DIY-এসো নিজে করি||করনা কালীন সময় ব্রিজের উপর কপোত কপোতির আর্ট||১০% ও ৫% বেনিফিসিয়ারিস

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম সকলকে

আমি @ripon999 বাংলাদেশ 🇧🇩 থেকে

রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি আশা করি সকলের ভাল লাগবে।



আমার আর্টটি

IMG20211229125058.jpg

ছবিটি সম্পর্কে কিছু কথা

সময়টা ছিল করনা কালীন।'ক' এবং 'খ' নামের একজোড়া কপোত কপোতি ছিল।তাদের একে অপরের ভালবাসা ছিল ফেবিকল আঠার মত।তারা একে অপরে দুই একদিন পরপর দেখা না করে থাকতে পারত না।কিন্তু সময়টা যে বেজায় খারাপ।বাইরে লকডাউন।অনেক দিন হল দেখা হয় না তাদের।তাই তারা একদিন সিদ্ধান্ত নেয় সকল বাঁধা উপেক্ষা করে দেখা করবে এবার।সেজন্য তারা পূর্ব প্রস্তুতি নিয়ে(অর্থাৎ মাস্ক পড়ে) নিরিবিলি একটি স্থানে দেখা করতে যাবে।আর সে স্থানটি হবে ব্রিজের উপর।কেননা সেখানে পুলিশের কোন ভয় নেই,কোন গাড়ি ঘোড়া নেই,চারদিকে শুধু নদীর পানি,হালকা বাতাস,আকাশে পাখির ঝাক উড়ে যাওয়ার শব্দ,সূর্য ছিল পশ্চিম দূয়ারে ।অবশেষে তারা ব্রিজের উপরেই দেখা করতে এলো।কিন্তু এত দিনের না দেখার আবেগে তারা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারল না।

প্রয়োজনীয় উপকরন

👉 আর্ট পেপার।
👉 পেন্সিল।
👉 রাবার।
👉 সাপ্নার।
👉 বোতলের ছিপি।
👉 কাটা কম্পাস।
👉 স্কেল

ধাপ :০১

IMG20211229121630.jpg

  • প্রথমে আমি কাটা কম্পাস দিয়ে একটি বড় বৃত্ত আঁকি।

ধাপ :২

IMG20211229121701.jpg

  • বৃত্তটি আঁকার পর এমন হয়েছিল।

ধাপ:০৩

IMG20211229122049.jpg

  • তারপর আমি বৃত্তের মাঝ বরাবর তিনটি লম্বা নাইন টানি।

ধাপ : ০৪

IMG20211229122513.jpg

  • দাগ টানার পর আমি নিচে একটি বাঁকানো দাগ টানি এবং পেন্সিল দিয়ে কালার করি।

ধাপ :০৫

IMG20211229122851.jpg

  • এবারে আমি উপরের লাইন এবং নিচের দাগ বরারবর কিছুছোট ছোট লাইন টানি।

ধাপ:০৬

IMG20211229123344.jpg

  • তারপর নিচের লাইন গুলো টানার পর আমি উপরে ব্রিজের রেলিং গুলো আঁকি।

ধাপ: ০৭

IMG20211229123746.jpg

  • এখানে সম্পূর্ণ ব্রিজটি আঁকার পর আমি একটি ছেলে এবং একটি মেয়েকে অংকন করি।

ধাপ:০৮

IMG20211229124146.jpg

  • এরপর আমি পেন্সিল দিয়ে নদীতে পানি আঁকি।

ধাপ :০৯

IMG20211229124426.jpg

  • এবারে আমি নদী সহ আকাশে পেন্সিল দিয়ে ঘসামাজা করি এবং সূর্য অংকন করার জন্য বোতলের কর্ক দিয়ে ঢেকে রেখে তার চারপাশ কালার করি।যেন সূর্যটা বোঝা যায় এবং দাগ লেগে না যায়।

ধাপ:১০

IMG20211229125015.jpg

  • তারপর আমি আকাশে কিছু পাখি অংকন করি।

সর্বশেষ ধাপ

IMG20211229125329.jpg

  • সবশেষে আমি আমার আর্ট করা ছবিটি নিয়ে একটি সেলফি তুলি।

  • আজ এখানেই শেষ করছি।আশা করি আমার আর্টটি সকলের কাছে ভাল লেগেছে।পরবর্তীতে এমন আরও সুন্দর সুন্দর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।


আমার পরিচয়


আমি মো:তারিকুল ইসলাম রিপন।স্টিমিটে আমার ইউজার আইডি @ripon999.আমি একজন বাংলাদেশি।আমার মাতৃভাষা বাংলা।আমি একজন ছাত্র।দিনাজপুর সরকারি কলেজে অধ্যায়নরত।আমি আর্ট করতে অনেক ভালবাসি।তাছাড়া আমি খাবারের রিভিউ,মুভি রিভিউ,ফটোগ্রাফি করতেও ভালবাসি।

