জল রং দিয়ে অসাধারণ সুন্দর তুষারপাতের দৃশ্য "@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।

চলে এসেছি, নতুন একটি জল রঙের ড্রয়িং নিয়ে স্বপ্নের তুষারপাতের দেশের দৃশ্য ড্রয়িং ।

IMG_20211031_232501_mfnr.jpg

অনেকদিন ধরে চাইছিলাম এই ড্রয়িং টি করার জন্য। কিন্তু কাজের ব্যস্ততার কারণেই ড্রয়িং টি করা হয়ে উঠছিল না।তাই আজকে সুযোগ পেলাম এ ড্রয়িং টি করে নিলাম।
আমি সব সময় কল্পনা করি,এমন একটি দেশে যেতে যেখানে তুষারপাত হয় যা দেখলে মনে ভরে যাবে। ওইখানের পরিবেশ টা ছবির মতো সুন্দর।তাইতো মন চায় বার বার সেই তুষারপাতের দেশে যেতে। টিভিতে বিভিন্ন ফটোগ্রাফিতে যখন তুষারপাতের কোন ছবি দেখি।তখন আপনাদের বলে বুঝাতে পারব না এত ভালো লাগে।

মন চাই এখনই ছুটে চলে যায় ওই তুষারপাতের দেশে। তুষারপাত যেদেশে অথবা যে অঞ্চলে পরে না কেন।সেই অঞ্চলের রাতের আকাশটা খুবই সুন্দর থাকে।রাতে ঘরের আলো তুষার পাতের উপর যখন পড়ে দেখতে খুবই ভালো লাগে।স্বপ্নের সেই ছবিটা আজকে রং তুলি দিয়ে ফুটিয়ে তুললাম। জানিনা আপনাদের কেমন লাগবে?
আমার এই ড্রয়িং আমার স্বপ্নের তুষারপাতের দেশের দৃশ্য ড্রয়িং।

IMG_20211031_224626_mfnr.jpg

তুষারপাতে দৃশ্য টি অঙ্কন করতে যা যা লিখেছে"

  • সাদা কাগজ।

  • পেন্সিল।

  • স্কেল।

  • সাদা জল রং।

  • নীল জল রং।

  • কমলা জল রং।

  • হলুদ জল রং।

  • খয়রি জল রং।

  • কালো জল রং।

* প্রথম ধাপ"

প্রথমে আমি সাদা কাগজের একপাশে পেন্সিল এবং স্কেলের সাহায্যে একটি ঘর এঁকে নিলাম।

Screenshot_20211101-004347_Picsart.jpg

* দ্বিতীয় ধাপঃ

এবার আমি সবুজ জল রং এবং নীল জল রং পানি দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। রং একসাথে মেশানো হলে ব্রাশের সাহায্যে অর্ধেক সাদা কাগজ রং করে নিলাম। তবে আমি ঘরটি এখন রং করব না।নীল এবং সবুজ রং সাদা কাগজের অর্ধেক করা হলে এবার কালো রং দিয়ে 4-5 টি গাছ এঁকে নিলাম।

IMG_20211031_225527_mfnr.jpg

IMG_20211031_225838_mfnr.jpg

IMG_20211031_230245_mfnr.jpg

* তৃতীয় ধাপঃ

এবার আমি সাদা এবং কালো রং মিশিয়ে ঘরের উপরে জলরং করে নিলাম। ঘরের উপরের জলরং করা হলে,খয়রি জলরং দিয়ে ঘরের চারপাশ রং করে নিলাম এবং দরজা-জানালা হলুদ জলরং করে নিলাম। হলুদ রং জানালা এবং দরজায় করেছি যেন বোঝা যায় ঘরের আলো বাইরে আসছে।

