🥰রঙ্গিন কাগজ এবং পুতি দিয়ে তৈরি করা ঈদ কার্ড🥰 "benificiary 10% @shy-fox "
আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমি তেমন ভালো নেই মন একদম ভালো নেই, কারণ পায়ের সমস্যা নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে।আমার জন্য সবাই দোয়া করবেন।
অনেকদিন পর আপনাদের মাঝে চলে এসেছি খুবই সুন্দর রঙিন কাগজ দিয়ে ঈদ কার্ডের একটি ডাই পোস্ট নিয়ে।
ডাই পোস্ট করা হয় না অনেকদিন যাবত কারণ ডাই পোস্ট করতে হলে অনেক সময় দিতে হয় আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা কারণে এই পোস্টগুলো করার মন মানসিকতা থাকে না। আমি এখানে পোষ্ট করে সময় কাটাচ্ছি ভালো লাগে না হলে আমি মনে হয় এই চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যেতাম।
সকাল থেকে চিন্তা করছি একটা ডাই পোস্ট তৈরী করব কিন্তু ভেবে পাচ্ছি না কি পোস্ট তৈরী করে আপনাদের মাঝে শেয়ার করব।
হঠাৎ মনে হল সামনে তো ঈদ আসছে এই ঈদ উপলক্ষে রঙিন কাগজ দিয়ে একটা ঈদ কার্ড তৈরি করি। আর ঈদ কার্ডের মাধ্যমে আমার প্রিয় কমিউনিটি ❤আমার বাংলা ব্লগের❤ সবাইকে ঈদের দাওয়াত দেই।সাথে আমার প্রিয়@rme দাদা এবং বৌদি কেও দাওয়াত দেই।যে কথা সেই কাজ শুরু করে দিলাম রঙিন কাগজ পুতি দিয়ে ঈদ কার্ড তৈরি। আশা করি আমার তৈরি করা রঙিন কাগজ এবং পুতি দিয়ে ঈদ কার্ডটি ভালো লাগবে।
তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে কিভাবে আমি রঙিন কাগজ পুতি দিয়ে ঈদের কার্ড তৈরি করেছি। তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।
ঈদ কার্ড তৈরির উপকরণ | সমূহ |
---|---|
হলুদ রঙিন কাগজ | |
সাদা কাগজ | |
পেন্সিল | |
কেচি | |
আঠা | |
সাইন পেন | |
পুতি |
প্রথমে আমি চতুর্ভুজের মতো করে রঙিন কাগজ কেটে নিলাম। রঙিন কাগজ চতুর্ভুজের মতো কাটা হলে, এখন আমি সাদা কাগজ চতুর্ভুজের মত করে রঙিন কাগজের থেকে একটু ছোট করে কেটে নিব।
রঙিন কাগজ এবং সাদা কাগজ চতুর্ভুজ এর মত কাটা হলে,এবার আমি রঙিন কাগজ কি দু ভাঁজ করব এভাবে। ভাঁজ করা রঙিন কাগজের মাঝ বরাবর আমি আঠা লাগিয়ে নিব।
এবার রঙিন কাগজের মাঝ বরাবর আঠা লাগানো হলে, সাদা কাগজের টুকরো ভাঁজ বরাবর লাগি নিব।সাদা কাগজ লাগানো হয়ে গেলে, সাদা কাগজে চারিপাশে আঠা লাগিয়ে রঙিন কাগজের সাথে লাগিয়ে নিলাম এভাবে।
রঙিন কাগজের সাথে সাদা কাগজের আঠা লাগানো হলে,এবার আমি পেন্সিলের সাহায্যে ঢেউয়ের মতো এঁকে নিলাম এভাবে।
পেন্সিলের সাহায্যে ঢেউয়ের মত আঁকা হলে, এবার আমি কেচির সাহায্যে কেটে নিব এখন দেখতে অনেক সুন্দর লাগছে তাই না?
