স্পোর্টস : ইংলিশ লীগ (চেলসি ^ ম্যানচেস্টার ইউনাইটেড )//by ripon40

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • স্পোর্টস : চাম্পিয়ানস লীগ (চেলসি ^ ম্যানচেস্টার ইউনাইটেড )
  • ০৭, ডিসেম্বর ,২০২৩
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20231207_205340.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


চেলসিম্যানচেস্টার ইউনাইটেড
মোট শট-১৩মোট শট-২৮ ।
টার্গেটের শট-৩টার্গেটের শট-৯ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫৬%বল পজিশন -৪৪%
পাস করে -৫১২পাস করে -৩৯৭
পাস নির্ভুলতা-৮৫%পাস নির্ভুলতা-৮৫%
ফাউল-১২ফাউল-১২
হলুদ কার্ড- ০০হলুদ কার্ড - ০৪
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০১অফসাইডস-০৩
কোণ- ০৪কোণ- ১২
সময়কাল রাত ২ টা০৭.১২.২০২৩ইং
ফলাফল :চেলসি-১ ম্যানচেস্টার ইউনাইটেড -০২

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2023-12-07-20-50-36-410_com.google.android.youtube.jpg


গতকাল ইংলিশ লিগে বড় দুটি ব্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলা আমার খুবই প্রিয় সেজন্য বড় দলগুলোর খেলা হলে খেলা গুলো উপভোগ না করে থাকতে পারিনা। ইংলিশ লীগের প্রতিটা ম্যাচের টান টান উত্তেজনা পূর্ণ মুহূর্ত চলে গতকাল সেটাই হয়েছে মুদ্রার এপিটোপিট। যাইহোক আমি ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসির ম্যাচটি দেখেছি তাছাড়া ম্যানচেস্টার সিটি ও এসটন ভিলা খেলা হয়েছিল। এই ম্যাচ দুটির পরিসংখ্যান করেছিলাম ম্যানচেস্টার সিটি এবং চেলসি জিতবে। আমার পরিসংখ্যান সম্পূর্ণই তার উল্টো হয়েছে। গতকাল ম্যানসিটি হেরে যাবে এটা কখনো ভাবি নি। ইংলিশ লীগের সবগুলো দল কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নয় যেটা প্রত্যেকটা ম্যাচে দেখতে পাই।

Screenshot_2023-12-07-20-50-59-180_com.google.android.youtube.jpg


সেজন্যই ইংলিশ লীগের খেলা খুবই ভালো লাগে। খেলাটি গতকাল রাত দুইটায় ম্যানচেস্টার ইউনাইটেড এর মাঠে অনুষ্ঠিত হয় ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে। ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির পারফরমেন্স গত তিন মৌসুম খুবই হতাশা জনক। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ান লীগের স্টেজে টিকে ছিল চেলসি হতাশা জনক পারফরম্যান্সে পয়েন্ট তালিকার অনেক নিচে ছিল। এই মৌসুমে ঘুরে দাঁড়ানোর জন্য দু দল অনেক ভালো ভালো প্লেয়ার কিনেছে। বিশেষ করে চেলসি তারা নতুন প্লেয়ার কিনে দলকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তবুও কেন জানি জয়ের হাতছানি তাদের থেকে উঠে গেছে।

Screenshot_2023-12-07-20-51-38-732_com.google.android.youtube.jpg


কোচ বদল করা সত্ত্বেও চেলসি তার আগের রূপ ফিরে পাচ্ছে না যেটা সত্যিই দুঃখজনক। ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট তালিকায় ৬ অন্যদিকে চেলসি পয়েন্ট তালিকায় দশে তাদের তুলনায় আর্সেনাল খুবই ভালো পারফরম্যান্স করছে । ধারাবাহিকভাবে এই মৌসুমে তারা পয়েন্ট তালিকা শীর্ষে রয়েছে। যাইহোক, এই ম্যাচটি দু দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেড জিততে না পারলে ম্যানচেস্টার ইউনাইটেড এর কোচ এরিক টেন হ্যাগ তার চাকরি থাকবে কিনা সেটাই সন্দেহ। যেহেতু ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে খেলা সেজন্য এগিয়ে থাকবে তবুও আমি তাদেরকে পিছিয়ে রেখেছিলাম তাদের পারফরম্যান্সের কারণে কারণ চ্যাম্পিয়ন্স লিগের তারা দুর্বল প্রতিপক্ষের সাথে ভালো পারফরম্যান্স করতে পারেনি যেটা সত্যি হতাশার ছিল।

