আমার লেখা কবিতা "স্বাধীনতা" (Poem of my writing "Independence")||(১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • স্বাধীনতা
  • ২৬,মার্চ ,২০২২
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ। এই দিন আমাদের জন্য অনেক গৌরবের।দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। এই স্বাধীনতার জন্য অনেক দুঃসাহসিকদের জীবন দিতে হয়েছে। এই স্বাধীনতাকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব উদযাপিত হয়।এক সাগর রক্তের বিনিময়ে এই দিনের অর্জন।তারা তাদের জীবনের বিনিময়ে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাদেরকে সবসময় শ্রদ্ধা সম্মান করি।স্বাধীনতা বিষয় নিয়ে অনেক ইতিহাস রয়েছে যেটা সবারই কমবেশি জানা।আশা করি স্বাধীনতা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

tea-time-3240766__480.webp.jpg

Source

স্বাধীনতা

স্বাধীনতা তুমি আমার ভাইয়ের
রক্তে লেখা এক নাম।
স্বাধীনতা তুমি, শহীদের রক্তে
আল্পনা আকাঁ এক গ্রাম।
স্বাধীনতা তুমি অনেক মুল্যবান
এক সাগর রক্ত হলো তোমার দাম।
তবুও মোরা দিয়েছি রক্ত, করিনিতো ভয়
তাইতো মোরা শেষ পর্যন্ত তোমায় করেছি জয়।
স্বাধীনতা শুধু তোমার জন্য
লক্ষ বুকে বইছে রক্তের জোয়ার।
স্বাধীনতা তোমার জন্য,
সইতে হয়েছে অনেক হাহাকার।
স্বাধীনতা তুমি হলে,
ছেলে হারা মায়ের সান্ত্বনা।
তোমায় পেয়ে বোন ভুলেছে
ভাই হারানোর বেদনা।
স্বাধীনতা তোমার জন্য,
দেশ হয়েছিল শকুনের মাজার
তোমার জন্য ধরেছি অস্ত্র,
না করেই হাহাকার।
তোমার জন্য রক্ত ভিজেছে রাজপথ
তবুও মোরা স্বাধীনতা চাই এই ছিল শপথ।
স্বাধীনতা তোমায় মোরা করি সম্মান
গর্বে আমার বুক ভরে যায়, শুনে স্বাধীনতার গান।
স্বাধীনতা পেয়েছি মোরা, হতবাক বিশ্বময়!
বাঙালি তো সবি পারে নাইতো তাদের ভয়
লাখো ভাইয়ের রক্তে ভেজা এ দেশের বুক
স্বাধীনতা আমার মায়ের শান্ত সরল মুখ।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন স্বাধীনতা নিয়ে।আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্যেকটি লাইন বেশ সুন্দর।

স্বাধীনতা শুধু তোমার জন্য
লক্ষ বুকে বইছে রক্তের জোয়ার।
স্বাধীনতা তোমার জন্য,
সইতে হয়েছে অনেক হাহাকার।
স্বাধীনতা তুমি হলে,
ছেলে হারা মায়ের সান্ত্বনা।
তোমায় পেয়ে বোন ভুলেছে

.এই লাইনগুলো অনেক ভালো লেগেছে।শুভেচ্ছা রইলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এদেশের স্বাধীনতার জন্য যারা নিজের জীবন বিসর্জন দিয়েছে তাদেরকে সবসময় শ্রদ্ধা ও সম্মান করি কবিতার মাধ্যমে তাদের অনুভূতি বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

স্বাধীনতা তুমি আমার ভাইয়ের
রক্তে লেখা এক নাম।
স্বাধীনতা তুমি, শহীদের রক্তে
আল্পনা আকাঁ এক গ্রাম।
স্বাধীনতা তুমি অনেক মুল্যবান
এক সাগর রক্ত হলো তোমার দাম।
তবুও মোরা দিয়েছি রক্ত, করিনিতো ভয়
তাইতো মোরা শেষ পর্যন্ত তোমায় করেছি জয়।

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতার প্রেক্ষাপট ও লাখো শহীদের কৃতিত্ব খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

এদেশের বীর শহীদদের সবসময় শ্রদ্ধা করি তাদের জন্য এই সবুজ শ্যামল প্রকৃতির একটি দেশ যেখানে সুন্দর ভাবে বসবাস ও জীবন যাপন করতে পারছি তাদেরকে স্মরণ করেই কবিতাটি লেখা হয়েছে ধন্যবাদ।

 2 years ago 

স্বাধীনতা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি ভাই। আপনার কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। একদম সঠিক সময়ে সঠিক একটি কবিতা পোস্ট করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ স্বাধীনতা নিয়ে কবিতাটি খুব সুন্দর ভাবে লেখার চেষ্টা করেছি আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে কবিতাটি লেখা হয়েছে ধন্যবাদ।

 2 years ago 

স্বাধীনতা নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। আপনার পুরো কবিতাটা আমার কাছে বেশ ভালো লাগলো। এত সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন কি বলবো। প্রত্যেকটা লাইন আমাদের জন্য বেশ গর্বের একটা বিষয়। এই স্বাধীনতা অর্জন করতে আমাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এমন কে কত শত শত রক্তের বিনিময়ে' এই অর্জন। আমাদের মাকের সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই দেশের স্বাধীনতার জন্য বীর সেনা ও যুব সমাজ তাদের নিজের জীবন বিসর্জন দিয়েছে তাদেরকে স্মরণ করে কবিতাটি লেখা হয়েছে আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

স্বাধীনতা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতা পড়ার পরে যেন মনের জোশ ফিরে পেলাম। তাছাড়া বেশ ছন্দের মিল আছে এই লেখোনিতে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 2 years ago 

হ্যাঁ আমাদের প্রতিটি যুব সমাজের মধ্যে এই ধরনের মনোভাব থাকা উচিত যার মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম সৃষ্টি হবে সেটাই আমি কামনা করি সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

image.png


দারুন একটি কবিতা লিখেছেন ভাই। আমাদের স্বাধীনতার পিছনে অসংখ্য লোক তাদের নিজেদের প্রাণ বিসর্জন করেছেন। স্বাধীনতা প্রাপ্তির জন্য কষ্টগুলো আপনার কবিতায় ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।


image.png

 2 years ago 

হ্যাঁ আমাদের দেশের স্বাধীনতার জন্য তাদের অসম্ভব প্রচেষ্টা ও নিজের জীবন বিসর্জন দিয়ে এদেশের লাখো কোটি মানুষের সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করেছে তাদেরকে সবসময় শ্রদ্ধা ও সম্মান করি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59933.20
ETH 3191.47
USDT 1.00
SBD 2.44