You are viewing a single comment's thread from:

RE: মোবাইল নিয়ে বিড়ম্বনা।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসলে ভাই আন অফিসিয়ালি হোক আর অফিসিয়ালি হোক samsung ফোনের অনেক সমস্যা। আমি দুই বছর অনেক ভোগান্তিতে পড়েছিলাম কিছুদিন পরপর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত। শুধু আমার নয় স্যামসাং ফোন যাদের চালানো দেখেছি তারাই কমবেশি সমস্যার সম্মুখীন হয়েছে । সেজন্য স্যামসাং ব্যান্ডের ফোন চালানো বাদ দিয়ে দিয়েছি ।নেটওয়ার্ক সমস্যা চার্জিং সমস্যা আরো অনেক সমস্যা দেখা দেয়। খুবই খারাপ লাগলো মোবাইলের বিরম্বনা দেখা দিচ্ছে মোবাইল ছাড়া এখন চলা অসম্ভব ব্যাপার।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

ভাই স্যামসাং সব সিরিজের মোবাইলে সমস্যা না। আপনি স্যামসাং এর নোট সিরিজ এবং এস সিরিজের মোবাইল ব্যবহার করে দেখেন কোনো সমস্যা পাবেন না। কিন্তু স্যামসাং এর এ সিরিজ, এম সিরিজ, জে সিরিজ এগুলোতে ঝামেলা পেতে পারেন। কারণ এসব সিরিজের মোবাইল গুলোর দাম তুলনামূলক ভাবে অনেক কম। এস সিরিজ এবং নোট সিরিজের মোবাইল গুলো যখন বের হয়, তখন ১ লাখ টাকার নিচে কেনা যায় না। কিন্তু অন্যান্য সিরিজের মোবাইল আপনি ২০-৩০ হাজারের মধ্যেই পাচ্ছেন। আমি স্যামসাং এস নাইন প্লাস ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম ৮৭,০০০ টাকা দিয়ে সাউথ কোরিয়া থেকে, এখনো পর্যন্ত ১ বারও কোনো সমস্যা দেয়নি। তাছাড়া স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ৫ জি ব্যবহার করছি ১ বছরের উপরে, এটাও কোনো সমস্যা দেখা দেয়নি। স্যামসাং এস সিরিজ এবং নোট সিরিজের মোবাইল বেস্ট। তবে মেইড ইন সাউথ কোরিয়া বেস্ট। মেইড ইন ভিয়েতনাম তেমন ভালো নয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63