ট্রাভেল: সাতক্ষীরা আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার || ঘোরাঘুরি পর্ব- ৫ by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সাতক্ষীরা আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার
  • ১৮, সেপ্টেম্বর ,২০২৩
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সাতক্ষীরায় কাটানো মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



_1695059537725-01.jpeg


Device : Redmi Note 11
সাতক্ষীরা আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


আজকে আপনাদের সাথে ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্য পটভূমি পর্ব -৫ শেয়ার করব। এই তো কিছুদিন আগে প্লান করেছিলাম দক্ষিণ অঞ্চলে ঘুরতে যাব। এপ্রিল মাসের ২০ তারিখে প্লান করেছিলাম আগস্ট এর ৩ তারিখে ঘুরতে যাব। সব কিছু ঠিকঠাক কিন্তু বড় ভাইয়ের একটি বিশেষ সমস্যার কারণে আমাদের নির্ধারিত তারিখ চেঞ্জ করে ১১ তারিখে যাওয়ার দিন ঠিক করি। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেই দিনটির অপেক্ষায় দিন যেন শেষ হয় না। সেই অনুভূতিটাই অন্যরকম এটা হয়তো নিজেই অনুভব করতে পারি। দুইটি বাইক চারজন দুইজন বড় ভাই দুজন বন্ধু আমাদের উদ্দেশ্য যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই তিনটি জেলায় ভ্রমণ করব।

IMG_20230812_120213-01.jpeg

IMG_20230812_120526-01.jpeg

IMG_20230812_120623-01.jpeg

IMG_20230812_120543-01.jpeg

IMG_20230812_120849-01.jpeg


Device : Redmi Note 11
প্রবেশ পথ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



চতুর্থ পর্বে আপনাদের সাথে সাতক্ষীরার বাজারে এবং সেই বাজারের বিভিন্ন দৃশ্য পটভূমি তুলে ধরেছিলাম । আমরা সাতক্ষীরা পৌঁছানোর পরের দিন প্লান করেছিলাম সুন্দরবন চুনা নদীর তীরে অবস্থিত আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার জায়গাটি পার্কের মত সুন্দরবনের নদীর পাশে দারুন একটা পরিবেশ তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে সেই জায়গাটির সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করব। সাগর ভাইয়ের মামা তিনি আমাদের সাথে গিয়েছিলেন। চাকরির সুবাদে সাতক্ষীরায় তাকে থাকতে হয় অনেকবার এই জায়গাটিতে তিনি এসেছেন তার অনেক অভিজ্ঞতা ।তিনি আমাদের সেখানে নিয়ে গিয়েছিলেন ।

IMG_20230812_120858-01.jpeg

IMG_20230812_120948-01.jpeg

IMG_20230812_121145-01.jpeg

IMG_20230812_121153-01.jpeg

IMG_20230812_121719-01.jpeg


Device : Redmi Note 11
পার্কের মধ্যে লাভ পয়েন্ট সেখানে সেলফি তুলে ছিলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সেখানে পৌঁছানোর পর আমাদের বাইকগুলো সুন্দর একটি স্থানে রেখে দিলাম। তারপর সেই আঙ্কেল টিকিট কাউন্টার থেকে পাঁচটি টিকিট নিজেই সংগ্রহ করল। প্রত্যেকের হাতে একটি করে টিকিট ধরিয়ে দিল আমাদের টিকিটগুলো দায়িত্ব থাকা ব্যক্তিগুলো সংগ্রহ করল। আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার সাথে সাথেই চারিপাশে সুন্দরবনের কেওড়া গাছ গুলো দেখতে পেলাম। কাঠ এবং বাঁশের মাধ্যমে তৈরি সাঁকো সেখানে যাওয়ার জন্য দারুন দারুন বোসার জায়গা তৈরি করে রাখা আছে প্রত্যেকটা জায়গায় গিয়েছিলাম এবং চারিপাশের পরিবেশটা ভালোই উপভোগ করলাম। সুন্দরবনের শুধু এক ধরনের গাছই দেখা যায় বেশি বেশি বড় হয় না অনেক ঝাপটি পরিবেশটা দারুন ছিল।

IMG_20230812_122133-01.jpeg

IMG_20230812_122138-01.jpeg

IMG_20230812_122340-01.jpeg

IMG_20230812_122449-01.jpeg

IMG_20230812_122453-01.jpeg


Device : Redmi Note 11
এই মাছটি দেখে সত্যিই অবাক হয়েছিলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



