ভদ্রভাবে কথা বলা আর ভালো আচরণ করা মানুষের বড় গুণ। একজন মানুষ আসলে কেমন, সেটা তার কথাবার্তা আর ব্যবহার থেকেই বোঝা যায়। কেউ যদি খারাপ মন নিয়ে ভালো কথা বলে, মানুষ সেটা একসময় ঠিকই বুঝে ফেলে। কিন্তু যারা মন থেকে ভদ্র, তারা ধীরে ধীরে সবার ভালোবাসা আর সম্মান পায়। তাই আমাদের সবার উচিত ভদ্রভাবে চলাফেরা করা।