DIY এসো নিজে করি " রঙিন কাগজ,সুতা,টিস্যু পেপার দিয়ে অসাধারণ সুন্দর ওয়ালমেট "@shy-fox 10% beneficiary
আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
কাগজের তৈরি বলেন,টিস্যু দিয়ে তৈরি বলেন, যেকোনো তৈরি করা ফুল ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।আমি সুযোগ পেলে কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করি।যেগুলো আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। অনেকদিন ঝামেলায় ছিলাম প্রচুর চাপের মধ্যে ছিলাম তাই কোন কিছুই তৈরি করতে পারি নি। যেটি সহজ ছিলো আমার জন্য সেই পোস্টগুলো আমি করেছি। রেসিপি পোস্ট আমার জন্য খুবই সহজ ছিলো তাই আমি রেসিপি পোস্ট করেছি।
আজকে আমি একদম নতুন একটি আইডিয়া নিয়ে ওয়ালমেট তৈরি করেছি। টিস্যু,মোটা সুতা এবং রঙিন কাগজ দিয়ে আমি অসাধারণ সুন্দর ওয়ালমেট তৈরি করেছি আমার ঘরের জন্য।তাই চিন্তা করলাম আপনাদের মাঝে এই ওয়ালমেট তৈরি এটা শেয়ার করি।
তাহলে দেরি কেন? চলুন আমি কিভাবে এই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। তবে এখানে আমি মোটা সুতার ছবি তুলতে ভুলে গেছি।
ওয়ালমেট তৈরি করতে যা যা লেগেছে "
- পোলাপি টিস্যু ।
- সাদা টিস্যু ।
- ওয়ালমেট তৈরি করার জন্য শক্ত কাগজ।
- হলুদ মোটা সুতা।
- নীল রঙের কাগজ।
- কমলা রঙের কাগজ।
- আঠা।
- কাচি।
প্রথম ধাপ"
প্রথমে আমি শক্ত কাগজ চারকোনা করে কেটে নিলাম। এবার বেগুনি রঙিন কাগজ দিয়ে শক্ত কাগজ টি আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
ওয়ালমেট তৈরি করার জন্য শক্ত কাগজটি তৈরি হলে। এবার আমি হলুদ মোটা সুতা কেটে নিলাম।এখন হলুদ সুতা গুলো শক্ত কাগজের চারকোণে আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম।সুতা লাগানো হয়ে গেলে,কাঁচির সাহায্যে বাড়তি সুতা গুলো কেটে নিলাম।
বন্ধুরা, আপনারা চাইলে অন্য কালারের সুতা দিয়ে ওয়ালমেট তৈরি করতে পারেন। তবে আমার হলুদ কালার খুবই পছন্দ তাই হলুদ কালার আমি লাগিয়েছি।
তৃতীয় ধাপঃ
এবার আমি সাদা টিস্যু,গোলাপি টিস্যু দিয়ে ফুলের পাপড়ির মত কেটে নিলাম কেচির সাহায্যে। ফুলের পাপড়ি তৈরি হলে, ফুলের মধ্যে দেওয়ার জন্য গোলাপি এবং নীল কালারের রঙিন কাগজ কেটে নিলাম।এই ভাবে যতগুলো পাপড়ির দরকার আমি সবগুলো পাপড়ি কেটে নিলাম।
তৃতীয় ধাপঃ
টিসু দিয়ে ফুলের পাপড়ি তৈরি হলে, প্রথমে আমি ফুলের মধ্যে দেওয়ার জন্য কাগজের টুকরো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।এবার ফুলের পাপড়ি লাগানোর জন্য চারিপাশে আঠা লাগিয়ে নিলাম। আমি একে একে পাপড়ি গুলো আঠা মধ্যে দিয়ে লাগিয়ে নিলাম। ফুলের পাপড়ি গুলো লাগানো হলে, এবার আমি ফুলের ডালের জন্য দুটি হলুদ সুত কেটে নিলাম। এবার আমি আঠা দিয়ে সুতা লাগিয়ে নিলাম।
চতুর্থ ধাপঃ
ওয়ালমেট এর জন্য ফুল তৈরি হয়ে গেল,ফুল গাছের ডাল তৈরি হয়ে গেল। এবার বাকি রয়েছে কোন টি বলেন তো?
