You are viewing a single comment's thread from:

RE: আগামী মাসে অনুষ্ঠিতব্য "আমার বাংলা ব্লগের" বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের কী সাজেশন ?

in আমার বাংলা ব্লগlast year

এই প্লাটফর্মে বাংলায় ব্লগিং করতে পারব যেটা কখনো কল্পনাও করতে পারিনি। আপনার কৃতিত্বের কারণে আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি বাংলায় ব্লগিং করতে পেরেছি। তার পাশাপাশি একটি পরিবার উপহার দিয়েছেন যেখানে সময় না দিলে ভালো লাগে না। সত্যিই এটা অনেক বড় একটা প্রাপ্তি। যেটা আপনার কাছেও অনেক মূল্যবান হয়ে দাঁড়িয়েছে তেমনি আমাদের কাছেও।

  • এই আয়োজনটি তিনটি ভাগে বিভক্ত করা যেতে পারে।প্রথম বছর একদিন ব্যাপি হয়েছিল দ্বিতীয় বছর দুই দিন ব্যাপি হয়েছিল। এবার যেহেতু তৃতীয় বর্ষপূর্তি অনুষ্টান হবে সেজন্য তিন দিনব্যাপী হওয়া উচিত। এই তিন বছর পাশে থাকাকে কেন্দ্র করে অনেক সুখ দুঃখের ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতার উপর একটি প্রতিযোগিতার আয়োজন করা হোক। বর্ষপতি অনুষ্ঠানের আমাদের এই প্ল্যাটফর্মে সবাই ক্রিয়েটিভিটিমূলক কাজ করে থাকে। এই প্লাটফর্ম কে কতটুকু দিতে পেরেছে এবং শিখতে পেরেছে সেই বিষয়ের উপর। তার পাশাপাশি ফাউন্ডার এবং কো-ফাউন্ডার এডমিন, মডারেটর ,ভেরিফাইটি ইউজারদের অনুভূতি ও মতামত শেয়ার করবে।

  • দ্বিতীয় দিনে বিনোদনমূলক পর্ব অনুষ্ঠান শুরু হবে। যেহেতু আমাদের কমিউনিটিতে অনেকে কবিতা, গান এবং অন্যান্য বিষয়ের উপর পারদর্শী সদস্য রয়েছে। তারা তাদের নিজের লেখা কবিতা আবৃত্তি , গান গেয়ে আমাদের মাঝে আনন্দময় মুহূর্ত উপহার দিবে। এই দিনটি এতটাই ঝাঁকজমকপূর্ণ হবে যে এডমিন, মডারেটরের সাথে আমাদের প্রিয় দাদার কাছ থেকেও গান কবিতা শুনতে ইচ্ছুক।

  • তৃতীয় দিনে তিনটি সেগমেন্ট থাকবে। কুইজ , ডিজে পার্টি এবং প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে। তার পাশাপাশি ডিস্কোডে যে টিপস দেওয়া হয়। সেটা চলমান থাকবে। আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করার চেষ্টা করেছি দাদা।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 112514.15
ETH 4195.77
USDT 1.00
SBD 0.85