ঈদ কার্ড উপরের অংশটি তৈরি হয়ে গেলে, এবার আমি গ্লিটার পেপার চতুর্ভুজের মত করে কেটে পেন্সিলের সাহায্যে প্রজাপতি এঁকে কেচি দিয়ে প্রজাপতি কেটে নিলাম।
এভাবে আমি তিন কালারের কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে নিলাম।
গ্লিটার পেপার রঙিন কাগজ এবং সাদা কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করা হয়ে গেলে, এবার আমি আঠা দিয়ে প্রজাপতিগুলো লাগিয়ে নেব খুব সাবধানে।
প্রজাপতি গুলো আঠা দিয়ে লাগানো হলে, এবার আমি রঙিন কাগজের উপর আঠা লাগিয়ে নিব এভাবে।যেন পুতি গুলো বসাতে পারি আঠা লাগানো হয়ে গেলে।এবার আমি একে একে সব পুতি রঙিন কাগজের উপর এবং প্রজাপতির উপর পুতি লাগিয়ে নিব।
পুতি লাগানো হয়ে গেলে, এবার আমি সাইন পেন দিয়ে ঈদ মোবারক লিখে গ্লিটার পেপার দিয়ে তৈরি করা লাভ আইকনটি লাগিয়ে নিলাম। এবার সাইন পেন দিয়ে কিছু ফুল এঁকে আমার ডাই পোস্ট তৈরি করা সম্পন্ন করলাম।
বন্ধুরা,আমার তৈরি করা রঙিন কাগজ এবং পুতি দিয়ে ঈদ কার্ড টি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর এই ঈদের কার্ডের মাধ্যমে ❤আমার বাংলা ব্লগ❤ কমিউনিটির সবাইকে ঈদের দাওয়াত জানালাম।সবাই আসবেন চট্টগ্রামে।
আপু আপনার পায়ের এখন অবস্থা কেমন আছে?এখন কি ঠিকঠাক ভাবে হাঁটা চলা করতে পারছেন।?
তবে যাইহোক আপু আপনাকেও অগ্রিম ইদের দাওয়াত রইলো।আর ঈদ উপলক্ষে খুব দারুন একটি ঈদ কার্ড বানিয়েছেন।খুব সুন্দর ছিল আপু আপনার উপস্থাপনা।
না ভাইয়া,এখনও আমি ঠিকঠাক ভাবে হাঁটাচলা করতে পারি না।ঈদের দাওয়াত পেয়ে খুশি হলে হবেনা বোনের বাড়িতে এসে ঘুরে যেতে হবে। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
ইনশাআল্লাহ আপু,বোনের বাসায় ঠিকই যাবো সময় মত☺️
🥰🥰🥰
বাহ আপু অসাধারণ!! আপনি খুব সুন্দর করে কাগজ এবং গ্লিটার পেপার পুঁতি ব্যবহার করে ঈদকার্ড বানিয়েছেন। ছোটবেলায় কিনতাম ঈদ কার্ড। কিন্তু বড় হোতেহোতেএ সেটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। আপনার ঈদ কার্ড দেখে আমার ছোট্ট বেলার কথা মনে পড়ে গেছে আপু। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈদ কার্ড বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। আশা করি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন এবং আপনার পা ভালো হয়ে যাবে।
ঠিক বলেছেন আপু,সেই দিন গুলো এখন হারিয়ে গিয়েছে। আগে দোকান থেকে বাহারি রকমের ঈদ কার্ড কিনতাম মানুষকে দেওয়ার জন্য আর এখন মোবাইলে মোবাইলে সবকিছু হয়ে যাচ্ছে।অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
সেই ছোট বেলার বন্ধুদের ঈদ কার্ড এর মাধ্যমে ঈদ এর শুভেচ্ছা জানাতাম ও ঈদ এর নিমন্ত্রণ দিতাম। এখন এই ঈদ কার্ড বিলুপ্ত প্রায়।
আপনার বানানো ঈদ কার্ডটি অনেক সুন্দর হয়েছে। ঈদ কার্ড বানানোর প্রসেস সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।
আপনি দাদার নামের জায়গায় অন্য একটি নাম মেনশন দিয়েছেন মনে হয়। একটু দেখে এডিট করে নিবেন।
আপু ঠিক, বলেছেন ছোটবেলায় ঈদের নিমন্ত্রণ জানানোর জন্য দোকান থেকে বাহারি রকমের ঈদ কার্ড কিনে নিতাম। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাদের মাঝে।আমার তৈরি করা ঈদ কার্ড আপনার ভাল লেগেছে শুনে সত্যি অনেক খুশি হয়েছি।আপু,আপনাকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।🥰❤❤
