সুনীল গঙ্গোপাধ্যায় "ব্যর্থ প্রেম" কবিতায় আমার অংশগ্রহণ"benificiary 10% @shy-fox "
আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছে
কবিতা আবৃত্তি প্রতিযোগিতা
গত সপ্তাহের মত আবার এই সপ্তাহে ও আমার খুব প্রিয় @blacks দাদা নতুন একটি কবিতা " ব্যর্থ প্রেম" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার প্রতিযোগিতা আয়োজন করেছেন। গত সপ্তাহের কবিতায় আমি অংশগ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে অংশগ্রহণ করতে পারিনি।তবে এই সপ্তাহে কবিতা আবৃত্তি করতে পেরে আমি খুব খুশি।কারণ আমার এই কবিতাটি খুব ভালো লাগে। এই কবিতাটি প্রথম আবৃওি করেছি খুব ভয় লেগেছে। তারপরও চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।আশা করি আপনাদের ভালো লাগবে । তাহলে চলুন শুরু করা যাক,,,,,
আমার কবিতা আবৃত্তির ভিডিও লিং
কবিতা আবৃতি :-ব্যর্থ প্রেম – সুনীল গঙ্গোপাধ্যায়
প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।
আমার দৃষ্টিকোণ থেকে কবিতার ব্যাখ্যা।।
আমরা প্রতিটা মানুষ জানি সকল ব্যর্থতার পেছনে সফলতার রয়েছে। কোনো কিছু যদি অল্প কষ্ট করে পেয়ে য়ায় সেই জিনিস টির মূল্য আমরা দিতে পারি না। এখানে কবি সুনীল গঙ্গোপাধ্যায় অনেক বার প্রেমে ব্যর্থ হয়ে তার জ্ঞানশক্তি আরও ক্ষমতা বৃদ্ধি করনে।তার সাথে কবি চিন্তা শক্তির বন্ধ দরজা গুলো একে একে খোলে দেয়। কবি বারবার প্রেমে ব্যর্থ হয়ে প্রেমের প্রতি তার একটুও শক্তির কম হয় নি। কারণ পৃথিবীতে যত ব্যর্থতা রয়েছে তার মধ্যে নতুন কিছু শিখার রয়েছে। কবিকে তার প্রেমে ব্যর্থতা আর দুঃখ-কষ্ট তাকে মহান করে তুলেছে । তাই তো কবি রিক্সাওয়ালার মত গরিবকে সাহায্য করছে এছাড়াও সকল জীবের প্রতি তার ভালোবাসা বিলিয়ে দিচ্ছে । তাই এই জন্য কবি এখন আমাদের সমাজের স্বার্থপর মানুষদের স্বার্থপরতা বুঝতে পেরেছে। তাদের স্বার্থপরতা দেখে নিজের স্বার্থকে মুছে দেওয়ার চেষ্টা করছে মন থেকে।তার এই কবিতার মাধ্যমে কবি দুঃখ কষ্ট হৃদয়ে নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে আমি তো কাউকে দুঃখ দেই নি তাহলে আমার কেন এত দুঃখ পেতে হচ্ছে ।কারণ কবির মনে মধ্যে অনেক অনেক দয়া কবি মাটির বুকে পা ফেলে খুবই আলতোভাবে যেন মাটি ব্যথা না পায়।
বন্ধুরা, আমার কবিতা আবৃত্তি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আপনি খুব ভালো একটি আবৃত্তি করেছেন। আবৃত্তি করা অনেকটা জটিল কাজ। সে কাজটি আপনি খুব সহজেই করেছেন। লেগে থাকুন আশা করি ভালো করবেন।
ভাইয়া,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে তবে আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
ব্যর্থ প্রেম কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। সত্যিই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে কবিতা আবৃত্তি করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। এত অসাধারণ কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ্
ভাইয়া,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে খুব ভয় লাগছিলো সুন্দর হবে কি না। আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 তবে ভাইয়া প্রথম হব কি না জানি না তারপরও চেষ্টা করেছি।ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
আপনার এত সুন্দর মিষ্টি কন্ঠে কবিতা পাঠ শুনে একবারে মন ভরল না। তাই বারবার শোনার চেষ্টা করলাম। আপনার কবিতাপাঠ শুনে বড়ই ফিলিং ছিল মনে।
ভাইয়া,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে খুব ভয় লাগছিলো সুন্দর হবে কি না।তবে আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
আজকে শুধু ব্যর্থ প্রেম কবিতায় কমেন্ট করে যাচ্ছি। সবাই এই ব্যর্থ প্রেম কবিতা আবৃত্তি করেছে। তবে আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল আপু
ভাইয়া,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে খুব ভয় লাগছিলো সুন্দর হবে কি না।তবে আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
আপু অসাধারণ হয়েছে আপনার কবিতা আবৃত্তি। আপনি খুব সুন্দর করে কবিতাটা আবৃত্তি করেছেন। সেইসাথে কবিতার মূলভাব টি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কবিতা আবৃত্তির মাধ্যমে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে তবে আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
আপু আপনার কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে আপনার কবিতা আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কণ্ঠের জাদুতে দারুন এই কবিতা আবৃতি করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।
ভাইয়া,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে খুব ভয় লাগছিলো সুন্দর হবে কি না।তবে আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
ওয়াও! আপু আপনি খুবই করুন সুর ব্যবহার করে আপনি অসাধারণ ভাবে কবিতা আবৃত্তিটি আমাদের মাঝে শেয়ার করেছেন, পুরো কবিতাটি এত চমৎকার ভাবে আবৃত্তি মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শুনে মুগ্ধ হয়ে গেলাম। এবং সেইসাথে কবিতাটির মূলভাব খুব চমৎকার ভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে তবে আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
সবার আবৃত্তি মোটামুটি শুনেছি আর আপনার টাও শুনে ফেললাম।অনেক সুন্দর ছিল আপু আপনার আবৃত্তি টাও।আর কবিতার মূলভাব টি নিজের মত করে বেশ ভালই তুলে ধরেছেন।
ভাইয়া,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে খুব ভয় লাগছিলো সুন্দর হবে কি না।তবে আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
ব্যর্থ প্রেম কবিতাটি আপনার কন্ঠ শুনতে পেয়ে খুবই ভালো লাগছে। সত্যিই আপনি খুবই মায়া দিয়ে এই কবিতাটি আবৃতি করলেন। আমার খুবই ভালো লেগেছে।
ভাইয়া,আমি কখনো কবিতা আবৃতি করিনি এভাবে তবে আমার কবিতা আবৃত্তি টি আপনার ভাল লেগেছে শুনে সত্যিই খুব খুশি লাগছে🥰 ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপু🤗
সত্যি বলতে আপনার কন্ঠস্বর তো এমনিতেই সুন্দর আর কবিতাটি আপনার কন্ঠে বেশ মানিয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য 💌
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার কবিতা আবৃত্তি আপনার ভাল লেগেছে শুনে খুশি হয়েছি। ভাইয়া,এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য মন থেকে ভালোবাসা রইল আপনার জন্য।।