স্পোর্টস : ইংলিশ লীগ ( ম্যানসিটি ^ টটেনহাম )//by ripon40

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ইংলিশ লীগ ( ম্যানসিটি ^ টটেনহাম )
  • ১৫, মে ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240516_104825.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


ম্যানসিটিটটেনহাম
মোট শট-০৮মোট শট-১০ ।
টার্গেটের শট-৫টার্গেটের শট-০৫ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৪৬%বল Let's -৫৪%
পাস করে -৫৩৩পাস করে -৬১১
পাস নির্ভুলতা-৮৯%পাস নির্ভুলতা-৮৮%
ফাউল-১১ফাউল-১৪
হলুদ কার্ড- ০৩হলুদ কার্ড - ০৩
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০২অফসাইডস-০২
কোণ-০৪কোণ- ০৭
সময়কাল রাত ১.০০ টায়১৬.০৫.২০২৪ইং
ফলাফল :ম্যানসিটি -২ টটেনহাম-০

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-05-16-10-45-52-452_com.google.android.youtube.jpg


গতকাল রাতে দারুন একটা ম্যাচ উপভোগ করেছি ইংলিশ লীগের যে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বর্তমান সময়ে ইংলিশ লীগের প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় কখনো শীর্ষে থাকে আর্সেনাল আবার কখনো ম্যানসিটি এই দৌড়ে তিনটি দল এগিয়ে ছিল তাদের মধ্যে ম্যানসিটি আর্সেনাল লিভারপুল সর্বশেষ কয়েকটি ম্যাচের প্রতিদ্বন্দ্বিতায় লিভারপুল একটি ম্যাচ হেরে যাওয়ার পর তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছিয়ে পড়ে। সেখানে প্রতিদ্বন্দিতা শুরু হয় আর্সেনাল এবং ম্যানসিটির মধ্যে এই দুটি দল পয়েন্ট তালিকায় কখনো শীর্ষে আবার কখনো দ্বিতীয় নাম্বারে অবস্থান করছিল।

Screenshot_2024-05-16-10-46-10-467_com.google.android.youtube.jpg


আর্সোনাল ধারাবাহিকভাবে কয়েক মৌসুম খুবই ভালো খেলছে কিন্তু শেষ দিকে এসে দুই একটি ম্যাচ হেরে যাওয়ার কারণে তারা লিগ শিরোপার হাত থেকে পিছিয়ে পড়ে ।এবার তার ব্যতিক্রম হয়নি সেটাই হতে চলেছে। শেষ দিকে এসে আর্সেনালের বড় দলের সাথে খেলা ছিল অন্যদিকে ম্যানসিটির টটেনহাম ব্যতীত সকল প্রতিপক্ষ দল দুর্বল ছিল। তারা প্রতিটা ম্যাচ সহজেই জিতে নিয়েছে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচের উপর লীগ টাইটেলের শিরোপা নিয়ে শীতের বিষয়টি অপেক্ষা মান রেখেছে। ম্যানসিটি শুধুমাত্র একটি প্রতিপক্ষ ছিল শক্তিশালী সেটা হল টটেনহাম যাদের সাথে পরিসংখ্যান খুবই খারাপ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান দুইটি করে জয় একটি ড্র। এই ম্যাচটি যদিও টটেনহামের ঘরের মাঠে খেলা ছিল আশা করেছিলাম যে কোন কিছু হয়ে যেতে পারে কারণ টটেনহামের মাঠে যেটা খুবই কঠিন।

Screenshot_2024-05-16-10-46-15-101_com.google.android.youtube.jpg


গতকাল রাত একটায় খেলা অনুষ্ঠিত হওয়ায় ট টেন হামের মাঠে। যেখানে ম্যানসিটির পারফরম্যান্স এমন একটা ভালো নয় এজন্য এই ম্যাচটি দেখার অপেক্ষায় ছিলাম আমি এবার চেয়েছিলাম লীগ শিরোপা আর্সেনাল জিতুক ।কারণ তারা ধারাবাহিকভাবে কয়েক মৌসুম ভালো খেলে শেষ দিকে এসে লীগ শিরোপার হাত থেকে ছিটকে যায় ।কিন্তু এই ম্যাচটি দেখার পর মনে হচ্ছিল ম্যানসিটির হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। খেলা শুরুতে টটেনহাম আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করে। নিজেদের ঘরের মাঠে খেলা আক্রমনাত্মক ফুটবল খেলবে এটাই স্বাভাবিক অন্যদিকে ম্যানসিটি নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে ফেলার চেষ্টা করে প্রথমেই দারুণ কিছু সুযোগ পায় যেগুলো মিস করেন টটেনহাম। বল পজিশনে টটেনহাম এ গিয়েছিল ম্যান সিটি থেকে।