আপনার তৈরি ডাই পোস্টটি অনেক সুন্দর হয়েছে আপু। এবার ইদে আমিও কিছু কার্ড বানাবো ভাবছি।আপনার টা থেকে আইডিয়া নেয়া যাবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।
বর্তমান সময়ে ঈদ কার্ডের কথা বললে কেউ মেনে নিতে পারবেন। অথচ আমাদের সময় ঈদের আগে সবারই ঈদ কার্ড কেনার হিড়িক পড়ে যেত। এই ঈদ কার্ডের পেছনে কত টাকা ও সময় নষ্ট করেছি সেটা হিসাব করতেই পারবোনা। মোবাইল বার্তার কারণে আমাদের সমাজ থেকে ঈদ কার্ড এখন হারিয়েই গেছে। রমজান মাসের শেষের দিকে ঈদ কার্ড কেনা সেখানে মজার মজার কথা লিখে প্রিয়জনদের ঈদ কার্ড দেয়া কত আনন্দের ছিল সেই দিনগুলি। ধন্যবাদ আপনাকে সুন্দর ঈদ কার্ডের বিষয়টি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভাইয়া আপনার প্রতিটি মন্তব্য সত্যি। মন্তব্যগুলো পড়ে আমার আগের স্মৃতির কথা মনে পড়ে গেছে সত্যি অনেক মজা করতাম আমরা।ভাইয়া আপনি এতো সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু শুধু দাদা আর বৌদিকে দিবেন,আমাদেরকে দিবেন না।যাই হোক বেশ ভালো একটা কার্ড হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আপু আপনার কতটা কথাটি সত্যি না আমি বাংলা ব্লগের সবাইকে দাওয়াত দিয়েছি এর মধ্যে আপনিও আছেন।আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন ডাই পোস্ট করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক দক্ষতা খাটাতে হয়। আপনি দারুণভাবে রঙিন কাগজ ও পুতি দিয়ে কার্ড তৈরি করেছেন। এটি আমার বেশি ভাল লাগল। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল
অসংখ্য ধন্যবাদ ভাই,এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একটা সময় ছিল ঈদের আনন্দ মানেই ঈদ কার্ড এবং এই ঈদ কার্ড নিয়ে সবাই ব্যস্ত ছিল। আপনি ফেলে আসা সেইদিনের কথা এই ঈদ কার্ডের মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন।
আপু,আপনার মন্তব্য পড়ে সত্যিই খুব খুশি হয়েছি।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।।
রঙ্গিন কাগজ এবং পুতি দিয়ে তৈরি করা ঈদ কার্ড দেখে খুবই সুন্দর লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে ঈদ কার্ড তৈরি করলেন। আমার খুবই ভালো লেগেছে। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই।
জি ভাইয়া,খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করা করার জন্য।আমার উপস্থাপন এবং আমার তৈরী ডাই পোস্ট আপনার ভাল লেগেছে শুনে সত্যি অনেক খুশি হয়েছি।ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।
রঙ্গিন কাগজ দিয়ে কার্ডটি দারুন তৈরি করেছেন। দেখতে অনেক ভালো লাগছে। এই কাজগুলো করতে গেলে সময় আর ধৌর্য লাগে কিন্তু একবার সম্পূর্ণ করে তোলার পরে নিজের কাছেও অনেক ভালো লাগে। আপনার ডিজাইনটা অনেক ভালো দেখাচ্ছে বিশেষ করে পুতিগুলো সাজানোর পরে আকর্ষণীয়তা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। যাইহোক, ঈদের শুভেচ্ছা রইলো আপনাদের সবার জন্য।
একদম ঠিক কথা বলেছেন দাদা,ডাই পোস্টগুলো তৈরি করতে অনেক সময় লাগে আর তৈরি করার পরে বেশ সুন্দর দেখায়। পরিশ্রমটা করাটা যেনো সার্থক হয়।ধন্যবাদ দাদা,আমার পোস্টে আপনি এত সুন্দর কমেন্ট করার জন্য💐