নাটকের রিভিউ "কাম ফ্রম ঘানা" || by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • নাটক রিভিউ
  • ১৯, জুলাই ,২০২৩
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কাম ফ্রম ঘানা নাটকের রিভিউ শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20230719_011851.jpg

ছবিঃ ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


নামকাম ফ্রম ঘানা
পরিচালকতাইফুর জাহান আশিক ।
অভিনয়মোশাররফ করিম , নীলাঞ্জনা নিলা।
দৈর্ঘ্য৪০:০৩ মিনিট ।
ধরনকমেডি, হাস্যরসাত্মক।
ভাষাবাংলা।
মুক্তির তারিখ০১.০৭.২০২৩ইং।

নাটকের সারসংক্ষেপ




Screenshot_2023-07-19-01-14-18-983_com.google.android.youtube.jpg


নাটকের মূল চরিত্রে অভিনয় করে মোশারফ করিম এবং নীলাঞ্জনা নিলা। মোশারফ করিম অভিনয়ে অল স্কয়ার তার অভিনয় নিয়ে কোন খারাপ মন্তব্য করা কারো পক্ষে সম্ভব নয় অন্যদিকে নীলাঞ্জনা নীলা তিনি অনেক ভালো অভিনয় করে থাকে। নাটকের গল্পটি পরিচালক নিজেই বলেছেন কাল্পনিক হয়তো এরকম ঘটনা অনেক ঘটেছে যেটা সবাই কম বেশি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। নাটকটি হাস্যরসাত্মক ছিল অনেক মজা অনেক বিনোদনের মাধ্যমে পরিচালিত করা হয়েছে।

Screenshot_2023-07-19-01-09-31-953_com.google.android.youtube.jpg


নাটকের শুরুতে দেখতে পাই মোশারফ করিম মন্টু নামে পরিচিত তিনি ব্যান্ড পার্টি নিয়ে গ্রামে সারা জাগিয়ে তুলেছে । তিনি ব্যান্ড পার্টি নিয়ে গ্রামে গ্রামে স্লোগান দিতে থাকে দেশী ও মেয়ের বেল নাই মন্টু ভাইয়ের বেল আছে। তার একটাই কারণ তিনি গ্রামের সকল মেয়েদের কাছে পাত্তা পায় না তার বয়স হয়ে গেছে বিবাহ করবে কোন মেয়ে তাকে পাত্তা দিতে চায় না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন মোবাইলের মাধ্যমে বিদেশি মেয়েদের প্রেমে পড়বেন। তিনি ফেসবুকের মাধ্যমে আমেরিকান একটি মেয়ের সাথে পরিচিত লাভ করে।

Screenshot_2023-07-19-01-07-04-927_com.google.android.youtube.jpg


এদিকে যে সকল মেয়েরা তাকে পাত্তা দেয়নি তার ব্যান্ড পার্টি নিয়ে এলাকায় সারা জাগানো দেখে তার সামনাসামনি হয় আর নায়িকা চরিত্রে নীলাঞ্জনা নীলা অভিনয় করে থাকে। তখন নীলা বলে আপনি এলাকায় ব্যান্ড পার্টি নিয়ে কি শুরু করে দিয়েছেন আপনার কোন মান সম্মান নেই আপনারই সম্মানহানি হবে। তখন মন্টু বলে তোমার বাবা একজন বাস ব্যবসায়ী তিনি সবসময় চেষ্টা করে মানুষের বিভিন্নভাবে বাঁশ দিতে তুমিও কি চাইছো আমাকে সেই ধরনের হেনস্থা করতে। নীলার পাশে তার বান্ধবী থাকে তাকে বলে এই যে তার ভাব দেখে মনে হয় বলিউডের নায়িকা আগমন হয়েছে কিন্তু মেম্বারের বাড়ি কাজ করে খায়।

Screenshot_2023-07-19-01-02-47-022_com.google.android.youtube.jpg


তাদের সাথে কথা শেষ করে আবার ব্যান্ড পার্টি বাজিয়ে এলাকার কাজী এবং ফকির সবাইকে দাওয়াত দিয়ে দেয় তার বিবাহ উপস্থিত থাকার জন্য। এদিকে ফক ির তার সকল ড্রেস চেঞ্জ করে কোড টাই পড়ে তার বিবাহে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেয় অন্যদিকে কাজী সাহেব অপেক্ষায় থাকে আমেরিকা থেকে আশা মেয়ের বিবাহ সম্পন্ন করার জন্য। গ্রামের সবাই বলতে থাকে আমেরিকা থেকে তোমার সেই প্রিয়তমা কবে আসবে তখন মন্টু সাহেব বলে আজ না আসলে কাল সকালের মধ্যে চলে আসবে। এদিকে মন্টু সাহেবের মা-বাবা খুবই খুশি হয় আমেরিকার মেয়েকে তার ছেলে বিবাহ করবে বলে।