চুনা নদীর তীরে গিয়ে দারুন একটা পরিবেশ তৈরি করা হয়েছে সেখান থেকে নৌকায় উঠে সুন্দরবন অঞ্চলে ঘোরাঘুরি করা যায়। কিন্তু নৌকায় ঘুরাঘুরি করা সেই মুহূর্তে নিষিদ্ধ ছিল। লবণাক্ত পানির মাছ গুলো সেই সময় ডিম ছাড়ে এবং বাগদা চিংড়ির পুনা যেগুলো মারা নিষেধ তবুও অনেক জায়গায় জেলেরা পালিয়ে মাছ ধরছে। আমরা সেখানে এক ঘন্টা যাবত অতিবাহিত করি। হঠাৎ আমার চোখে পড়ে এক ধরনের মাছের মত আমি প্রথমে সেটাকে ব্যাঙের বাচ্চা মনে করেছিলাম কিন্তু আমার ধারণা ভুল ছিল। সেটা এক ধরনের মাছ জোয়ার ভাটা যখন হয় ভাটা হলেই এই মাছগুলো উপরে হেঁটে বেড়ায় কি দারুন দৃশ্য ।খুব কাছে গিয়ে ছবি তুলেছিলাম আবার সাথে সাথে সেই মাছ হেঁটে হেঁটে নদীর পানিতে চলে যাচ্ছে। সুন্দরবন অঞ্চলে গেলে নদীতে নৌকায় ঘোরাঘুরি না করলে কোন মজাই নেই। আঙ্কেল চেষ্টা করলেও একটা নৌকা ভাড়া করার জন্য অবশেষে নৌকা একটি পেয়েছিলাম। নৌকায় ঘুরাঘুরি করা মুহূর্তের দৃশ্যপট পরবর্তী পর্বে শেয়ার করব।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ঠিক বলেছেন ভাইয়া কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে যেন সময় যেতেই চায় না। তবে একটা নির্দিষ্ট দিন ঘুরতে যাওয়ার জন্য ঠিক করা হলে তা যদি কোনো কারণে পরিবর্তন হয়ে যায় তাহলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক আপনি ভ্রমণ প্রিয় মানুষ বুঝতে পারছি। বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন আর খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে। আপনি একটি সুন্দর মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার মতো আমিও ব্যাঙের বাচ্চা মনে করেছিলাম। সুন্দরবনে গিয়ে নৌকায় ঘোরাঘুরি করেছেন সেই পর্ব দেখার জন্য অপেক্ষায় রইলাম।

 last year 

দিনটা দারুন উপভোগ করেছিলাম, যখন নৌকা ঠিক করে নদীর দিকে আর সুন্দরবনের ভেতরের সাইডে গিয়েছিলাম তখন আরো বেশি ভালো লাগছিল। তাছাড়া সবাই মিলে একসাথে বাইক নিয়ে গিয়েছিলাম বলে আরো বেশি মজা হয়েছিল দিনটা এখনো খুব মিস করি।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে ভাই এই ধরনের ঘোরাঘুরি করতে আমারও অনেক ভালো লাগে আপনি পাঁচটি টিকিট কেটেছিলেন। আসলে কোন নির্দিষ্ট একটা দিন ঘোরার সময় ঠিক আছে দিনটি যদি পরিবর্তন করা হয় তাহলে মনের মধ্যে কেমন একটা আনচান করে যে অমুক দিনে গেলে ভালো হতো। আপনি বন্ধুদের সাথে অনেক সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করেছেন দেখে বোঝা যাচ্ছে। আপনি ভ্রমণ প্রেমিক মানুষ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।

 last year 

আপনারা তো দেখছি অনেকেই গেছেন সাতক্ষীরা ট্যুরিজম এলাকায় ঘুরাঘুরি করতে। তবে আকাশ নীলা ইকো পার্কের দৃশ্য গুলো দেখেই বুঝা যাচ্ছে খুবই সুন্দর একটি এরিয়া। পরিচিত লোকজন থাকলে ভালো হয় এমন জায়গায় যেতে। অনেক ঘোরাফেরা করলেন অনেক মজা করলেন সবাই মিলে। ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

সাতক্ষীরার এই আকাশ নীলা পার্ক সম্পর্কে এর আগে একটা ভিডিও দেখেছিলাম ইত‍্যাদি তে। বেশ ভালো লেগেছিল। সুন্দরবনের নিকটে অবস্থিত এটা। সুন্দরবনের ফিল পাওয়া যায়। এবং টিকিটের মূল‍্যটাও বেশ কম। প্রকৃতির মধ্যে এমন পার্ক খুবই কম দেখা যায়। যাইহোক সবমিলিয়ে চমৎকার ছিল আপনার আকাশ নীলা পার্ক ভ্রমণ টা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68481.33
ETH 2722.20
USDT 1.00
SBD 2.75