লেভেল-২ হতে আমার অর্জন||by @ripon999||15 এপ্রিল ২০২২ ||১০% ও ৫% বেনিফিসিয়ারিস

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম সকলকে

আমি @ripon99 বাংলাদেশ থেকে

আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি লেভেল-২ এর লিখিত পরিক্ষা দিতে যাচ্ছি।যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

IMG20220415120456.jpg



লেভেল-২ এর লিখিত পরিক্ষা/প্রশ্নের উত্তর




  • Posting key-এর কাজ কি?

  • উত্তর:
    👉 পোস্ট ও কমেন্ট করা ।
    👉 পোস্ট ও কমেন্ট এডিট করা।
    👉 আপভোট ও ডাউনভোট দেয়া।
    👉 কোনো পোস্ট রিস্টিম করা।
    👉 কাউকে ফলো আনফলো করা।
    👉 কোনো অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা



  • প্রশ্ন: Active Key -এর কাজ কি?
  • ঊত্তর:
    👉 ট্রান্সফারের কাজ।
    👉 পাওয়ার অপ পাওয়ার ডাউন।
    👉 SBD Steem কনভার্স্ন।
    👉উইটনেসড ভোট দেওয়া।
    👉 কোন এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় অর্ডার দেওয়া।
    👉 প্রোফাইলের কিছু পরিবর্ত।
    👉 নতুন ব্যবহারকারী তৈরি করা।


  • প্রশ্ন: Owner key -এর কাজ কি?

  • উত্তর:
    👉 উনার, অ্যাক্টিভ ও পোস্টিং কি রিসেট করা।
    👉 একাউন্ট রিকভার করা।
    👉 ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা



  • প্রশ্ন: Memo Key -এর কাজ কি?

  • উত্তর:
    👉 এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
    👉 কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।



  • প্রশ্ন: Master Password -এর কাজ কি?

  • উত্তর: মাস্টার পাসওয়ার্ড আপনার একাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী।উপরের সব গুলো কী তৈরী হয়েছে মাস্টার পাসোয়ার্ড এর ভিত্তিতে। যেটি আমরা একাউন্ট খোলার সময় পেয়ে থাকি।উপরের সবগুলো কী এর দ্বারা কার্যক্রম করা সম্ভব।একাউন্ট রিকভার করতে মাস্টার পাসওয়ার্ড এর প্রয়োজন হয়।



  • প্রশ্ন: Master Password - নিরাপদে সংরক্ষন করার জন্য আপনার প্লান কি?

  • উত্তর:মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষন করার জন্য আমি একটি ডায়েরিতে স্নিখে রেখেছি।তাছাড়া আমি আমার ল্যাপ্টপের একটি ফোল্ডারে রেখে দিয়েছি এবং আমার পেনড্রাইফের মধ্যে রেখে দিয়েছি।



  • প্রশ্ন: পাওয়ার আপ কেন জরুরী?

  • উত্তর:পাওয়ার আপ বলতে স্টিমকে পাওয়ার আপ করে স্টিম পাওয়ারে কনভার্ট করা।স্টিম পাওয়ার দিয়ে অন্যকে ভোট দিয়ে আপনি লাভবান হতে পারবেন।নিজেই ভোটিং সাপোর্ট দিতে পারবেন এবং কিউরেশন রিওয়ার্ড অর্জনের সক্ষমতা তৈরী হবে।পাওয়ার আপ করলে আপনার আপনার স্টিমগুলো সুরক্ষিত হবে।



  • প্রশ্ন:পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

  • উত্তর:এক্টিভ কী দিয়ে ওয়ালেটে ঢুকে লিকুইড স্টিমের ডান পাশে ক্লিক করলেই কিছু অপশন আসবে।তারমধ্যে যেখানে পাওয়ার আপ লেখা রয়েছে সেখানে ক্লিক করে আপনি যতটুকু স্টিম পাওয়ার আপ করতে চান সেটা লিখে কন্টিনিউ ক্লিক করে আপনার এক্টিভ কী দিলেই পাওয়ার আপ হয়ে যাবে।



  • প্রশ্ন:সেভিংস এ থাকা Steem অথবা SBD উইডথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

  • উত্তর: ৩ দিন



  • প্রশ্ন:মেমো ফিল্ড এর কাজ কি?

  • উত্তর:কোন Steem বা SBD পাঠানোর সময় মেমো ফিল্ড নামে একটি অপশন থাকে।যেখানে আপনি কোন কিছু লিখতে পারবেন।



  • প্রশ্ন: ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি একাউন্টে ফিরে আসে?

  • উত্তর:৫ দিন



  • প্রশ্ন: ধরুন,আপনি প্রজেক্ট @Heroism -এ ২০০ এসপি ডেলিগেশন করেছেন।কিছুদিন পর আরো ১০০ এস.পি ডেলিগেশন করতে চান।এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

  • উত্তর: ৩০০ এস.পি।



ইতি @ripon999



ধন্যনাদ সকলকে

Sort:  
 2 years ago 

লেভেল টু এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। যেটা আমাদের মাঝে তুলে ধরলেন ।যেটা অনেকের জন্য খুবই ভালো হবে তারাও জানতে পারবে। সুন্দর উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি লেভেল 2 এর লিখিত পরীক্ষায় খুব ভালোভাবেই আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি ভালো কিছু শিখতে পেরেছি এবং জানতেও পেরেছেন। অনেক শুভকামনা আপনার পরবর্তী লেবেলের জন্য

 2 years ago 

লেভেল 2 এরপর যখন আপনি খুব ভালোভাবে আয়ত্ত নিয়েছেন দেখছি। এই লেভেলের ক্লাস গুলো আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই লেভেল 2 থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তী ক্লাস গুলো ঠিকভাবে করুন এবং পরীক্ষাগুলো ঠিক ভাবে দেন এটাই কামনা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল টু হতে আপনি অনেক অর্জন করছেন দেখে খুবই ভালো লাগলো।প্রতিটা প্রশ্ন খুবই ভালো করে বুঝছেন আগামী দিনের জন্য শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58402.42
ETH 2727.59
USDT 1.00
SBD 2.34