DIY এসো নিজে করি" পোস্টার রং রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কালের ফুলের ড্রয়িং ওয়ালমেট"@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকম,

Screenshot_20211124-024646_Picsart.jpg

IMG_20211122_231334.jpg

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি রঙিন কাগজ পোস্টার রং দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছি।অনেক দিন কোনো DIY কিছু তৈরি করছি না।চিন্তা করলাম কি তৈরি করা যায় ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে গেল।হঠাৎ চিন্তা করলাম রঙিন কাগজ দিয়ে পোস্টার রং দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করি। ফুলের ওয়ালমেট গুলো দেয়ালে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে।তাই যে কথা সেই কাজ শুরু করে দিলাম ওয়ালমেট তৈরি করা।

সত্যি কথা বলতে কি বাস্তবিক ফুল প্রকৃতিক প্রকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়াও কাগজের ফুল, ড্রয়িং করা ফুল ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে।

আজকে আমি পোস্টার রং রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছি। জানিনা আমার এই ওয়ালমেট তৈরি আপনাদের কেমন লাগবে। সবসময়ই আমি চাই নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য।আজকেও তার ব্যতিক্রম হয়নি।

তাহলে চলুন কথা না বাড়িয়ে,কিভাবে আমি পোস্টার রং কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। তা আপনাদের সাথে ধাপে ধাপে বর্ণনা সহকারে উপস্থাপন করি।

পোস্টর রং দিয়ে রঙিন কাগজে ফুল ড্রয়িং করার উপকরণ সমূহ"

  • সাদা কাগজ।
  • রঙিন কাগজ।
  • পোস্টর রং।
  • পেন্সিল ।
  • আঠা।
  • কেঁচি।

প্রথম ধাপ

IMG_20211122_112342_mfnr.jpg

IMG_20211122_113515.jpg

IMG_20211122_113616.jpg

IMG_20211122_114049.jpg

IMG_20211122_114801.jpg

প্রথমে আমি রঙিন কাগজ চতুর্ভুজ মত সমান করে কেটে নিলাম।এখন সাদা কাগজ দিয়ে লাঠির মত তৈরী করে নিলাম।এবার লাঠিগুলো কেচি দিয়ে কেটে সমান করে নিলাম। তারপর আঠা দিয়ে কাগজ ভালো করে আটকে নিব। এভাবে আমি সাদা কাগজ দিয়ে সবগুলো লাঠি তৈরি করে নিলাম।

* দ্বিতীয় ধাপঃ

IMG_20211122_124649.jpg

IMG_20211122_124717.jpg

IMG_20211122_125038.jpg

সাদা কাগজ দিয়ে লাঠি তৈরি করা হলে, এবার আমি চারকোণ করে রঙিন কাগজ কেটে নিয়েছে সেটিতে আঠা দিয়ে কাগজের লাঠিগুলো চারকোনায় লাগিয়ে নিলাম।

তৃতীয় ধাপঃ

IMG_20211122_125135.jpg

IMG_20211122_125349.jpg

IMG_20211122_125731.jpg

IMG_20211122_125733.jpg

IMG_20211122_130159.jpg

তৃতীয় ধাপে আমি পেন্সিল দিয়ে একটি ফুলের টপ এঁকে নিলাম। ফুলের টপ আঁকা হলে, এবার আমি লাল, কালো এবং কমলা কালারের পোস্টার রং দিয়ে রং করে নিলাম।
এখন ফুলের টপ টি একদম মাটির টপের মত লাগছে তাই না বন্ধুরা?

* চতুর্থ ধাপঃ

IMG_20211122_130240.jpg

IMG_20211122_130517.jpg

IMG_20211122_130557.jpg

IMG_20211122_131034.jpg

ফুলের টপ এর রং করা হলে,এবার আমি গাঢ় সবুজ রং দিয়ে ফুলের ডাল এঁকে নিলাম। হালকা সবুজ পোস্টার রং দিয়ে পাতা এঁকে নিলাম।

* পঞ্চম ধাপঃ

IMG_20211122_133503.jpg

IMG_20211122_134920.jpg

IMG_20211123_100711.jpg

ডাল,পাতা আঁকা হলে,আমি সাদা, নীল,হলুদ,বাদামী,কমলা,কালো পোস্টার রং দিয়ে ফুল এঁকে নিলাম অনেক গুলো।

অনেক কালারের ফুল অনেক সুন্দর লাগছে তাইনা বন্ধুরা?