Screenshot_2023-07-19-00-55-02-517_com.google.android.youtube.jpg


মন্টু সাহেবের বাবা-মা বিবাহের পূর্ব প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকে। সব সময় ব্যস্ত থাকে আর মন্টু সাহেব এবং তার মা বাবা সবাইকে সব ধরনের কর্মকাণ্ডে সঠিকভাবে করতে নির্দেশ দেয়। তার বাবা খুশি হয়ে বলে এতদিন পর আমার ছেলে কাজের একটা কাজ করেছে এখন আমরা আমেরিকা গিয়ে থাকতে পারবো সেই খুশিতে তারা দিশেহারা হয়ে যায়। বিবাহের পূর্ব প্রস্তুতি নিয়ে বাড়ি খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আমি কেমন টু তার প্রিয় তোমাকে বরণ করার জন্য রাস্তায় অপেক্ষা করে।

Screenshot_2023-07-19-00-45-38-931_com.google.android.youtube.jpg


সাথে একটা নিজের নাম লেখা ব্যানার নিয়ে যায় বিভিন্ন গাড়ি আসা-যাওয়া করে তার বন্ধু বলে তারা কখন আসবে ।তার মধ্যেই তাদের সামনে একটি কার এসে থামে তখন মন্টু সাহেব বলে এসে গিয়েছে। কার থেকে এমন একজন মহিলা নেমে আসে মন্টু সাহেব সেটা দেখে ভয় পেয়ে যায়। আফ্রিকান অনেক মোটা তাজা এমন একটা মহিলা কার থেকে বের হয়ে আসে। মন্টু সাহেব এটা দেখে পিছন দিকে দৌড় দিতে শুরু করে। সেই ভদ্র মহিলার নাম লুসি সে তাদেরকে অনুসরণ করতে থাকে তাদের পিছে পিছে। মন্টু সাহেব গিয়ে নীলাঞ্জনা নিলার রুমে পালায়।

Screenshot_2023-07-19-00-39-06-479_com.google.android.youtube.jpg


পথে কাজী সাহেব লুসী মহিলাকে দেখতে পেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করা হয় মন্টু সাহেবের বন্ধু মেম্বার সাহেবকে খবর পাঠায়। এই ধরনের ঘটনা ঘটেছে দ্রুত পদক্ষেপ নিতে হবে মেম্বার সাহেব মন্টু সাহেবের বাড়ি গিয়ে উপস্থিত হয়। তার বাবা মাকে বলে দ্রুত তাদের বিবাহের ব্যবস্থা কর। মন্টু সাহেব বলে আমার সাথে প্রতারণা করা হয়েছে আমি আমেরিকান মেয়ের সাথে কথা বলেছি আর চলে এসেছে আফ্রিকার ঘানার মেয়ে। যাইহোক এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ঢাকা থেকে একজন লোক আসে লুসি নামে কোন মহিলাকে দেখতে পেয়েছে কিনা তার খোঁজ নিতে গ্রামের লোকজন মন্টু সাহেবের বাড়ি দেখিয়ে দেয়।

Screenshot_2023-07-19-00-35-02-681_com.google.android.youtube.jpg


সেই ঘটনা হলো লুসির স্বামী তিনি একজন ফুটবলার এই দেশে প্রফেশনাল ফুটবল খেলে। সে এই দেশে এসেছে কিন্তু তার মোবাইলটা ছিনতাই হয়ে যায় আর তার স্বামীর নাম মটু সে মন্টু সাহেবের ব্যানারে নামটি দেখতে পেয়ে বলে তাহলে এটাই হবে। তার মতো তাই তাদের পিছনে সেও দৌড় দিতে থাকে। ঘটনাটি পরিষ্কার হয়ে গেলে মন্টু সাহেব খুবই খুশি হয়। তারপর নীলাঞ্জনা নীলা তার জন্য বাগানে অপেক্ষা করে। তাদের ভালোবাসার ধৈর্যের পরীক্ষার কথা বলে নাটকটি সেখানেই শেষ হয়ে যায়। আসলেই নাটকটি হাস্যরসতাক ছিল।

