DIY এসো নিজে করি " রঙিন কাগজ,সুতা,টিস্যু পেপার দিয়ে অসাধারণ সুন্দর ওয়ালমেট "@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20211028_205357_mfnr.jpg

কাগজের তৈরি বলেন,টিস্যু দিয়ে তৈরি বলেন, যেকোনো তৈরি করা ফুল ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।আমি সুযোগ পেলে কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করি।যেগুলো আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। অনেকদিন ঝামেলায় ছিলাম প্রচুর চাপের মধ্যে ছিলাম তাই কোন কিছুই তৈরি করতে পারি নি। যেটি সহজ ছিলো আমার জন্য সেই পোস্টগুলো আমি করেছি। রেসিপি পোস্ট আমার জন্য খুবই সহজ ছিলো তাই আমি রেসিপি পোস্ট করেছি।

আজকে আমি একদম নতুন একটি আইডিয়া নিয়ে ওয়ালমেট তৈরি করেছি। টিস্যু,মোটা সুতা এবং রঙিন কাগজ দিয়ে আমি অসাধারণ সুন্দর ওয়ালমেট তৈরি করেছি আমার ঘরের জন্য।তাই চিন্তা করলাম আপনাদের মাঝে এই ওয়ালমেট তৈরি এটা শেয়ার করি।

তাহলে দেরি কেন? চলুন আমি কিভাবে এই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। তবে এখানে আমি মোটা সুতার ছবি তুলতে ভুলে গেছি।

IMG_20211028_003608_mfnr.jpg

ওয়ালমেট তৈরি করতে যা যা লেগেছে "

  • পোলাপি টিস্যু ।
  • সাদা টিস্যু ।
  • ওয়ালমেট তৈরি করার জন্য শক্ত কাগজ।
  • হলুদ মোটা সুতা।
  • নীল রঙের কাগজ।
  • কমলা রঙের কাগজ।
  • আঠা।
  • কাচি।

প্রথম ধাপ"

প্রথমে আমি শক্ত কাগজ চারকোনা করে কেটে নিলাম। এবার বেগুনি রঙিন কাগজ দিয়ে শক্ত কাগজ টি আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম।

IMG_20211028_003737_mfnr.jpg

IMG_20211028_003952_mfnr.jpg

IMG_20211028_004546_mfnr.jpg

দ্বিতীয় ধাপঃ

ওয়ালমেট তৈরি করার জন্য শক্ত কাগজটি তৈরি হলে। এবার আমি হলুদ মোটা সুতা কেটে নিলাম।এখন হলুদ সুতা গুলো শক্ত কাগজের চারকোণে আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম।সুতা লাগানো হয়ে গেলে,কাঁচির সাহায্যে বাড়তি সুতা গুলো কেটে নিলাম।

বন্ধুরা, আপনারা চাইলে অন্য কালারের সুতা দিয়ে ওয়ালমেট তৈরি করতে পারেন। তবে আমার হলুদ কালার খুবই পছন্দ তাই হলুদ কালার আমি লাগিয়েছি।

IMG_20211028_004959_mfnr.jpg

IMG_20211028_005036_mfnr.jpg

IMG_20211028_005510_mfnr.jpg

তৃতীয় ধাপঃ

এবার আমি সাদা টিস্যু,গোলাপি টিস্যু দিয়ে ফুলের পাপড়ির মত কেটে নিলাম কেচির সাহায্যে। ফুলের পাপড়ি তৈরি হলে, ফুলের মধ্যে দেওয়ার জন্য গোলাপি এবং নীল কালারের রঙিন কাগজ কেটে নিলাম।এই ভাবে যতগুলো পাপড়ির দরকার আমি সবগুলো পাপড়ি কেটে নিলাম।

IMG_20211028_005635_mfnr.jpg

IMG_20211028_010658_mfnr.jpg

IMG_20211028_012212_mfnr.jpg

তৃতীয় ধাপঃ

টিসু দিয়ে ফুলের পাপড়ি তৈরি হলে, প্রথমে আমি ফুলের মধ্যে দেওয়ার জন্য কাগজের টুকরো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।এবার ফুলের পাপড়ি লাগানোর জন্য চারিপাশে আঠা লাগিয়ে নিলাম। আমি একে একে পাপড়ি গুলো আঠা মধ্যে দিয়ে লাগিয়ে নিলাম। ফুলের পাপড়ি গুলো লাগানো হলে, এবার আমি ফুলের ডালের জন্য দুটি হলুদ সুত কেটে নিলাম। এবার আমি আঠা দিয়ে সুতা লাগিয়ে নিলাম।

IMG_20211028_012252_mfnr.jpg

IMG_20211028_013701_mfnr.jpg

IMG_20211028_013732_mfnr.jpg

চতুর্থ ধাপঃ

ওয়ালমেট এর জন্য ফুল তৈরি হয়ে গেল,ফুল গাছের ডাল তৈরি হয়ে গেল। এবার বাকি রয়েছে কোন টি বলেন তো?

