"নদী পাড়ের মানুষের জীবন যাত্রা" (The life journey of the people of the river)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • নদী পাড়ের মানুষের জীবন যাত্রা
  • ৮,আগস্ট , 2021
  • দদরবিবার

আজ আমি আপনাদের সামনে নদী পাড়ের মানুষের জীবন যাত্রার মান তুলে ধরার চেষ্টা করবো। তারা বর্ষাকালীন মৌসুমে কিভাবে জীবন যাপন করে ও তাদের কর্ম ব্যস্ততা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20210807_124101-01.jpeg


নদীর পাড়ে পাট ধোঁয়ার দৃশ্য পটভূমি
Device: A20s

অবস্থান:https://w3w.co/bravado.leering.jukeboxes


বাংলাদেশের সোনালী আশঁ পাট। আমাদের দেশে প্রচুর পাট চাষ হয়। একসময় বাংলাদেশের প্রধান ক্ষেত ছিল পাট যা বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এখন ধানের চাহিদা বেড়ে যাওয়ায় পাট চাষের পরিমাণ কমে গেছে। বর্তমান ধান বাংলাদেশের প্রধান ক্ষেত তারপরেই পাটের অবস্থান। এই ছবিতে দেখতে পারছেন কিছু লোক পাট ধোঁয়া কাজে ব্যস্ত। তারা পত্যেকে প্রতিদিন আড়াইশো হাতা পাট ধুয়ে ফেলে।

IMG_20210807_130328-01.jpeg


নদীর পাড়ে পাট ধোঁয়ার দৃশ্য পটভূমি
Device: A20s

অবস্থান:https://w3w.co/bravado.leering.jukeboxes


তারা জমি থেকে পাট কেটে নদীতে জাগ দেয়। প্রথমে পাট কেটে জমিতে দুই থেকে তিন দিন রেখে দেয়। তারপর পাটের পাতা ঝেড়ে ফেলে। নদীতে জাগ দিয়ে দশ থেকে বারো দিন পরে ধোয়ার উপযোগী হয়।

IMG_20210807_135400-01.jpeg


নদীতে পাট জাগ দেওয়ার কাজ চলছে
Device: A20s

অবস্থান:https://w3w.co/bravado.leering.jukeboxes


এই ছবিতে দেখতে পারছেন পাট জাগ দেওয়ার কাজ চলছে। হাটু পানিতে পাটকে ভাসমান অবস্থায় রাখা হয়েছে। সারিবদ্ধভাবে চারিদিকে পাট সাজানো হয়।তারপর চারপাশে চারটি বাননোন দেওয়া হয়।

IMG_20210807_135528-01.jpeg


পাটের জাগের উপর মাটি দেওয়ার দৃশ্য
Device: A20s

অবস্থান:https://w3w.co/bravado.leering.jukeboxes


এই ছবিতে একজন কৃষক পাটের জাগের উপর মাটি দিচ্ছে। মাটির দেওয়ার কারণ যাতে দ্রুত জাগ আসে। তারপর বাঁশের লগি দিয়ে নৌকার মতো বয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

IMG_20210807_135910-01.jpeg


নদীর পাড়ে পাট ধোঁয়ার দৃশ্য পটভূমি
Device: A20s

অবস্থান:https://w3w.co/bravado.leering.jukeboxes


এই ছবিতে দেখতে পারছেন নৌকায় করে পাটকাঠি নিয়ে যাওয়া হচ্ছে। পদ্মা নদীর পাশ দিয়ে বয়ে গেছে অসংখ্য ছোট নদনদী। ছোট নদীর পার ঘেষে গড়ে উঠেছে জনবসতি। বর্ষার মৌসুমে এই নদী পথেই তাদের যাতায়াত।

IMG_20210807_130450-01.jpeg


নদীর পাড়ে পাটকাঠি শুকনোর দৃশ্য
Device: A20s

অবস্থান:https://w3w.co/bravado.leering.jukeboxes


নদীর পাড়ে পাট ধোঁয়া শেষে পাটকাঠি শুকনো হচ্ছে। অনেক দূর থেকে পাড়ের দিকে তাকালে মনে হয় পাড় ঘেষে বেড়া দেওয়া হয়েছে।

IMG_20210807_134640-01.jpeg


মাছের মরণ ফাঁদ খড়া
Device: A20s

অবস্থান:https://w3w.co/bravado.leering.jukeboxes


ছোট নদীর মাঝখানে খড়া পাতা হয়েছে। বর্ষা মৌসুমের আগে এখানে কোন পানি ছিলোনা। এখন বর্ষা হওয়ায় ১৫-২০ ফুট হয়েছে। প্রতিবছর এই সময়ে এখানে খড়া পাতা হয়।এখানে প্রচুড় মাছ পাওয়া যায়।

IMG_20210807_131044-01.jpeg


নদীর পাড়ে পাট ধোঁয়ার দৃশ্য পটভূমি
Device: A20s

অবস্থান:https://w3w.co/bravado.leering.jukeboxes


এই ছবিতে দেখতে পারছেন একটি ইঞ্জিন চালিত নৌকা। এই নৌকা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।কখনো মাছ মারার কাজে আবার পাটের কাজেও ব্যবহার করা হয়।এভাবেই নদীর পাড়ের মানুষের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। বর্ষা মৌসুমে তারা একটু বেশি ব্যস্তসময় পার করে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

পাট সংগ্রহ করার এই দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারন আমার শৈশব কেটেছে এসব দেখে কিন্তু সত্যি বলছি গন্ধটা আমার কাছে খাবার লাগে। ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43