Screenshot_2024-05-16-10-46-33-179_com.google.android.youtube.jpg


অনেকগুলো সহজ সুযোগ মিস হয়ে যাওয়ার পর খেলাটি যখন বিরতিতে যায় নির্দিষ্ট টাইম এর বিরতি শেষে আবার খেলা শুরু হয় আবারও টটেন হাম আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে অন্যদিকে তারা নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করে অ্যাটাকিং আক্রমণ শুরু করে এভাবে খেলা চলতে থাকে খেলার ৫২ মিনিটে ম্যানসিটির প্লেয়ার হলান্ড দারুন একটি এটা কিং আক্রমণের মাধ্যমে ডি বক্সের বাইরে থেকে দারুন একটি শর্ট করে গোল করে। যেখানে বায়ান মিউনিখ এক শূন্য গোলে এগিয়ে যায়। রিয়াল মাদ্রিদ হয়তো চাপে পড়ে যাওয়ার কথা কিন্তু তারা এ ধরনের ম্যাচে কোন ধরনের মানসিকভাবে ভেঙে না পড়ে দলকে ফিরিয়ে আনার অনেক রেকর্ড রয়েছে। একটি গোল দিয়ে এগিয়ে যাওয়ার পর বায়ান মিউনিখ তাদের ডিফেন্স শক্তিশালী করে খেলাটি শেষ করে দেওয়ার প্লান করে।

Screenshot_2024-05-16-10-47-01-298_com.google.android.youtube.jpg


অন্যদিকে টটেনহাম তাদের আক্রমণাত্মক ফুটবল খেলা দেখে মুগ্ধ হয়ে যায় ম্যানসিটি এই মৌসুমে দারুন ফর্মে রয়েছে তাদের সাথে এভাবে ফুটবল খেলাটা সত্যিই আমাকে মুগ্ধ করেছে । ম্যানসিটির ডিফেন্সের ভুল পাসে টটেনহামের ফরওয়ার্ড দারুন একটি সুযোগ পায়। শুধু সামনে গোলকিপার ছাড়া আর কেউই ছিল না এরকম একটা অবস্থান যখন কোন দল পেয়ে যায় সেটা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । আমিও সেটাই ভেবেছিলাম হয়তো গোল পরিশোধ করে দিবে কিন্তু গোলকিপারের বুদ্ধিমাত্রায় পায়ে লেগে বলটি বাইরে চলে যায়। আসলে এই ধরনের মিস কখনোই এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হাতছানি হয়ে যায়। তখন বুঝে ফেললাম হয়তো এই ম্যাচটি আর জেতা সম্ভব নয় টটেনহামের এত সুন্দর একটি সুযোগ মিস করলো।

Screenshot_2024-05-16-10-47-17-526_com.google.android.youtube.jpg


তবুও টটেনহাম গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে । তারা দারুণভাবে আক্রমণ করতে থাকে কিন্তু সহজ সুযোগ মিস করলে কখনো সেই দল কাম ব্যাক করতে পারেনা। সে রকম বিষয়টি ফুটে ওঠে টটেনহাম দলের মধ্যে খেলা চলতে থাকে। অনেক ভালো খেলছিল কিন্তু তারা যদি সেই সুযোগগুলো মিস না করতো হয়তো খেলার পরিসংখ্যান ভিন্ন হত। সিটি এটা কিং আক্রমণের ফুটবল খেলে তাদের সাথে কারণ এই ম্যাচের উপর নির্ভর করছে তাদের লিগ শিরোপা যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।অনেক সতর্কতার সাথে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে খেলে ।খেলা প্রায় শেষের দিকে দারুন একটা আক্রমণ করে টটেনহাম সেটা ভুল না হয়ে ম্যানসিটি আক্রমণে যায় ডি বক্সের মধ্যে ফাউল করলে সেখানে পেনাল্টি পেয়ে যায় ম্যানসিটি। পেনাল্টি তে হল্যান্ড গোল্ড করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয় যেখানে ম্যাচের ফলাফল এবং লীগ শিরোপা জেতার খুব কাছাকাছি পৌঁছে যায় ম্যানসিটি দারুন একটা ম্যাচ উপভোগ করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 63782.14
ETH 3146.14
USDT 1.00
SBD 2.55