হুম বুঝতে পেরেছেন, প্রজাপতি।
ফুল গাছ থাকলে তো অবশ্যই প্রজাপতি আসবে। তাই আমার ওয়ালমেটে আমি একটি প্রজাপতি লাগাব কারণ আমি তো ফুলের ওয়ালমেট তৈরি করছি।তাহলে তো প্রজাপতি লাগাতেই হবে আর না হলে তো ওয়ালমাটের সৌন্দর্য বৃদ্ধি পাবে না।

নীল কাগজে, আমি প্রথমে কলম দিয়ে একটি প্রজাপতি একে নিলাম।এবার কেচির সাহায্যে প্রজাপতিটি খুব সাবধানে কেটে নিলাম।প্রজাপতি তৈরি হলে আমি ওয়ালমেটে আঠা দিয়ে প্রজাপতি লাগিয়ে নিলাম।

IMG_20211028_014019_mfnr.jpg

IMG_20211028_014044_mfnr.jpg

IMG_20211028_014644_mfnr.jpg

প্রজাপতি লাগানো সম্পন্ন হলে,আমার ওয়ালমেট টি তৈরি করা শেষ করলাম।

2021-10-29-00-11-04-612.jpg

IMG_20211028_205357_mfnr.jpg

আমার তৈরি করা ওয়ালমেট টি যদি আপনাদের ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আমার ভালো কাজ করার উৎসাহ জাগায়।

ধন্যবাদ।

@rita135

Sort:  
 3 years ago 

আপনার ওয়ালমেট তৈরি অনেক সুন্দর ছিল। আপনার বানানোর দৃশ্য খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু টিস্যু কে ও যে এত সুন্দর রূপ দেওয়া যায় তা আপনার কাছে না দেখলে বুঝতাম না। আমি অনেকদিন ধরে টিস্যু দিয়ে কিছু করবো ভাবছিলাম তবে কোনো কিছু মাথায় আসছিল না। আপনার ওয়ালমেট কি অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে গোলাপি টিস্যু দিয়ে তৈরি করা ফুল গুলো। আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আপনি সত্যিই একজন ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ।

 3 years ago 

আপু,আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।তারপরও আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা 💐💐💐

 3 years ago 

আসলেই আপু আপনার নতুন আইডিয়াটা জাস্ট অসাধারণ ছিল। খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল বোন 👌🥰❣️❣️❣️

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য💐💐

 3 years ago 

কোনো ফেলনা জিনিস এই জে ফেলনা না সেটা আপনার মত সৃজনশীল মানুষদের দেখলেই বুঝা যায়।সামান্য ফেলনা টিসু দিয়ে আপনি কত সুন্দর একটি ওয়ালম্যাট বানিয়েছেন।অসাধারণ ব্যাপার।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

টিসু এবং রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি দেখে ভালোই লাগলো। অনেক সুন্দর হয়ছে শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অনেক সুন্দর পোস্ট শেয়ার করেছেন তো আপনি। ফুলের পাপড়ি গুলো দেখে মনে হচ্ছে গাছে থেকে মাটিতে পড়ে যাওয়া টাটকা ফুলের পাপড়ি। সুন্দর দক্ষতা প্রকাশ করা জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে টিস্যু এবং সুতা দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনি সুতা এবং রঙিন পেপার ও টিস্যু দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আর এইরকম ইউনিক বুদ্ধিমত্তার সাথে ওয়ালমেট তৈরি করেছেন। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু আপনি অনেক দক্ষতার সাথে কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন, আমাদের মাঝে যা দেখে আমি এটা শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু রঙিন কাগজ সুতা এবং টিসু পেপার দিয়ে। দারুন ভাবে তৈরি করেছেন। প্রতিটা টা ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 89395.14
ETH 3102.08
USDT 1.00
SBD 2.79