আমার লেখা কবিতা "সেই চাওয়া" (Poem of my writing "That desire")|| by ripon40 by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • সেই চাওয়া
  • ৩১,জুলাই ,২০২৩
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


অনেকদিন পর আবার কবিতা নিয়ে হাজির হলাম ।আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় । ভাবনার এই চেতনার রূপ স্বপ্নে জাগ্রত হয়ে নতুন এক দৃষ্টিগোচর করায়। সেজন্য মাঝে মাঝে বলি আসলেই জীবনটা অদ্ভুত স্বপ্ন দিয়ে ঘেরা। জীবনের এই চলার পথে অনেক মানুষের সাথে ওঠা বসা।একসময় তারা তাদের জীবনের তাগিদে অন্য কোথাও চলে যায়। প্রতিটা মানুষের জীবনের মধুর সময় থাকে সেই সময় গুলো বাস্তবতার কাছে হেরে যায়। আমার কাটানো মুহুর্ত গুলো বন্ধুদের সাথে এখন তাদেরকে হারাতে চলেছি।এভাবে ছন্নছাড়া হয়ে যাবো কখনো ভাবিনি কারণ সেই সময়টা এটা ভাবতে দেয় নাহ। জীবনের এই ছুটে চলার পথে কখনো গতিময় কখনো স্থির কখনো কঠিন অদৃশ্য ওস্পর্শ পথের ফাঁকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই খোলা দিগন্তের প্রান্তে নিজেকে চেনা খুবই মুশকিল। কখন কোন পরিস্থিতি নিজেকে সামাল দিতে হবে সেটা সত্যিই বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। যেকোনো বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে কবিতা লেখার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

difference-7370144_1280.webp

Source

সেই চাওয়া

পূবের হাওয়া বইছে মনে,
জীবন চলে নাহ সেই সন্ধানে।
তাইতো ভাবি ক্ষণে ক্ষণে,
জীবনের সকল সুখের অন্ত সন্ধানে।

হাওয়ায় উড়ে মন,
হাসি তামাশার মধ্যখানে।
একটু সুখের চাওয়ায়,
আকুল মনের ব্যাকুল পানে।

রঙিন স্বপ্ন ছোঁয়া,
সুখের অনন্তে বাসা বাঁধে।
মুখের মলিন দৃশ্য,
লাল হয়ে আজ দিচ্ছে ঝলক।

জীবনের এই অনুভূতি,
হঠাৎ পেয়েছি তোমার চরণে।
তাইতো আজ দ্বিধা দ্বন্দে,
অস্পর্শ ভাবনার এই দৃশ্যকল্পে।

হঠাৎ পাওয়া সকল চাওয়া,
শেষ হবে আজ কোন ঠিকানায়?
বোঝার উপায় নেই,
আজ লক্ষ্যভ্রষ্ট পথ হারা।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

একদম ঠিক কথা বলেছেন কখন কোন পরিস্থিতি নিজেকে সামাল দিতে হবে সেটা সত্যিই বোঝা বড় কঠিন। যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জীবনের এই অনুভূতি,
হঠাৎ পেয়েছি তোমার চরণে।
তাইতো আজ দ্বিধা দ্বন্দে,
অস্পর্শ ভাবনার এই দৃশ্যকল্পে।

আমাদের ছোট্ট এ জীবনে অনেক স্বপ্ন আর অনেক চাওয়ার মাঝে বেঁচে থাকি আমরা।
যদিও সব চাওয়া এবং ইচ্ছা পূরণ হয় না তারপরও চেষ্টা করে।
অনেক সুন্দর ভাবে কবিতাটি রচনা করেছেন পড়ে খুব ভালো লাগলো।

 last year 

আমাদের কমিউনিটিতে সবাই খুবই দারুণ দারুণ কিছু কবিতা লিখে থাকেন। সবার মত আপনিও আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়লাম খুবই ভালো লেগেছে। কবিতার নামটি খুবই দারুণ হয়েছে সেই চাওয়া। মানুষের জীবনে কিছু চাওয়া থেকে কোন কিছু পূর্ণ হয় কোন কিছু অপূর্ণ করি নাই থেকে যায়। আরে চাপা নেই মানুষের জীবন। আপনি কবিতার প্রতিটা লাইন খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে এটা কিন্তু ঠিক বলেছেন, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে মধুময় সময়টা থাকে, কিন্তু বাস্তবতার কাছে সেই সময়টা একদিন না একদিন হেরে যায়। সেই চাওয়া কবিতাটা অনেক সুন্দর করে উপভোগ করে পড়লাম।

হাওয়ায় উড়ে মন,
হাসি তামাশার মধ্যখানে।
একটু সুখের চাওয়ায়,
আকুল মনের ব্যাকুল পানে।

উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 last year 

আরে ভাই বিয়ের বয়স চলছে এই বয়সে বিয়ে করলে জীবনের সুখ আর খুঁজতে হবে না। কবিতাগুলো বেশ ভালো হয় আজকের কবিতাটাও দারুন হয়েছে। একবার পড়ার পরে আবারো মন চায় আরেকবার পড়ি এতটাই ভালো লাগে।

 last year 

মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি। তবে সকল চাওয়া পাওয়ার ইচ্ছা পূরণ হয় না। তবুও মনকে বোঝানো বড় কঠিন। হয়তো জানা রয়েছে নিষ্ফল ব্যর্থ হবো তারপরেও যেন মনকে বলতেও কঠিন এবং সেই আশা ছাড়ে না। জায় হোক আপনার এই ব্যর্থ একটি কবিতা আবৃত্তি করতে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 81333.31
ETH 3153.35
USDT 1.00
SBD 2.79