শিক্ষা


নাটক থেকে শিক্ষণীয় বিষয়টি হলো জীবনের এই অগ্রযাত্রা কখনো থেমে থাকে না ।আমরা যে পরিবেশে বেড়ে ওঠি না কেন নিজেদের মধ্যে ভালোবাসার বন্ধন সবসময় অটুট থাকলে জীবনটা সুন্দর ্্। জীবনের অনেক ভুল পথ অনুসরণ করে যখন আবার সঠিক পথে ফিরে আসা যায় তখনই জীবনের প্রকৃত সুন্দর মুহূর্তটা ফিরে পাওয়া যায়। বাংলাদেশে এরকম অনেকগুলো ঘটনা দেখেছি মিডিয়াতে যেখানে বিদেশী মেয়েদের সাথে বাংলাদেশের ছেলেদের ভালবাসার সম্পর্ক তৈরি হয়েছে সেই কাহিনীটা পুরা পৃথিবীকে সারা জাগিয়েছে। সেই ঘটনা ভিত্তি করে নাটকটি করা হয়েছে।

ব্যক্তিগত মতামত


নাটকটি কয়েকদিন আগেই রিলিজ পেয়েছে কিন্তু আমার দেখা হলো আজকে। মোশাররফ করিম , নীলাঞ্জনা নিলা খুব সুন্দর অভিনয় করেছে। মোশাররফ করিমের নাটক মাঝে মাঝে দেখা হয় ভালই লাগে। এই নাটকটি আমার কাছে ভালোই লেগেছে। তাদের দুজনের জুটি অনেক মানিয়েছিল নাটকের গল্পটা চমৎকার ছিল। তাছাড়া মিউজিক, সাউন্ড সিস্টেম সবকিছু অনেক সুন্দর ছিল।

ব্যক্তিগত রেটিং


আমি নাটকটি কে ৮/১০ দিচ্ছি।

নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে




20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

কাম ফ্রম ঘানা নাটকটি আমি দেখেছি নাটকের দৃশ্যপট এবং সংলাপ দেশ অসাধারণ। আপনার করা নাটকের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। মোশাররফ করিমের অভিনয় বেশ দুর্দান্ত ছিলো। বিশেষ করে নাটক গল্পটা সত্যি খুব অসাধারণ ছিলো এত সুন্দর নাটক রিভিউ আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনার করা নাটকের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া।আপনি দারুন ভাবে রিভিউ পোস্ট শেয়ার করলেন। মোশাররফ করিমের নাটক বেশ মজার হয়।হাসির নাটক আমার খুব ভালো লাগে।এই নাটকটি সময় পেলেই দেখবো আশাকরি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। মোশাররফ করিমের নাটক মানেই মজার আর হাসির নাটক। এই নাটক এখনো দেখা হয়নি।সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

আসলে আমরা একেকজন একেক পরিবেশে বেডে উঠি। আর আমরা যে পরিবেশে বেডে উঠি না কেন, আমাদের সবার মধ্যে ভালোবাসাটা সব সময় আটুক থাকে এটা কিন্তু সত্যি। মোশারফ করিমের এই নাটকটা আমার দেখা হয়নি। তবে আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে নাটকটির সম্পূর্ণ কাহিনী দেখতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই চেষ্টা করবো নাটকটি দেখার।

 last year 

আপনার রিভিউ পোস্টটি অনেক ভালো লেগেছে।আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ সাজিয়েছেন।এটা দেখে যে কোনো নাটক দেখার আগ্রহ এমনিতেই অনেকটা বেড়ে যাবে সবার।আমারও আগ্রহ বেড়ে গেল নাটকটি দেখার।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

কাম ফ্রম ঘানা নাটকটা এখনো পর্যন্ত আমি দেখিনি। আসলে এই নাটকগুলো আমার দেখা হয় না। তবে নাটকটার মধ্যে শিক্ষনীয় বিষয় কিন্তু অনেক বেশি ভালো ছিল। বেশ শিক্ষনীয় একটা নাটক আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আমি তো সময় পেলেই এই নাটকটা দেখে নেব ভাবছি। কারণ রিভিউটা পড়ে অনেক বেশি উপভোগ করেছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29