Screenshot_2023-12-07-20-52-00-143_com.google.android.youtube.jpg


খেলার শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। খেলার 15 মিনিটে চেলসির ডিফেন্ডার আন্তনিকে ডি বক্সের মধ্যে থেকে ফাউল করে বসে সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড একটি পেনাল্টি পায়। পেনাল্টি কিক নেয় ব্রুনো ফার্নান্দেজ কিন্তু গোলকিপার সেই পেনাল্টি ঠেকিয়ে দেয়। তখনই মনে করেছিলাম আজ হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড এর কপালে জয় হবে না। কিন্তু খেলার- উনিশ মিনিটে ম্যাক টমেনি দারুন এক ফিনিশিং করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে চেলসি চেষ্টা করে গোল শোধ করার তারা ভালই আক্রমণ করে কিন্তু গোল করতে পারেনা। প্রথমার্ধ খেলা প্রায় শেষ সেই মুহূর্তে দারুন একটি গোল করে চেলসির স্ট্রাইকার পালমার সত্যিই ফিনিশিং টা খুবই সুন্দর ছিল। এক এক গোলের সমতায় ম্যাচটি বিরতিতে যায়।

Screenshot_2023-12-07-20-52-18-949_com.google.android.youtube.jpg


যখন আবার দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয় ম্যানচেস্টার ইউনাইটেড দারুন ভাবে আক্রমণ করতে থাকে। হঠাৎ করে তাদের খেলার ধারা ঘুরে গেল । চেলসির কোন পাত্তাই দিচ্ছিল না বিশেষ করে মিডফিল্ডে তারা এমনভাবে দাপট দেখিয়ে খেলছিল সেখানে চেলসি পাত্তাই পায়নি। দু'দলের মধ্যে টান টান উত্তেজনা চলছে। সত্যিই এই ধরনের ম্যাচগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে। এর আগেও আমি বলে এসেছি সেজন্য ইংলিশ লীগের যে ম্যাচগুলো হয়ে থাকে সেগুলো প্রায়ই দেখার চেষ্টা করি। বল পজিশনে কিছুটা পিছিয়ে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রতিপক্ষের জালে অনেকগুলো শট নিয়েছে এবং শর্ট অন টার্গেটও অনেক ছিল।

Screenshot_2023-12-07-20-53-02-649_com.google.android.youtube.jpg


খেলার ৬৯ মিনিটে S. McTominay হেডে দুর্দান্ত একটি গোল করে যেখানে দুই এক গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে চেলসি চেষ্টা করে গোল পরিশোধ করার জন্য যাতে ম্যাচটি সমতায় ফিরিয়ে আনা যায় ।অনেকগুলো সহজ সুযোগ মিস করে তারা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ও তাদের ব্যবধান আরো বাড়িয়ে নিতে পারত কিন্তু তারাও সহজ সুযোগ মিস করে যেগুলো বড় দলের ক্ষেত্রে কোনভাবেই কাম্য নয় সেজন্যই তাদের এই অবস্থা। যাইহোক, ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয়। যেটা তাদের জন্য খুবই প্রয়োজন ছিল । হয়তো সামনের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা থাকবে। গতকাল দারুন একটি ম্যাচ উপভোগ করেছি।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 9 months ago 

চেলসি ^ ম্যানচেস্টার ইউনাইটেড এর মধ্যকার ফুটবল খেলার খুবই সুন্দর রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পুরো রিভিউ পোস্টটি পড়ে মনে হচ্ছে খেলাটি দেখা হয়ে গেল। মনে হচ্ছে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল ম্যাচ হয়েছিল। আসলে এ ধরনের খেলা দেখার মধ্যে অনেক আনন্দ রয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58140.33
ETH 2348.86
USDT 1.00
SBD 2.44