আমার লেখা কবিতা "জীবনের চেতনা" (Poem of my writing "consciousness of life")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • জীবনের চেতনা
  • ২২,জানুয়ারী ,২০২৩
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


প্রতিটা মানুষের জীবন বাস্তবতার শামিল। জীবনটা কি অদ্ভুত যেটা একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে সীমাবদ্ধ। যুগে যুগে মানুষের এই বিবর্তন যেটা কখন গিয়ে থামবে কেউই জানে না। প্রতিটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা আবার কখন সেটাও কেউ জানে না। জীবনের শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত অনেক স্মৃতি বিজড়িত ঘটনা সেটাই মানুষের মূল সাক্ষী। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় সেই চলার পথে পিছনের অতীত গল্প হয়ে থাকে। যেগুলো শুধুই স্মৃতি ঠিক তেমনি ছোটবেলার স্মৃতি বিজড়িত গল্প বা জীবনের ইতি যেগুলো কখনো ভুলবার নয়। জীবনের শুরু থেকে যুদ্ধের সাথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় । এই জীবন যুদ্ধের পথ চলা একসময় শেষ হয়ে যাবে। পিছনে রয়ে যাবে শুধুই পথ চলা সকল স্মৃতি বিজড়িত অতীত। যেগুলো প্রতিটা মানুষের জীবনের স্মৃতি কাব্য হিসেবে রয়ে যাবে। পৃথিবীর এই সৌন্দর্য রূপ এবং জীববৈচিত্রের সব কিছুই রয়ে যাবে সত্যিই সেটা আমাকে অবাক করে দিয়েছে।

vintage-2373083__480.jpg

Source

জীবনের চেতনা

জীবনের পথে পাড়ি জমিয়ে
এসেছ অনেক পথ
ছিল না কোনো রথ ।
এসেছ তুমি হেঁটে
অনেক কষ্ট খেটে ।
সামনের পর্দা হঠাৎ সরিয়ে
দেখ সন্তান - সন্ততির দেশ
এখানেই শেষ ।
জমি জমার নেই কোন মূল্য
সব এখন ময়লা তুল্য ।
একদিন তোমার খাটিয়া নামিয়ে
রেখে দিয়ে কবরে ।
সন্তানরা ফিরবে কাজের নগরে ।
জোগায় প্রাণের রসদ ,
গড়ে তোলে অট্টালিকা সম্পদ ।
অনেক অনেক বছর গড়িয়ে
জীবনের শেষ ধাপে ,
তারাও অর্থের মূল্য মাপে ।
পার্থিব যত মিছে
সব ফেলে দিয়ে পিছে
জীবনটা করে ত্যাগ ।
যুগ যুগ ধরে দেখো শুধু চেয়ে
চলে এই একই গল্প
সময়টা খুব স্বল্প ।
রেখে সব বাড়ি গাড়ি
দিতে হবে সে দেশে পাড়ি
দেহটাও রেখে , শুধুই আত্না নিয়ে ।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 years ago 

আসলেই মানুষের মৃত্যু কখন তার জীবনের চাকা থামিয়ে দিবে সেটা কেউ জানে না। এজন্যই মানুষ জীবন যুদ্ধে সব সময় যুদ্ধ করে চলে। অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া আর কবিতাটা পুরোপুরি বাস্তব জীবনের সাথে মিল রেখে লিখেছেন। একজন মানুষ বাস্তব জীবনের সাথে যতটুকু যুদ্ধ করে তার দিন পার করে ঠিক এই কবিতাটাও সেভাবেই লিখেছেন। অনেক সুন্দর লেগেছে ভাইয়া।

 2 years ago 

জীবনটাই এরকম চাকার মতো ঘুরছে কখন যে থেমে যাবে সেটা কেউই জানে না।

 2 years ago 

আসলে জীবন মানেই যুদ্ধে। জীবনের প্রতিটি ক্ষেএেই যুদ্ধ। আসলেই আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে সেটা কখন তা আমরা কেউই জানি না।তবে আমরন অব্দি কিছু কিছু অতীত কখনোই ভুলার না।যাই হোক আপনার কবিতাটা বেশ দারুন হয়েছে। আসলেই এত এত কিছু সব রেখে চলে যেতে হবে আপন নীড়ে।কিছুই থাকবে না।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