IMG_20211031_230343_mfnr.jpg

IMG_20211031_230636_mfnr.jpg

IMG_20211031_231020_mfnr.jpg

* চতুর্থ ধাপঃ

এবার কালো এবং সাদা জলরং এক সঙ্গে মিশিয়ে ঘরের নিচে এবং চারিপাশ রং করে নিলাম। দেখতে যেন লাগে বরফ মাটিতে পড়ে আছে।ঘরের নিচের মাটির রং করা হলে,এবার হলুদ রং দিয়ে ঘরের আলো পড়ে আছে বরফের উপর এভাবে এঁকে নিলাম ।
এবার সাদা জলরং দিয়ে ঘরের চালের উপরে বরফের মতো এঁকে নিলাম।

IMG_20211031_231117_mfnr.jpg

IMG_20211031_231427_mfnr.jpg

IMG_20211031_231543_mfnr.jpg

* পঞ্চম ধাপঃ

এবার সাদা জলরং করা নিচের দিকে আমি সবুজ রং করে নিলাম।দেখতে যেন মনে হয় ঘাসের মত সবুজ । এবার আমি সাদা রং পুরো ড্রয়িং এর উপর ছিটিয়ে দিলাম যেন দেখতে মনে হয় তুষারপাত হচ্ছে।

IMG_20211031_231812_mfnr.jpg

IMG_20211031_232033_mfnr.jpg

IMG_20211031_232501_mfnr.jpg

IMG_20211031_232829_mfnr.jpg

জানিনা আমার এই তুষারপাতের দৃশ্য আপনাদের কেমন লেগেছে?
আমি চেয়েছি আমার সবটুকু দিয়ে ড্রয়িং টি সুন্দর করে ফুটিয়ে তুলতে। তুষারপাতের দৃশ্য ড্রয়িং টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

জল রং দিয়ে অসাধারণ একটি তুষারপাতের দৃশ্য অংকন করেছেন। কি দারুন আর্ট করেন আপনি আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। খুবই দারুন ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

জল রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্য অসাধারণ হয়েছে আপনি খুব সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইল ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আল্লাহ যেন আপনার মেনে ইচ্ছা পূরন করেন। দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক আবেগ দিয়ে চিত্রটি অংকন করেছেন। আপনার অংকিত তুষারপাতের দৃশ্যটি অসাধারণ হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

জল রং দিয়ে তুষারপাতের দৃশ্য অঙ্কন আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে জল রং দিয়ে সুন্দর চিত্রটি অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ওয়াও জল রং দিয়ে খুব দক্ষতার সাথে তুষারপাতের দৃশ্য অংকন করছেন। আপনার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রসংশা পাওয়ার মতো একটি দৃশ পেইন্টিং করছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago (edited)

জল রঙ দিয়ে আপনি অসাধারন তুষার পরার দৃশ্য অংকন করেছেন আপু।দেখতে বেশি সুন্দর লাগছে আর এটা করতে আসলেই অনেক পরিশ্রম প্রয়োজন আপনার জন্য শুভ কামনা আপু এগিয়ে যান আরো।

ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

জল রং দিয়ে ছবি আঁকার যেন হুড়োহুড়ি লেগে গেছে। আর সবার ছবিগুলোই যেন একেকটা আরেকটা কে ছাড়িয়ে যাচ্ছে। আপনারটাও ব্যতিক্রম হয়নি খুবই সুন্দর হয়েছে। ❤️

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

জলরঙের পেইন্টিং আমি নিজেও করতে খুব পছন্দ করি। জল রং দিয়ে করা তুষারপাতে পেইন্টিংটি অসম্ভব সুন্দর হয়েছে আপু। এই সুন্দর সুন্দর কাজগুলো এভাবে আমাদের মাঝে শেয়ার করে এগিয়ে যান। অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু,আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো কাজ করতে পারব।ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনারা এই পেন্টিং, শুনেছি ইউরোপীয় দেশগুলোতে নাকি এভাবে সবসময় তুষারপাত হয়ে থাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

আপু এজন্য মনে হচ্ছে সত্যি কারের একটি বাড়ির সামনে তুষার পরতেছে। অনেক সুন্দর হয়েছে আপু আপনার জল রং দিয়ে অঙ্কন করা। অনেক সুন্দর ধাপে ধাপে সাজিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55128.91
ETH 2303.77
USDT 1.00
SBD 2.31