আমার লেখা কবিতা "মনের ইচ্ছা " (Poem of my writing "The desire of the mind")||(১০% লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- মনের ইচ্ছা
- ০৮,মার্চ ,২০২২
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
প্রতিটি মানুষের জীবনে কিছু অনুভূতির গল্প লুকিয়ে থাকে। যেটা জীবনের অনেক বড় স্বপ্ন ও স্মৃতি। যেটা মানুষ প্রকৃতির রুপের ন্যায় বিলিয়ে দেওয়ার চেষ্টা করে।সেই অনুভূতির গল্প মনের গহীন অরণ্যে আচ্ছাদিত থাকে। যেটা মানুষ ভালোবাসার স্বপনে রুপ দেয়।প্রতিটি মানুষের কাছে ভালোবাসার অনূভুতি ও আকুতি মিনতির ভিন্নতা পরিলক্ষিত। যা প্রিয় মানুষটির জন্য সকল অদেখা স্বপ্ন রুপ নেয়। ভালোবাসার মানুষের জন্য সবকিছু বিলিয়ে দিতে চায়।সেটা পারবে কিনা সেই প্রশ্ন থেকে যায়। অনেক কিছুই তার অনুভূতির সাথে মেলাতে থাকে।যেটা সবার জীবনের অন্তনির্হিত গল্প।মানুষ তার অনূভুতি বিভিন্ন ভাবে প্রকাশ করে।নিজের অনূভুতিকে কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারে। মানুষের ইচ্ছে টার প্রাধান্য দেওয়াই মূল বিষয়।
মনের ইচ্ছা
মুক্তোকার গাঁথে মালা মুক্তোর পুঁতি দিয়ে,
ফুলকুড়ানী মালা বানায় ফুল গেঁথে সুতায়,
কিসের মালা গাঁথবো আমি খুঁজে মরি তাই।
কাগজ আছে কলম আছে আর তো কিছু নাই,
এসব দিয়েই গাঁথবো মালা, কোন সে উপায়?
অবশেষে গাঁথলাম আমি ছন্দ দিয়ে মালা,
এই মালাতেই সাজিয়ে নিলাম কাগজের এই ডালা।
না-ই হই কবি মানুষ মোরা মেধা আছে মাথায়,
ছন্দ পুঁতি ছড়িয়ে আছে সবার মনের পাতায়।
সে সব ছন্দ কুড়িয়ে নিয়ে মালা গাঁথেন কবি,
ছন্দ দিয়ে আঁকেন তারা অনেক রকম ছবি।
তুমি কিংবা আমিও পারি যদি চেষ্টা করি,
আপন মনের ছন্দ দিয়ে ছন্দ মালা গড়ি।
উদ্ভাসিত করি যদি, মনের কাব্যিকতা,
আমরাও তো লিখতে পারি অনেক কবিতা।
তুমি, আমি হতে পারি উদ্ভাসিত কবি
ছন্দ রঙে- রাঙাতে পারি আপন মনের রবি।
আপনার কবিতাটি সত্যিই অসাধারণ হয়েছে। কথার মধ্যে অনেক গভীরতা মূল বিষয় লুকিয়ে আছে সেটা আমি আপনার কবিতা পড়ে বুঝতে পেরেছি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
নিজের অনূভুতির কিছু গল্প কবিতার মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
আপনার কবিতার মধ্যে অনেক গভীরতা লুকিয়ে আছে, আসলে অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে।
আপনার কাছে আমার লেখা কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।
বাহ আপনার কবিতার শব্দ চেহারা যেমন সুন্দর ঠিক ততটাই গভীর তার অর্থ। খুবই সুন্দর ছিল আপনার কবিতাটি।এভাবে মাঝেমধ্যে একটু কবিতা চর্চা করে আমাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন আমাদের অনেক ভালো লাগবে।
কবিতার গভীরতা হলো অন্তর্নিহিত বিষয়। যেটা আপনি উপলব্ধি করতে পেরেছেন। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার কবিতা লেখার হাতটি খুবই ভাল ।আপনার চিন্তা ধারার মাধ্যমে কবিতাটি আপনি লিখেছেন ।মা আমার কাছে বেশ ভালো লেগেছে ।ভাই আমার গার্লফ্রেন্ডের জন্য আপনি একটা কবিতা লিখে দিবেন।
শুভকামনা রইল আপনার জন্য।
লেখার হাত থাকলে শুধু লেখা সুন্দর হয়।মনের অন্তর্নিহিত বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার কবিতার প্রত্যেকটি চরন মনমুগ্ধকর ছিল । খুবই চমৎকার এবং সাজিয়ে গুজিয়ে কবিতাটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতার মধ্য আপনার চমৎকার মনোভাব প্রকাশ পেয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করি নিজের অনূভুতি কবিতার মাধ্যমে প্রকাশ করার। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। আমার মনে হয় এটি এ সপ্তাহের সেরা কবিতা। যেমন কবিতার ছন্দের মিল তেমন কবিতার অর্থের গভীরতা। অনেক অনেক শুভকামনা রইল ভাই।
চেষ্টা করেছি নিজের অনূভুতির গল্প কবিতার মাধ্যমে প্রকাশ করার। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনাকে স্বাগতম ভাইজান 💚
অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাই। আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটি লাইন অসাধারণ ছিল। সবচেয়ে ভালো লাগলো প্রতিটি লাইনের সাথে খুব সুন্দর করে আপনি ছন্দ মিলিয়েছেন। এরকম সুন্দর একটি স্মৃতিচারণ নিয়ে কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য সামনের দিকে এগিয়ে যান।
হ্যা কবিতার ছন্দ গুলোই মূল।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ভাই সুন্দর করে ছন্দ দিয়ে কবিতাটি লিখছেন।প্রতিটি লাইন অনেক দারুণ।আসলে মানুষ কী পারে না ।আমরা চেষ্টা করি অবশ্যই আমরাও হতে পারি একজন কবি,সাহিত্যইক আরও অনেক কিছূ ।কিন্তু আমাদের দ্বিধা কাটতে উঠেতে পারি না।তবে আমরা এই দ্বিধা কাটত পারলে অবশ্যই আমরা হতে পারবে।অনেক ধন্যবাদ ,এতে সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে পারলেই সফল হওয়া সম্ভব। আপনার সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। আপনি পারবেন এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ ভাইয়া আমি চেষ্টা করি নিজের অনুভূতিকে কবিতার মাধ্যমে প্রকাশ করার। এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।