You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৭ || by abb-fun
আমি খুঁজে পেয়েছি তোমায়,
এক অচেনা পথের ধারে;
সে-ই দিনের চাহনি কেন জানি,
আজও আমাকে পীড়া দেয়;
হয়তো কখনো আর হবে না দেখা,
দুজনের পথ এখন শুধুই নির্জন;
আমাকে এখনো ভাবায় সেই পথ,
যে পথে হয়েছিল আমাদের সাক্ষাৎ।