ডিম দিয়ে তৈরি করা ইউনি,সহজ এবং সুস্বাদু রেসিপি
আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
চলে এসেছি,আবারো আপনাদের মাঝে অনেকদিন পর মজার একটি রেসিপি নিয়ে।আমার আজকের রেসিপি ডিমের ইউনিক এবং সুস্বাদু রেসিপি।
ডিম পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ডিম আমাদের নিত্যদিনের সঙ্গী। ডিমে রয়েছে অনেক পুষ্টিগুণ আর ডিম খুব সহজে রান্না করা যায় তাই সবার পছন্দের ।এখন কর্মব্যস্ত মানুষের সংখ্যা বেশি তাছাড়া ব্যাচলার জীবন যাদের তারা কিন্তু ডিম রেসিপি টা খুব পছন্দ করে।যারা ব্যাচলার আছে তারা কিন্তু আমার এই কথা সাথে একমত পোষণ করবে হিহিহি তাইনা? ডিম দিয়ে খুব সহজে রেসিপি তৈরি করা যায় সেজন্য আমরা সবাই খুবই পছন্দ করি ডিমের রেসিপি তাই না?ডিম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় যা খুবই সুস্বাদু হয় খেতে।
যাইহোক আজকে আমি ডিম দিয়ে একটি ইউনিক এবং সুস্বাদু রেসিপি তৈরি করেছি। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। আশা করি আমার তৈরি করা রেসিপিটি আপনাদের ভালো লাগবে?
তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে কিভাবে আমি ডিম দিয়ে ইউনিক এবং এত সুস্বাদু রেসিপি তৈরি করেছি তা।আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।
ডিম দিয়ে ইউনিক এবং সুস্বাদু রেসিপি তৈরির উপকরণ | সমূহ |
---|---|
ডিম | ৩ টি। |
টমেটো | ৩ টি। |
পেঁয়াজ | ৩ টি। |
কাঁচা মরিচ | ৬-৭ টি। |
লাল মরিচ গুঁড়া | ১/২ চামচ। |
হলুদ গুঁড়া | ১ চামচ। |
জিরা ধনিয়া গুঁড়া | ১ চামচ। |
লবণ | স্বাদ মত। |
সয়াবিন তেল | ৪ চামচ। |
প্রস্তুত প্রণালী :
প্রথম ধাপে ৩ টি ডিম একটি বাটিতে ভেঙ্গে নিব।ডিম গুলো ভাঙ্গা হলে, এবার আমি অল্প অল্প করে হলুদ গুঁড়া,জিরা,ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব এভাবে।
ডিম ফেটানো হয়ে গেলে, এবার আমি চুলায় একটি প্যানে চার চামচ সয়াবিন তেল দিব।তেল গরম হলে,ফেটিয়ে রাখা ডিম আমি প্যানে ঢেলে দিব।প্যানে ডিম ঢালা হলে,এখন আমি চুলার মাঝারি আঁচে হালকা ভেজে নিব।ডিম হালকা ভাজা হলে, প্যান থেকে ডিম তুলে নিব।এখন আমি ভাজা ডিম ছুরির সাহায্যে পিস করে নিব।
ডিম ছুরি সাহায্যে কটা হয়ে গেলে,এবার আমি চুলাই একটি হাড়িতে ডিম ভাজার অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেল দিব। তেল গরম হলে, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচের টুকরোগুলো হাড়িতে দিয়ে মাঝারি আঁচে ভেজে নিব।
পেঁয়াজ কুচি গুলো হালকা বাদামি রং হয়ে এলে, এবার আমি টমেটোর টুকরো গুলো হাড়িতে পেঁয়াজের সাথে দিয়ে চুলার মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিব। টমেটো টুকরোগুলো নরম হওয়া পর্যন্ত, টমেটোর গুলো নরম হলে, এবার আমি একে একে সব মসলার গুঁড়া দিয়ে দিব। লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা,ধনিয়া গুঁড়া এবং স্বাদ লবণ। সব মসলা দেওয়া হলে,সব মসলা কিছুক্ষণ ভেজে নিয়ে, এবার আমি পরিমাণ মত পানি দিয়ে কিছুক্ষণ সব মসলা কষষিয়ে নিব।
সব উপকরণ কষানো হয়ে গেলে,এবার আমি টুকরো করে রাখা ডিম একে একে হাড়িতে দিয়ে দিব।ডিমের টুকরো গুলো হাড়িতে দেওয়া হলে, এবার আমি চুলার মাঝারি আঁচে ১৫ মিনিট ডিমের সুস্বাদু রেসিপি রান্না করব।ডিমের সুস্বাদু রেসিপিটি ঝোল শুকিয়ে মাখা মাখা হলে, চুলা বন্ধ করে দিব।
তৈরি হয়ে গেল, খুবই সুস্বাদু ডিমের ইউনিট একটি রেসিপি।এই রেসিপি গরম ভাত অথবা রুটির সাথে খেতে বেশ দারুন লাগে।
বন্ধুরা, আমার তৈরি করা ডিমের ইউনিক এবং সুস্বাদু রেসিপি এটি আপনাদের কেমন লেগেছে?যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা পেলে ভালো কাজ করার উৎস পাই।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ডিম দিয়ে প্রস্তুত করা সম্পূর্ণ নতুন এবং ইউনিটি রেসিপি আজ আপনার মাধ্যমে দেখতে পেলাম।।
রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুবই মজা হবে।।
ভাইয়া,এভাবে ডিমের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন।আপনারও খুবই ভালো লাগবে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ! ডিমের রেসিপিটা অসাধারণ ছিল এভাবেই ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। তবে কখনো রান্না করে খাওয়া হয়নি। এইভাবে একদিন স্টুডেন্ট লাইফে একবার রান্না করেছিলাম ডিম কে প্রথমে ভেজে নিয়েছিলাম এরপরে ডালের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ ছিল ওই সময়ের ডিম রান্না। আজকে আবার আপনি বেশ মজার করে ইউনিক একটি রেসিপি তৈরি করলেন ডিমের অসাধারণ লেগেছে আমার কাছে।
ঠিক বলেছেন আপু,এই রেসিপি টা সত্যি অনেক সুস্বাদু। ধন্যবাদ আপু,এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপিটা দেখে জিভে জল চলে এসেছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু,আমার তৈরি করা রেসিপি টি আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপু🥰🥰🥰
ঠিকই বলেছেন আপু ডিম পছন্দ করে না এমন মানুষ আসলে কমই আছে। আমারও ডিম অনেক পছন্দ। ডিমের অনেক পুষ্টিগুনও রয়েছে। আর এরকম করে ডিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমিও মাঝে মাঝে এরকম রান্না করে থাকি।আর ব্যাচেলর মানুষের জন্য পারফেক্ট রেসিপি এটি। দারুন লাগলো আপু।
জ্বী আপু, ব্যাচেলার মানুষের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটি রেসিপি খুব সহজ এবং সুস্বাদু।ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।
খুবই সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন ৷ ডিম টমেটোর এমন মজাদার একটি রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ এই রেসিপি দেখতে বেশ লোভনীয় হয়েছে ৷ মনে হয় খেতেও খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। ধন্যবাদ,ভাইয়া
আপু আপনার ডিমের ইউনিক রেসিপিটি আমার কাছে বেশ ভালো লাগলো । এভাবে রান্না করলে খেতে মনে হয় বেশ ভালই লাগবে । আর টমেটো দেওয়াতে যে কোন জিনিসের টেস্ট আমার কাছে অনেক বেশি লাগে । আপনি খুবই সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে । ধন্যবাদ আপনাকে।
জি আপু,এই ভাবে ডিমের রেসিপি রান্না করলে সত্যি অনেক সুস্বাদু হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য 🥰🥰
অনেকদিন পরে আবারো কাজে ফিরে এসেছেন দেখে ভালো লাগলো আপু। আসলে ডিম খুবই পুষ্টিকর এবং সকলের পছন্দের একটি খাবার। ব্যাচেলরদের জন্য আরও বেশি পছন্দের। তাছাড়া আপনি টমেটো দিয়ে ডিমের ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে ডিম রান্না করে খেতে বেশ ভালো লাগে। টমেটোগুলো কি ডিপ থেকে বের করেছেন নাকি আপু। তেমনই লাগছে। যাই হোক রেসিপিটি লোভনীয় লাগছে দেখতে।
জি আপু, চেষ্টা করছি একটিভ হওয়ার জন্য পারিবারিক সমস্যার কারণে পারছি না।দোয়া করবেন একটিভ হয়ে আপনাদের পাশে থাকতে পারি।ঠিক বলেছেন যেকোনো রেসিপিতে টমেটো দিলে স্বাদ অন্যরকম হয়।ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য 🥰🥰🥰
ডিম দিয়ে তৈরি করা এই ধরনের রেসিপি এর আগে আমি কোনদিন দেখেছিলাম না। ডিমের তৈরি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।
ভাইয়া,এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনারাও এই রেসিপিটি ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঠিক বলেছেন আপু ডিম আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী। ডিমের তৈরি যেকোনো রেসিপি আমার কাছেও খেতে অনেক ভালো লাগে। মজাদার ইউনিক ডিমের রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে
জ্বী আপু, এই রেসিপিটি সত্যিই অনেক সুস্বাদু হয়েছে।এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনারও ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।