"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা||(১০% লাজুক খ্যাকের জন্য).

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা
  • ২৯, সেপ্টেম্বর ,২০২১
  • বুধবার

আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। প্রথমেই ধন্যবাদ জানাই @shuvo35 ভাইকে এতো সুন্দর প্রতিযোগিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য। আশাকরি সবাই প্রকৃতির অপরুপ সৌন্দর্য ফুটিয়ে তুলবে।আমি প্রকৃতির কিছু ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করছি।



বাংলাদেশে প্রকৃতির সৌন্দর্য দ্বারা বিস্তৃত ও বিরাজমান রয়েছে। এদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয়। এই দেশ যেমন সুজলা -সুফলা তেমনি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ছয় ঋতুর পর্যায়ক্রমে প্রকৃতির রুপ বদলাতে থাকে। আবার অবস্থান ভেদেও প্রকৃতির সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। আজ আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

IMG_20210908_170142-01.jpeg


বিকেল বেলার দৃশ্য পটভূমি
Device: A20s
অবস্থান:https://w3w.co/watchmaker.describe.discount


প্রতিটি মানুষের কাছে গ্রামের প্রকৃতির সৌন্দর্য বেশি ভালো লাগে। কারণ গ্রামের চারিপাশে প্রকৃতির সৌন্দর্য দ্বারা বিস্তৃত থাকে। প্রকৃতি প্রমিরা ছুটে আসে সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তাদের হ্রদয়ে ধারণ করে প্রকৃতির আসল রহস্য। আমিও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি।
ছবিটিতে সবুজ ঘাসের একাংশ ফুটে উঠেছে যেটা নদীর উপর ভাসমান। তারই উপর অপেক্ষার প্রহর গুনছে এক দল বক।তারা নদী থেকে মাছ শিকারের মাধ্যমে দিনের আহার বক্ষন করে। যা সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে।

received_815002929172395-01.jpeg

received_223916463109366-01.jpeg


কাশফুলের সৌন্দর্য
Device: A20s
অবস্থান:https://w3w.co/amend.glazing.intellects


শরৎকালে বিভিন্ন জায়গায় বালিময় স্থানে কাশবেনর আধিক্য বেশি থাকে। কাশফুল সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফুটে।যেটা প্রকৃতির সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলে। এই সময় মানুষ কাশবেনর সৌন্দর্যতা উপভোগ করতে থাকে।নদীর তীরে কাশবেনর আধিক্য বেশি দেখা যায়। বাংলাদেশের অনেক অঞ্চলে কাশবন চাষ করা হয়। যেখানে পর্যটকরা এখানে এসে তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করে। কাশবনকে সৌন্দর্যের প্রতীক বললে ভুল হবে না। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর তীরে এই সময়ে কাশফুল ফুটে যা নদীর তীরের সৌন্দর্যতা বৃদ্ধি করে।

20200521_120010-01.jpeg

20200521_120257-01.jpeg


বৃষ্টির পানিতে জমা শিশিরবিন্দু
Device: A20s
অবস্থান:https://w3w.co/watchmaker.describe.discount


এই সময়ে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়।সকাল মেঘ এসে ভীড় জমায় মানুষের ব্যস্ততা বেড়ে যায়। প্রকৃতি মেঘের বৃষ্টিতে ভিজে সৌন্দর্যতা ফুটিয়ে তোলে। ঘাসের উপর বৃষ্টির পানি শিশির বিন্দু হয়ে জমা হয়।সূর্যের আলোর তাপে সেই শিশির বিন্দু আবার বিলীন হয়ে যায়। আমাদের গ্রামের মসজিদে ফুলের বাগানের ভিতরে হওয়া ঘাসের উপর জমাট বেঁধেছে শিশির বিন্দু। দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল যা প্রকৃতির সৌন্দর্যতাকে বৃদ্ধি করে।

20201216_162736-01.jpeg

20201216_162706-01.jpeg


সরিষা ফুলের সৌন্দর্যতা
Device: A20s
অবস্থান:https://w3w.co/watchmaker.describe.discount


সরিষা বাংলাদেশের অতিপরিচিত একটি ফসল।বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুড় চাষ হয়। ফুল ফুটা মুহূর্তের দৃশ্য পটভূমি অসাধারণ লাগে।প্রকৃতির সৌন্দর্যতাকে বৃদ্ধি করে। মৌমাছি ফুল ফুটা মুহূর্তে এসে হানা দেয়।তারা প্রতিটি ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করে। সমস্ত ফুল গুলো যখন একসাথে ফুটে ওঠে তখন প্রকৃতির সৌন্দর্যতা আসল রুপ খুঁজে পাই।আমার কাছে সরিষা ক্ষেত এর সৌন্দর্য খুবই ভালো লাগে।আমাদের বাড়ির পাশে মাঠে প্রচুর সরিষা চাষ করা হয়। আমি প্রতিনিয়ত সেই সৌন্দর্য উপভোগ করতাম।

20210612_182751-01.jpeg


বৈদুতিক তারের সাথে লতাপাতার সম্পৃক্ততা
Device: A20s
অবস্থান:https://w3w.co/watchmaker.describe.discount


