লেভেল-২ হতে আমার অর্জন||by @ripon999||15 January 2022 || ১০% বেনিফিসিয়ারিস লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম সকলকে,


আমি @ripon999 বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি।


আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি @abb-school এর লেভেল-২ ক্লসে শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে যা যা শিখেছি তা লিখিত পরিক্ষার মাধ্যমে তুলে ধরছি।

IMG20220115192038.jpg



লেভেল-২ থেকে আমি যা যা শিখেছি


👉 কী নিরাপত্তা( key security)
👉 ডেলিগেশন ( Delegation)
👉 পাওয়া-আপ(Power Up)
👉 ওয়ালেট নিয়ন্ত্রন ( Controlling of wallet)



কী নিরাপত্তা :আপনার একাউন্ট যদি আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে কী নিরাপত্তার গুরুত্ব অপরিসীম।আপনি যদি দীর্ঘ মেয়াদি ভাবে এই প্লাটফর্মে কাজ করতে চান তাহলে আপনাকে কী- গুলো সুরক্ষিত রাখতে হবে এবং কী- গুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে।ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আপনি যদি অন্য কাউকে এই কী- গুলো দেন বা কেউ যদি আপনার কী- গুলো যে কোন উপায়ে জানতে পারে তাহলে আপনি আপনার দীর্ঘ দিনের পরিশ্রমের একাউন্টটি হারাতে পারেন নিমিশেই।আপনি আপনার কী- গুলো সুরক্ষিত রাখার জন্য কয়েকটি পন্থা অবলম্বন করতে পারেন।সেগুলো হল:

👉 আপনি কোন ডায়রিতে সুন্দরভাবে লিখে সংরক্ষন করতে পেরেন।
👉 কী-নিরাপত্তার যে পি.ডি.এফ ফাইলটি রয়েছে সেটি আপনি গুগল ড্রাইভেও সংরক্ষন করতে পারেন।



ডেলিগেশন : ডেলিগেশন বলতে আপনার একাউন্টে যে পরিমান স্টিম পাওয়ার রয়েছে সেগুলো সমসাময়িক সময়ের জন্য অন্য একজনকে প্রতিনিধিত্ব করার জন্য ধার দিলেন যেন সে সেটির যথাযথ ব্যবহার করতে পারে।আমরা যারা ছোট ইউজার রয়েছি আমরা চাইলেই কিন্তু একজনকে বড় ধরনের ভোট দিতে পারব না কিন্তু আমরা যদি আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়ার গুলো একত্রিত করে একজনকে ডেলিগেড করি তাহলে তার ভোটিং মানটা বৃদ্ধি পাবে।এক্ষেত্রে আপনি যাকে ডেলিগেশন করবেন সে আপভোট এবং ডাউনভোট দিতেও সক্ষম হবে।তবে আপনি যদি চান,যে স্টিম পাওয়ার গুলো ডেলিগেশন করেছেন সেগুলো বাতিল করবেন সেক্ষেত্রে আপনি যে কোন সময় বাতিলও করতে পারবেন।তবে সেগুলো স্টিম পাওয়ার হতে আপনাকে পাঁচ (৫) দিন অপেক্ষা করতে হবে।



পাওয়ার-আপ: পাওয়ার আপ মানে শক্তি বৃদ্ধি করা।আপনার একাউন্টে যে পরিমান স্টিম রয়েছে সেগুলো পাওয়ারে কনভার্ট করাকেই মূলত পাওয়ার আপ বলে।আপনি যদি বেশি কিউরেশন রিওয়ার্ড পেতে চান তাহলে পাওয়ার আপের বিকল্প কিছু নেই।আপনার একাউন্টে যদি বেশি পরিমান স্টিম পাওয়ার আপ করা থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন এবং সেখান থেকে কিছুটা লাভবানও হতে পারবেন।আপনি যদি কখনো মনে করেন বিশেষ কোন কারনে পাওয়ার ডাউন দিবেন তাহলে সেটা করতে পারবেন।সেক্ষেত্রে চার ধাপে সেগুলো লিকুইড স্টিম হিসেবে আপনার একাউন্টে যোগ হবে।