হুম বুঝতে পেরেছেন, প্রজাপতি।
ফুল গাছ থাকলে তো অবশ্যই প্রজাপতি আসবে। তাই আমার ওয়ালমেটে আমি একটি প্রজাপতি লাগাব কারণ আমি তো ফুলের ওয়ালমেট তৈরি করছি।তাহলে তো প্রজাপতি লাগাতেই হবে আর না হলে তো ওয়ালমাটের সৌন্দর্য বৃদ্ধি পাবে না।
নীল কাগজে, আমি প্রথমে কলম দিয়ে একটি প্রজাপতি একে নিলাম।এবার কেচির সাহায্যে প্রজাপতিটি খুব সাবধানে কেটে নিলাম।প্রজাপতি তৈরি হলে আমি ওয়ালমেটে আঠা দিয়ে প্রজাপতি লাগিয়ে নিলাম।
প্রজাপতি লাগানো সম্পন্ন হলে,আমার ওয়ালমেট টি তৈরি করা শেষ করলাম।
আমার তৈরি করা ওয়ালমেট টি যদি আপনাদের ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আমার ভালো কাজ করার উৎসাহ জাগায়।
আপনার ওয়ালমেট তৈরি অনেক সুন্দর ছিল। আপনার বানানোর দৃশ্য খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
আপু টিস্যু কে ও যে এত সুন্দর রূপ দেওয়া যায় তা আপনার কাছে না দেখলে বুঝতাম না। আমি অনেকদিন ধরে টিস্যু দিয়ে কিছু করবো ভাবছিলাম তবে কোনো কিছু মাথায় আসছিল না। আপনার ওয়ালমেট কি অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে গোলাপি টিস্যু দিয়ে তৈরি করা ফুল গুলো। আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আপনি সত্যিই একজন ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ।
আপু,আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।তারপরও আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা 💐💐💐
আসলেই আপু আপনার নতুন আইডিয়াটা জাস্ট অসাধারণ ছিল। খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল বোন 👌🥰❣️❣️❣️
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য💐💐
কোনো ফেলনা জিনিস এই জে ফেলনা না সেটা আপনার মত সৃজনশীল মানুষদের দেখলেই বুঝা যায়।সামান্য ফেলনা টিসু দিয়ে আপনি কত সুন্দর একটি ওয়ালম্যাট বানিয়েছেন।অসাধারণ ব্যাপার।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
টিসু এবং রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি দেখে ভালোই লাগলো। অনেক সুন্দর হয়ছে শুভকামনা রইল আপনার জন্য
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
অনেক সুন্দর পোস্ট শেয়ার করেছেন তো আপনি। ফুলের পাপড়ি গুলো দেখে মনে হচ্ছে গাছে থেকে মাটিতে পড়ে যাওয়া টাটকা ফুলের পাপড়ি। সুন্দর দক্ষতা প্রকাশ করা জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য
আপু আপনি খুব সুন্দর ভাবে টিস্যু এবং সুতা দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য
আপনি সুতা এবং রঙিন পেপার ও টিস্যু দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আর এইরকম ইউনিক বুদ্ধিমত্তার সাথে ওয়ালমেট তৈরি করেছেন। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
আপু আপনি অনেক দক্ষতার সাথে কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন, আমাদের মাঝে যা দেখে আমি এটা শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু রঙিন কাগজ সুতা এবং টিসু পেপার দিয়ে। দারুন ভাবে তৈরি করেছেন। প্রতিটা টা ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য