বৈদ্যুতিক তারের সাথে যখন প্রকৃতির সৌন্দর্যতা ফুটে ওঠে তখন কেমন লাগে আপনাদের কাছে। হঠাৎ রাস্তা দিয়ে হাটা মুহুর্তে দৃশটা আমার চোখ পড়ে যায়। প্রায় মুহূর্তে রাস্তার উপর দিয়ে হেটে যাওয়ার সময় বিষয়টা উপভোগ করতাম। বৈদ্যুতিক খুঁটির উপর দিয়ে বয়ে যাওয়া তারের পাশাপাশি লতাপাতা ভাগ বসিয়েছে। মনে হচ্ছে বৈদ্যুতিক লাইনের একটি অংশ।

20210830_131403-01.jpeg


পাহাড়ের মেলা
Device: A20s
অবস্থান:https://w3w.co/remotest.iteration.rebirth


বাংলাদেশের বিভিন্ন জায়গায় সৌন্দর্যতা আলাদা আলাদা ভাবে ফুটে ওঠে। আর সেই সৌন্দর্যতা উপভোগ করতে চাইলে প্রচুর ঘুরতে হবে।এইতো কয়দিন আগে ঘুরে এলাম পার্বত্য অঞ্চলে সেখানে শুধু পাহাড়ের মেলা।ছোট বড় বিভিন্ন ধরনের উঁচুনিচু পাহাড়। তারই উপর প্রকৃতির সৌন্দর্যতা ভর করেছে।

20210830_094500-01.jpeg

20210830_094503-02.jpeg


মেঘের রাজ্য
Device: A20s
অবস্থান:https://w3w.co/remotest.iteration.rebirth


নীলগিরি উচু পাহাড় গুলোর মধ্যে একটি যেখান থেকে ছোট পাহাড়ের দৃশ্য দেখা যায়। আমি কখনো ভাবিনি আকাশটা হাতের স্পর্শে দেখতে পাবো।সাদা আকাশ গুলো গায়ের সাথে লেগে যাচ্ছে। খুবই অসাধারণ মুহুর্ত উপভোগ করেছি বলে বোঝাতে পারবো না।এখানে ঘুরতে আসার পর থেকে আমার ঘুরার ইচ্ছাটা বেড়ে যায়। বড় পাহাড়ে অবস্থান করার পর ছোট পাহাড় গুলো সাদা আকাশের ভীরে ঢেকে গিয়েছে। প্রকৃতির সৌন্দর্যের আসল রুপ আমি এখান থেকে অনুভব করতে পেরেছি।

20210826_112104-01.jpeg

20210829_132132-01.jpeg


ঝর্ণার সৌন্দর্য
Device: A20s
অবস্থান:https://w3w.co/remotest.iteration.rebirth


বর্ষাকালীন মৌসুমে পাহাড়ি অঞ্চলে প্রচুড় ঝর্ণা দেখা যায়। ঝর্ণা উপভোগ করতে বর্ষার মৌসুমে পর্যটকরা এখানে এসে ভীড় জমায়। আমার কাছে ঝর্ণার আওয়াজ অসাধারণ লাগে। বড় বড় পাহাড়ের উপর থেকে ঝর্ণা নিচের দিকে পড়তে থাকে। আমি পাহাড়ের উপর উঠে ঝর্ণা পড়ার দৃশ্য দেখতে গেলাম। ঝর্ণা পাহাড়ের সৌন্দর্যতা বৃদ্ধি করেছে। একে অপরের পরিপূরক হিসেবে বহমান রয়েছে।

20210826_085232-01.jpeg


Device: A20s
অবস্থান:https://w3w.co/fattened.locating.dragons


প্রকৃতির সৌন্দর্যের কোন শেষ নেই। প্রকৃতি প্রতিনিয়ত তার সৌন্দর্য ফুটিয়ে থাকে। প্রতিটি মানুষ সেই সৌন্দর্য উপভোগ করতে থাকে।সময়ের সাথে সাথে প্রকৃতি তার রুপ বদলাতে থাকে। আজ আমি বিভিন্ন ধরনের প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পছন্দের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম প্রকৃতির সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।


প্রকৃতির সৌন্দর্যফটোগ্রাফি
অবস্থানবাংলাদেশ
ক্যামেরা ব্যবহারA20s
ফটোগ্রাফার@ripon40

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আমাদের কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই। এতো সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রকৃতির অনেকগুলো দিক আপনার ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে। মেঘের রাজ্য, পাহাড়, কাশফুল, সরিষা ক্ষেত সবকিছুই খুব সুন্দর করে আপনার পোস্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে সরিষা ক্ষেত এবং মেঘের রাজ্যে ছবিগুলো অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার প্রত‍্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবুজ প্রকৃতি কাশফুল সরিষা ঝর্ণা মেঘ পাহাড় সবকিছুই ছিল। সবমিলিয়ে খুব সুন্দর উপস্থাপন করেছেন।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দারুণ অংশগ্রহন ভাই,
প্রথম এবং শেষের দৃশ্যগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। পাহাড়ের মেঘের দৃশ্যগুলো সত্যি অসাধারণ ছিলো। ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর ফোটোগ্রাফি করেছেন আপনি।আমি ছবিগুলো দেখে মুগ্ধ হলাম।মেঘেদের মেলা, পাহাড়ি ঝর্না সবমিলিয়ে দারুণ হয়েছে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার সুন্দর মতামত এর জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আসলেই অসাধারণ হয়েছে,,,, আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Hi, @ripon40,

Your post has been supported by @sm-shagor from the Steem Greeter Team.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65248.25
ETH 3471.40
USDT 1.00
SBD 2.51