ওয়ালেট নিয়ন্ত্রন :স্টিমিটের ওয়েলেটকে আমরা নিজের মানিব্যাগের সাথে তুলনা করতে পারি।কেননা আপনার মানিব্যাগে যেমন টাকা পয়সা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস থাকে ঠিক তেমনি স্টিমিট ওয়ালেটেও স্টিম,স্টিম পাওয়ার,SBD,স্টিম ডলার,সেভিংস,TRX সহ আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে।আপনার ওয়ালেট নিয়ন্ত্রন সম্পূন্ন আপনার উপর নির্ভর করবে। আপনি এটাকে আপনার নিজের মত করে ব্যবহার করতে পারবেন।তবে এটা ব্যবহারের জন্য আপনাকে ওয়ালেট সম্পর্কে বিশেষ জ্ঞান রাখতে হবে।



লেভেল-২ এর প্রশ্নের উত্তর





🔸প্রশ্ন: posting key -এর কাজ কি?

🔹উত্তর :পোস্টিং কী দিয়ে আপনি মূলত সোশ্যাল একটিভিটির কাজ করতে পারবেন।কোন ব্যক্তি যদি আপনার এই কী পেয়ে থাকে তাহলে শুধু মাত্র ভোট ও কমেন্ট করতে পারবে কিন্তু ওয়ালেট সংক্রআন্ত কাজ গুলো করতে পারবে না।পোস্টিং কী এর কাজ গুলো হল:

👉 পোস্ট ও কমেন্ট করা।
👉 পোস্ট ও কমেন্ট এডিট করা।
👉 ফলো ও আনফলো করা।
👉 কোন পোস্ট রি-স্টিম করা।
👉 আপভোট ও ডাউনভোট দেওয়া ইত্যাদি।



🔸প্রশ্ন : Active Key -এর কাজ কী?

🔹উত্তর : আপনি যদি আপনার একাউন্ট থেকে আর্থিক কোন লেনদেন করতে চান তাহলে আপনার আ্যক্টিভ কী এর প্রয়োজন হবে।তাই এই কী এর গুরুত্ব অপরিসীম।কেননা এই কী যদি দ্বিতীয় কোন ব্যক্তির হাতে যায় তাহলে নিমিশেই আলনার একাউন্ট ফাকা করে দিতে পারবে।এর কাজ গুলো হল:

👉 ট্রান্সফারের যত কাজ রয়েছে এই কী দিয়ে করা হয়।
👉 পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
👉 প্রফাইলের কিছু তথ্য পরিবর্তন।
👉 কাউকে SBD ও Steem পাঠাতে।
👉 Steem কেনা বেচার কাজে।
👉 উইটনেস ভোট দিতে।



🔸প্রশ্ন: Owner Key -এর কাজ কী?

🔹উত্তর : ওনার কী হল আপনি মালিকানা কী অর্থাৎ এই কী যার কাছে থাকবে সেই হবে ঐ একাউন্টের মালিক।কাজেই এই কী কোন ক্ষেত্রেই হারানো যাবে না।এই কী আপনি যত যত্ন সহকারে রাখবেন ততই আপনার জন্য ভাল।এই কী এর কাজ হল:

👉 উনার,এক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারবেন
👉 একাউন্ট রিকভার করতে পারবেন।
👉ভোটিং অধিকারপ্রত্যাখ্যান করতে পারবেন।



🔸প্রশ্ন : Memo key -এর কাজ কী?

🔹উত্তর :
👉 এনক্রিপ্ট করা মেসেজ পাঠা এবং
👉 এনক্রিপ্ট করা মেসেজ দেখা।



🔸প্রশ্ন : Master Passward -এর কাজ কি?