DSC_0172_2.JPG

১০% ও ৫% বেনিফিসিয়ারি লাজুক খ্যাক এবং এ বি বি স্কুলের জন্য।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার দৃশ্য অংকন টি অত্যন্ত চমৎকার হয়েছে। করোনাকালীন সময় ব্রিজের ওপর কপোত-কপোতীর আর্ট দেখে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। কপোত কপোতী খুবই বুদ্ধিমান তাই তারা করোনাকালীন সময়েও দেখা করার জন্য খুবই সুন্দর একটি স্থান বেছে নিয়েছিল। আর সেই ব্রীজের ও কপোত-কপোতীর সুন্দর মুহূর্ত টুকু খুবই নিখুঁত ভাবে অংকন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই উৎসাহ দেওয়ার জন্য।আশা করি এভাবেই পাশে থাকবেন।

 3 years ago 

ভাইয়া এটা কী সত্য ঘটনা অবলম্বনে? আমি এই আর্টটি ৮-৯ মাস আগে একবার করেছিলাম। কিন্তুু করনা কালিন এ ঘটনা জানা ছিলোনা আমার। আর সত্যি বলতে আমি কপোত কপোতি মানে জানিনা তবে মনে হয় প্রেমিক প্রেমিকার কতা বুজানো হয়েছে। যাইহোক আর্টটি সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

আপু এটা সত্য ঘটনা অবলম্বনে না।আমি নিজে থেকেই গল্পটা বানিয়েছি পোস্ট সুন্দর করার জন্য।আর কপোত কপোতি মানে প্রেমিক প্রেমিকা ঠিক ধরেছেন।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনি আপনার চিত্রের সাথে সাথে যে সুন্দর একটি ঘটনা বর্ণনা করেছেন খুবই চমৎকার হয়েছে। জানিনা এটা কতটুকু সত্য তবে আমার খুব ভালো লেগেছে, এবং আপনার পেন্সিলের চিত্রাংকন টি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

ভাইয়া ঘটনাটি সত্য না।আমার বানানো।আর্ট করার সময় আমি ঘটনাটি বানাই।ধন্যবাদ আপনাকে আমার আর্টটি আপনার কাছে ভাল লাগার জন্য।আপনিও ভাল থাকবেন।

 3 years ago 

বাহ বেশ চমৎকার করে ঘটনাটি বানিয়েছেন এবং চিত্রের সাথে মিলে গিয়েছে, তাই আমরা অনেকেই ভেবেছি ঘটনাটি সত্য। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

করোনাকালীন সময় ব্রিজের উপর কাপলের দৃশ্য এর চিত্র অঙ্কন দেখতে খুবই সুন্দর লাগছে ।আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।।
শুভকামনা রইল আপনার।।

 3 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কাছে অনেক ভাল লাগছে যে,আপনার কাছে আমার আর্টটি ভাল লেগেছে।

 3 years ago 

বাহ বেশ সৃজনশীল ধারনা তো আপনার। চমৎকার করে এঁকেছেন। আমি চেস্টা করবো এমন একটি ছবির ডিজিটাল ভার্শন বার করতে। আমি বানালে আপনাকে মেনশন দিয়ে জানিয়ে দিবোনে। শুভকামনা রইলো।

 3 years ago 

ছবিটি আর্ট করতে করতেই এমন সৃজনশীল ধারণা চলে এসেছে ভাই।আপনার ডিজিটাল ভার্সন আর্টটি দেখার জন্য আমি অধীর আগ্রহে আছি ভাই।আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই আমিও কপোত কপোতী মানে কি সেটা বুঝতে পারলাম না। এই ধরনের আরও অনেকের অঙ্কন করতে দেখেছি খুব সুন্দর করে অংকন করেছিল আপনিও খুব সুন্দর করে অঙ্কন করেছেন। কিন্তু আপনার টাইটেল দেখে খুবই মজা পেয়েছি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই কপোত-কপোতী মানে হল প্রেমিক প্রেমিকা।ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টটি আপনার কাছে ভাল লাগার জন্য।

 3 years ago 

পেন্সিল দিয়ে আপনি বেশ ভালোভাবেই চিত্র অংকন টি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার চিত্র অংকন। ব্রিজের উপর কপোত কপোতির আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।দোয়া করবেন আমার জন্য।

 3 years ago 

দোয়া তো অবশ্যই ভাই এগিয়ে যান।

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। দেখতে অসাধারণ লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

কষ্ট করে আর্ট করে যখন শুনি আপনাদের কাছে ভাল লাগে তখন আমারও অনেক ভাল লাগে।ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

করোনাকালীন ব্রিজের উপর দৃশ্য অংকন ভাইয়া সবই ভালো ছিল কিন্তু আমি বুঝতে পারি নাই কপোত-কপোতির মানে কি এটা কি কাপল কে বোঝাচ্ছেন?তথাপি আর্টের প্রসেসটি আপনি আমাদের মাঝে দারুন ভাবে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

জি ভাই কপোত-কপোতী মানে কাপল কেই বোঝাচ্ছি।আপনার কমেন্ট পড়ে অনেক ভাল লাগল ভাই।ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনার আটটি দেখে বারবার মনে পড়তেছে গ্রাম বাংলার আবহমান পরিবেশের কথা। আপনার আটটি দেখে অনেক ভালো লাগছে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111309.50
ETH 4299.15
SBD 0.85