে এঁকে নিলাম এবং দুজনের হাত ধরে রয়েছে এমন ভাবে আঁকলাম।

৯ম ধাপ

IMG_20220121_221316_mfnr.jpg

IMG_20220121_221404_mfnr.jpg

একটি ছেলে একটি মেয়ে আঁকা হলে, এবার আমি গাছের আরেকটি ডাল এঁকে নিলাম। এখন একটি দোলনা এঁকে নিলাম কালো পোস্টার রং দিয়ে।

১০ ধাপ

IMG_20220121_221503_mfnr.jpg

IMG_20220121_221607_mfnr.jpg

দোলনা আঁকা হলে, এবার আমি নদীর পানির মধ্যে গাছের ছায়া এবং চাঁদের ছায়া নদীর পানির ঢেউ এঁকে নিলাম সাদা এবং লাল রং দিয়ে।

১১ম ধাপ

IMG_20220121_221749_mfnr.jpg

IMG_20220121_222003_mfnr.jpg

সব আঁকা হলে,এবার আমি কালো এবং গাঢ় নীল রং দিয়ে চাঁদের উপরের দিকটা রং করে নিলাম।রং করা হলে, সাদা রং দিয়ে তারার মতো এঁকে নিলাম।এবার আমার পেইন্টিংটি আঁকা সমাপ্ত করলাম।

IMG-20220121-WA0008.jpg

বন্ধুরা,আমার অংকন করা পোস্টার রং দিয়ে অসাধারণ সুন্দর পেইন্টিংটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,সবাই ভাল থাকবেন।

Sort:  
 3 years ago 

পোস্টার রং দিয়ে আকা ছবি টা দারুণ দেখাচ্ছে।।
আমার কাছে খুবই ভালো লেগেছে।।
কালার কম্বিনেশন টা দারুণ ফুটেছে।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।
শুভেচ্ছা রইল।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য এবং আমার পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু পোস্টার রং দিয়ে আপনি অনেক সুন্দর পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং এর গাছ এবং মানুষ দুটিকে অনেক সুন্দর লাগছে। পেইন্টিং করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। আশা করি সবসময় আমার পাশে থাকবেন।

 3 years ago 

আপু আপনি পোস্টার রং দিয়ে অসাধারণ সুন্দর একটি পেইন্টিং তৈরি করেছেন দারুন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নদীর মাঝখানে জায়গাটা অসাধারণ হয়েছে ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ আপু আপনি পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর একটি চিত্র আমাদের উপহার দিয়েছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ধাপগুলোও এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যাতে খুব সহজেই আনরা সেটা তৈরি করতে পারি। সামনে এগিয়ে যাও আপু তার জন্য শুভ কামনা রইলো আপু

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য । আশা করি সব সময় পাশে থাকবেন ভাইয়া।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি পেইন্টিং অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই পেইন্টিংটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন যার মাধ্যমে বুঝতে সুবিধা হয়েছে। ধন্যবাদ এরকম একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

 3 years ago (edited)
ওয়াও আপু আপনার পোস্টটি দেখে মনে হচ্ছে কোন নির্জন দ্বীপে কাপলরা একান্ত সময় পার করছে। তাছাড়া আপনার পোস্টটির উপস্থাপনা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

পোস্টার রং দিয়ে আপনি দারুন একটি অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। বিশেষ করে গাছের অংকনটি আমার অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতা নিয়ে কাজগুলো করে থাকেন এবং সত্যিই অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

 3 years ago 

পোস্টার রং দিয়ে অসাধারণ একটি দৃশ্য আমাদের মাঝে অঙ্কন করে উপস্থাপন করেছেন। নীল রংয়ের দৃশ্যটি বেশি ফুটে উঠেছে। নীল পরিবেশের মধ্য গাছের লাল রঙের পাতাগুলো আকৃষ্ট করেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদএত সুন্দর মন্তব্য করার জন্য । আশা করি সব সময় পাশে থাকবেন।

পোস্টার রং এবং জল রং দিয়ে চিত্র অঙ্কন করা ভারি জটিল কাজ। তবে আপনার কাছে পোস্টার রং দিয়ে চিত্র অঙ্কন করা বেশ সহজ মনে হয়েছে তাই আপনি অনেক সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপহার হিসেবে উপস্থাপন করতে পেরেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago (edited)

ভাইয়া ধন্যবাদ আমি যেন আরো সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের উপহার দিতে পারি । আশা করি সব সময় পাশে থাকবেন।

 3 years ago 

আপু আপনার কাল্পনিক জগতের দৃশ্যটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। আপনি ঠিকই বলেছেন এরকম দৃশ্য বাস্তবে দেখা যায় না। কিন্তু আপনি কল্পনার দৃশ্য টি খুব সুন্দর ভাবে জল রং দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছেন। যা দেখে ভালো লাগল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে এর জন্য অনেক ধন্যবাদ।আমার জন্য দোয়া করবেন এবং সব সময় পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56691.97
ETH 2499.18
USDT 1.00
SBD 2.23