* ষষ্ঠ ধাপ "

IMG_20211122_182331_mfnr.jpg

IMG_20211122_182423_mfnr.jpg

IMG_20211122_182433_mfnr.jpg

IMG_20211122_182453_mfnr.jpg

IMG_20211122_182509_mfnr.jpg

টপ আঁকা হল, ফুলের ডাল ফুলের পাতা ফুল আঁকা হল, সব কিছু আঁকা হয়ে গেলে। এবার আমি একটি মোটা ওলের সুতা নিলাম ওয়ালমেটের পিছনে লাগানোর জন্য। সুতা বাজ করে কেটে নিলাম।এবার আমি একটি টিস্যু সমান ভাবে চতুর্ভুজ এর মত করে কেটে নিয়ে ওয়ালমেটের পিছনে আঠা দিয়ে সুতাটি লাগালাম।এখন আমি চার কোণ করে কাটা টিস্যু পেপার সুতার উপরে লাগিয়ে দিলাম।
IMG_20211122_231334.jpg

বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে রঙিন কাগজ এবং পোস্টার রং দিয়ে খুব সহজে ওয়ালমেট তৈরি করেছি।

আমার তৈরি করা ওয়ালমেট যদি আপনাদের ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনি যে পেইন্টিংটি ভাগ করেন তা আমি পছন্দ করি, আমার বন্ধু, কারণ এটি দেখতে খুব আকর্ষণীয়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার ড্রয়িং টি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার আঁকা পেইন্টিং । সত্যিই আপনার আঁকা পেইন্টিং প্রশংসার যোগ্য আমি মনে করি। কারণ এই পেইন্টিং আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। আপনারা আঁকা পেন্টিং টি এত সুন্দর হয়েছে যা আমি বলে বুঝাতে পারব না। এইরকম ভাবে কাজ করলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এইরকম ভাবে চালিয়ে যান আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পস্টার রঙ গুলোর পেন্টিং দেখতে খুবই অসাধারন লাগে। আপনিও অসাধারন ভাবে নিজের প্রতিভা তুলে ধরেছেন।খুব সুন্দর লাগছে দেখতে ধাপ গুলো অসাধারন হয়েছে আপু শুভ কামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার DIY আশ্চর্যজনকভাবে ভাল, আপনি ধাপে ধাপে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন, ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুব মিষ্টি একটা কাজ। এত রং বেরঙের ফুল এক সাথে। মুগ্ধ করার মত । খুব ভালো লাগলো। আর এত যত্ন নিয়ে কাজ টা করেছেন তা না হলে ফিনিশিং টা এত সুন্দর হতো না। সব কিছু মিলিয়ে মনে ধরেছে খুব 🥰🥰। ভালো থাকবেন দিদি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ আজকে আমার আপু দেখছি পোস্টার রং রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কালের ফুলের ড্রয়িং ওয়ালমেট তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল। আপনার প্রশংসা করতেই হয়। আপনার অংকনের হাত অনেক ভালো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইটি তোমার এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

রঙিন কাগজ এবং পোস্টাল কালার দিয়ে ওয়ালমেট এর আইডিয়াটা চমৎকার ছিল। আসলে ওয়ালমেটটি খুবই সুন্দর লাগছে দেখতে। প্রথমে ভেবেছিলাম যে কেমন লাগবে দেখতে? কিন্তু না পরে দেখলাম যে অনেক বেশি সুন্দর লাগছে। ঘরের দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে।

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। আপু আপনার মন্তব্যগুলো আমার খুবই ভালো লাগে।ভালো কাজ করার উৎসাহ যোগায়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64401.36
ETH 2627.01
USDT 1.00
SBD 2.83