🔹উত্তর: আপনি যদি উপরের সবগুলো কী এর কার্যক্রম করতে চান তাহলে আপনার মাস্টার পাসওয়ার্ড এর প্রয়োজন হবে।কাজেই বোঝা যাচ্ছে এর গুরুত্ব কতখানি।এই পাসওয়ার্ডটি আপনি মূলত যখন স্টিমিট একাউন্ট খুলবেন তখনই পেয়ে যাবেন।তাই এটি ভূলবসত অন্য কাউকে দিবেন না।অতি যত্ন সহকারে এটি আপনি সংরক্ষণ করে রাখবেন।



🔸প্রশ্ন:Master Passward- নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

🔹উত্তর: মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণের জন্য এটিকে শ্রদ্ধেয় শিক্ষকদের কথায় আমি আমার একটি ডায়রিতে লিখে রেখেছি।তাছাড়া আমার ল্যাপটপে বিভিন্ন ফোল্ডারে কপি করে রেখেছি এবং আমার ফোনের গুগল ড্রাইভে রেখেছি।



🔸প্রশ্ন:পাওয়ার আপ কেন জরুরী?

🔹উত্তর: আপনারা যারা স্টিমিটে দীর্ঘ মেয়াদি কাজ করতে চান নিজের একাউন্টকে শক্তিশালী করার জন্য পাওয়ার আপ অতি জরুরী।আপনি যদি বেশি বেশি পাওয়ার আপ করেন আপনার গুরুত্ব একটু বেশি হবে।তাছাড়া আপনি পাওয়ার আপ করলে আপনার কিউরেশন রিওয়ার্ডও বাড়তে থাকবে।



🔸প্রশ্ন:পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

🔹উত্তর:সর্ব প্রথম আপনাকে এক্টিভ কী দিয়ে স্টিমিট ওয়ালেটে ঢুকতে হবে ।তারপর আপনাকে লিকুইট স্টিম এর ডান পাশে ক্লিক করতে হবে। সেখানে আপনি কয়েকটি অপশন পাবেন।তারমধ্যে পাওয়ার আপ একটি।সেখানে ক্লিক করে আপনি যত স্টিম পাওয়ার আপ করতে চান তত লিখে কন্টিনিউ ক্লিক করে আপনার এক্টিভ কী দিলেই পাওয়ার আপ হয়ে যাবে।



🔸প্রশ্ন :সেভিংস এ থাকা Steem অথবা SBD উইথড্র দেওয়ার কত দিন পর ট্রন্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?
🔹উত্তর :তিন দিন পর।



🔸প্রশ্ন :ডেলিগেশন ক্যানসেল করার কত দিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফিরে আসে।

🔹উত্তর: ৫ দিন।



🔸প্রশ্ন : ধরুন আপনি প্রজেক্ট @Heroism এ আপনি ২০০ এস.পি ডেলিগেশন করেছেন।কিছুদিন পর আরও ১০০ এস.পি ডেলিগেশন করতে চান।এখন ডেলিগেশনের পরিমান লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে??

🔹উত্তর: ৩০০ এস.পি।



By @ripon999



♥Thanks To All♥



Sort:  
 2 years ago 

লেভেল 2 এর পরীক্ষা খুব ভালোভাবেই দিয়েছেন দেখছি। এই কাজগুলো করে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারছেন। কারন আমিও এই লেবেলগুলো পার করে এসেছি। এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল আপনি অনেক তাড়াতাড়ি লেবেলগুলো পাশ করে চলে আসুন।

 2 years ago 

জ্বী আমি চেষ্টা করব পরবর্তী লেভেল গুলো তাড়াতাড়ি পাশ করার।আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago (edited)

প্রথমত আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আশা করি এখানে আপনি নিয়ম কারণ মেনে চলার চেষ্টা করবেন।

 2 years ago 

প্রথমেই ধন্যবাদ। আদপে ওনাকে প্রথমে বিশেষ কারনে ভেরিফাই করা হয়নি, পরে যখন আবার পোস্ট করে আমাদের সাথে কথা বলে তারপর ওনাকে লেবেল দেওয়া হয়েছে।

 2 years ago 

ঠিক আছে দাদা 🥰

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে লেভেল-০২ দেওয়ার জন্য।

 2 years ago 

ইনশা-আল্লাহ

 2 years ago 

প্রথম ট্যাগ ভুল হয়েছে ওটি ঠিক করে নেবেন।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.12
JST 0.033
BTC 64341.19
ETH 3145.13
USDT 1.00
SBD 4.00