জীবনটাই একটা যুদ্ধ ক্ষেত্র যেটা চলতে থাকে আবার কখন যে অচল হয়ে যাবে কেউ জানে না।

 2 years ago 

রেখে সব বাড়ি গাড়ি
দিতে হবে সে দেশে পাড়ি
দেহটাও রেখে , শুধুই আত্না নিয়ে ।

সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কখন যে জীবনের শেষ পর্যায়ে আমরা চলে আসি বুঝতেই পারি না।
যে সম্পদ অর্জন করার জন্য এত ব্যস্ততা আসলে এই ব্যস্ততার মধ্যেই কখন মৃত্যু নামক শব্দ এসে ধরা দেয় আমাদের জীবনে ।নিঠর দেহটা পড়ে থাকে পৃথিবীতে আত্মাটা পারি জমায় পরলকে।
যা হোক অনেক সুন্দর লিখেছেন আপনি কবিতাটি।

 2 years ago 

আসলেই স্বার্থ নিজের অর্জন নিজেকে সফলতা পথে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের লক্ষ্য কিন্তু জীবনের লক্ষ্য একসময় শেষ হয়ে যাবে।

 2 years ago 

আপনার কবিতাটা ছোট হলে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যেখানে জীবনের বিশেষ কিছু মুহূর্তের বাস্তবতা ফুটে উঠেছে আপনার কবিতার মধ্য দিয়ে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর কবিতা লেখা পড়ে। পুনরায় নতুন কবিতা পাওয়ার আশায় রইলাম।

 2 years ago 

জীবন একটি অদ্ভুত বিষয় নিজেকে নিয়ে চিন্তা করলে অনেক কিছুই ভাবায় যেটার প্রশ্নের উত্তর খুঁজে পাই না।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রতিটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত বড় হওয়ার অনেক পুরনো স্মৃতি পিছনে পড়ে থাকে। আর এই স্মৃতিগুলো কখনো ভুলে যাওয়ার মতো নয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া জীবন নিয়ে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জন্ম মৃত্যু দুটোই মানুষের মধ্যে অন্তর্নিহিত আর এই দুটোর মধ্যেই জীবনের শেষ সমাপ্তি হয়।

 2 years ago 

বাহ্ খুবই অসাধারণ আপনি খুব সুন্দর করে জীবনের চেতনা কবিতাটি লিখেছেন। মানুষ চলতে চলতে একসময় তার জীবনে চাকা থেমে যাবে। আর সবকিছু অতীত হয়ে যাই। মানুষের জীবনের বাস্তবতা কিছু দিক আপনি কবিতার মধ্যে তুলে ধরেছেন। তবে আজকে আপনার কবিতাটি খুবই অসাধারণ ছিল। কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল।

 2 years ago 

জীবনের এই চাকা এক সময় শেষ হবে শুধু পরে রবে সকল স্মৃতি।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন প্রত্যেকটি মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তা কখন হবে সেটা আমরা কেউই জানিনা।আপনি এই কবিতাটির মাধ্যমে অনেক বাস্তবিক কথা এবং সত্যি কথা তুলে ধরেছেন যা পড়তে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আসলে আমি কবিতা পড়তে ভীষণ পছন্দ করি আর তা যদি হয় এরকম টপিক নিয়ে তাহলে তো কোন কথাই নেই। পুরো কবিতা পড়তে একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

জীবনের বাস্তবময় বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি যেটা জীবনের শেষ অব্দি পর্যন্ত সাথেই থাকবে।

 2 years ago 

"জীবনের চেতনায়" এই কবিতাটি আমার কাছে পড়ে খুবই ভালো লেগেছে। আপনি নিজের কিছু অনুভূতির যে কথাগুলো বলেছেন সেগুলো একেবারেই সত্যি বলেছেন। আসলে প্রত্যেকটি কথাই একেবারে বাস্তব।এই কবিতাটি পড়তেও তেমনি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। যার মাধ্যমে আপনি অনেক কিছুই তুলেছেন। আসলে কবিতার মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশি ঘটে।

 2 years ago 

হ্যাঁ আপু এটাই সত্যি জীবনের শুরু শেষ কখন যে থেমে যায় কেউই বলতে পারে না এটাই মূল সত্য কথা।

 2 years ago (edited)

আসলে ভাই কবিতা পড়ে হৃদয়ের মাঝে শিউলিত হয়ে উঠলো। একসময় আমাদের এ জীবন থমকে যাবে পৃথিবীর সব সম্পর্ক এক নিমিষে শেষ হয়ে যাবে। প্রত্যেক মানুষের মৃত্যুর গ্রহণ করতে হবে। তবে কে কখন কোন সময় মারা যাবে তা কখনো কেউ বলতে পারে না। কবিতাটি বেশ ভাল ছিল। চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জীবনকে নিয়ে ভাবলে পৃথিবীর সব মায়া ভালোবাসা নিঃসঙ্গ একাকী হয়ে পড়ে এটাই চিরন্তন সত্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76343.25
ETH 3042.42
USDT 1.00
SBD 2.62