🌷আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৬৯ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40 by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির অপরুপ সৌন্দর্য
- ২৩, মে ,২০২৩
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ৬৯ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
Device : Redmi note 11
প্রকৃতির অপরূপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
#১
Device : Redmi note 11
সোনালী ধান
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

অনেকদিন হলো সকালে সুন্দর পরিবেশ উপভোগ করা হয় না। সকালের ঠান্ডা হাওয়া সত্যিই শরীরের জন্য খুবই উপকারী । সকালবেলা উঠে নামাজ শেষে প্রকৃতির মাঝে একটু সময় দিয়েছিলাম পাশেই অনেক বড় মাঠ সেই মাঠের প্রচুর ধান চাষ করা হয়েছে। সেখানে যাওয়ার পর ধানের শীষে জমে থাকা শিশির বিন্দুর খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম । |
---|
#২
Device : Redmi note 11
কুমড়ো ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

মাঠে মাঠে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল ফলায়। এই সময় মাঠে দিগন্ত জুড়ে কুমড়ো ফসলের চাষাবাদ দেখা যায়। একসময় ফুলে ফুলে ফসলের মাঠ দ্বারা বেষ্টিত থাকে। মাঠের সুন্দর দৃশ্য সেখানে মৌমাছি এসে মধু সংগ্রহ করছে। সত্যিই ছোট্টবেলা এই ফুল আটকে মৌমাছিকে ধরে অনেকক্ষণ রেখেছি সেই মুহূর্তগুলো সেই অনুভূতিগুলো সত্যিই অসাধারণ ছিল। |
---|
#৩
Device : Redmi note 11
পথিকের পথ চলা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

কৃষি কাজে কৃষকের সব সময় ব্যস্ত থাকে। তাদের এই ব্যস্ত মুহূর্তের যাতায়াতের জন্য বিভিন্ন বাহন ব্যবহার করে। একজন বৃদ্ধ লোক বিকেলের শেষ মুহূর্তে মাঠে গিয়ে গরুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করছে সে দৃশ্যটি ফটোগ্রাফি করেছি । একটি সাইকেল বিকেল মুহূর্তে মাঠের পাশে রাস্তার ধারে কাকতাড়ুয়া ভাবে দার করে রেখে ছিল তার ফটোগ্রাফি করেছি। |
---|
#৪
Device : Redmi note 11
এক ঝাঁক পাখি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

যেকোনো ধরনের অপরূপ সৌন্দর্য দেখতে অনেক সুন্দর। যেমনটা কাশফুলে সমবেষ্টিত থাকে। এই সময়ে সনের ফুল যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সেটা যদি আবার নীল আকাশের ভিড়ে আবদ্ধ হয় তখন তো আরো সৌন্দর্য বৃদ্ধি পায় ।বিষয়টি ভাবনার আছে অনেক চিন্তা ভাবনা করে এই খোলা আকাশের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। এর সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যেটা আপনাদের কাছে ভালো লাগবে। |
---|
#৫
Device : Redmi note 11
ছনের ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

বিকেল মুহূর্তে একটু মাঠের উদ্দেশ্যে গিয়েছিলাম মাঠের সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য কিছুক্ষণ পরেই আকাশ মেঘাচ্ছন্ন হয় । খুবই দ্রুত বৃষ্টির আগমনের বিষয়টি উপলব্ধি করতে পারা যায় । যে সকল কৃষকেরা মাঠে কাজ করছিল তারা তাদের কাজ ফেলে খুবই দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ নেমে আসে সত্যি তখন মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। |
---|
#৬
Device : Redmi note 11
সূর্যের লালচে আকার ধারণ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে । |
---|
#৭
Device : Redmi note 11
ব্যাঙের দৃষ্টি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

রাতের বেলার অপরূপ সৌন্দর্য এবং দিনের বেলার অপরূপ সৌন্দর্য দুটোর পার্থক্য দুই রকম । আসলে এই সুন্দর পরিবেশ এবং জোসনা রাতের দৃশ্যপট সত্যিই উপভোগ্য ।ব্যাঙের পথের পানে চেয়ে থাকার দৃশ্য ভালো লেগেছে। রাতের বেলা চারিদিকে উজ্জ্বল ময় পরিবেশের সৃষ্টি হয় সেই সুন্দর পরিবেশ উপভোগ করতে কখনো মিস করি না। রাতের বেলা একটি আলোক সজ্জিত সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। |
---|
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
আপনার ফটোগ্রাফি গুলো আসলেই বেস্ট ভাইয়া। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আসলে চোখে জুড়ানো। আমার কাছে তো খুবই ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো। পাখি উড়ে যাওয়ার দৃশ্য, কাশফুলের দৃশ্য বেশ ভালো লেগেছে।
আপনার ফটোগ্রাফি সব সময় অনেক সুন্দর হয়ে থাকে ভাইয়া। প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর ভাবে আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেন। যার কারনে প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ লাগে। ধন্যবাদ আপনাকে
প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সোনালী ধানের ফটোগ্রাফি এবং এক ঝাঁক পাখি উড়ে যাবার ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
ভাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে অসম্ভব ভালো লাগে। তা যদি হয় বাস্তবে কিংবা ফটোগ্রাফিতে তার তুলনা কখনোই হয় না। আর সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য অসম্ভব সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বাহ দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি পোস্ট সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। প্রকৃতির এই দৃশ্য দেখলে ইচ্ছে করে শহরের এই বদ্ধ জীবন ছেড়ে চলে যাই গ্রামের সেই সৌন্দর্যের মধ্যে। আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই এই প্রকৃতির সৌন্দর্য দৃশ্য গুলো দেখে মন ভরে গেল। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রকৃতির অপরুপ সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@mohamad786 ভাই এটা রেসিপি নাহ ফটোগ্রাফি 😇
সত্যি একেবারে মুগ্ধ চোখে তাকিয়ে ছিলাম আপনার ফটোগ্রাফি গুলোর দিকে। আপনার এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি একেবারেই মুগ্ধ। সত্যি চোখ ফেরানোর মতো ছিল না আপনার ফটোগ্রাফি গুলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রকৃতির এরকম সৌন্দর্যের ফটোগ্রাফি করলে কার কাছেই না ভালো লাগবে দেখতে। বর্ণনা সহকারে আমাদের মাঝে প্রত্যেকটা ফটোগ্রাফি তুলে ধরেছেন দেখে আরো বেশি ভালো লেগেছে পড়তে।
আপনি খুবই চমৎকার ফটোগ্রাফি করতে পারেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার ফটোগ্রাফি গুলো আমাকে মুগ্ধ করেছে। ধানের শীষ সূর্য যখন অস্ত যাচ্ছে এমন মুহূর্ত সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।