আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব- ৯৩ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির অপরুপ সৌন্দর্য
  • ২৩, জানুয়ারি ,২০২৪
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ৯৩ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।



_1705988022740-01.jpeg


Device : Redmi note 11
প্রকৃতির অপরূপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



#১

IMG_20230201_174114-01.jpeg


Device : Redmi note 11
সোনালী মেঘের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এইতো কিছুদিন আগে সকালে ঘুম থেকে উঠে নদীর দিকে যাই ঘুরতে নদীতে পানির পরিমাণ কম থাকায় জেলেদের মাছ ধরার ব্যস্তময় দৃশ্যটি দেখতে গিয়েছিলাম। তাছাড়া সকলের সুন্দর আবহাওয়া উপভোগ করতে ভালো লাগে। জেলেরা মাছ ধরায় ব্যস্ত অন্যদিকে মাছের বেপারি সেই মাছ কিনে নেয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিয়েছে সেই দৃশ্যের ফটোগ্রাফি করেছি।

#২

IMG_20230508_171641-01.jpeg


Device : Redmi note 11
কাশ ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল ফুটতে দেখতে পাই । মাঠে প্রান্তে যে সকল ফুল ফুটে থাকে যেগুলো আমাদের অচেনা অজানা । তবুও সেটা প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে। দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুলটি শীতকালীন সময়ে ফুটে থাকে ।যেগুলো মাঠে প্রায়ই দেখতে পাই। নদীর ধারে এই ধরনের ফুল দেখতে বেশি পাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে সে জন্যই ফটোগ্রাফি করেছি ।

#৩

IMG_20230225_160139-01.jpeg


Device : Redmi note 11
মহিষের গাড়ি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সময়টি যখন বর্ষাকাল বর্ষাকাল মৌসুমী নদীর পাড়ে মানুষের জীবনযাত্রার মান পাল্টে যায়। বর্ষার সময় নদীতে ভরপুর পানি থাকে সেই মুহূর্তে তাদের ব্যতিব্যস্তময় দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। নৌকাগুলো দেখতে খুবই সুন্দর বিকেল মধ্যে নদীতে কাটানো ঘোড়ার গাড়ি গুলো দেখতে অনেক সুন্দর লাগে কেন । সেই মুহূর্তের দৃশ্যগুলো প্রায়ই উপভোগ করা হয়ে থাকে যেটা প্রতিনিয়ত উপভোগ করতে খুবই পছন্দ করি। এইরকম সৌন্দর্য উপভোগ করে আমার কাছে তাদের ব্যস্তময় দৃশ্য গুলো খুবই ভালো লাগে।

#৪

IMG_20230428_070551-01.jpeg


Device : Redmi note 11
শিশির ভেজা ধান
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমাদের এখানে কমবেশি সব ধরনের ফসল চাষাবাদ করা হয়ে থাকে। বাংলাদেশে খুব কম জায়গায় গাজর চাষ করা হয় । বিশেষ করে বাংলাদেশের বাইরে চিনে বেশি গাজর চাষ হয়। তাদের খুবই প্রিয় খাবার। যেটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। বর্তমানে বাংলাদেশের শহরে অঞ্চলের মানুষ গাজর সবচেয়ে বেশি খেয়ে থাকে ।এবার আমাদের এখানে অনেকেই গাজর চাষ করেছে। যেটা অনেক লাভজনক ফসল দেখতে দারুন লাগছে খেতে অনেক ভালো লাগে।

#৫

IMG_20230320_173218-01.jpeg


Device : Redmi note 11
কৃষকের বাহন
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



মাঠে মাঠে কৃষকেরা তাদের ফসলে জমি থেকে ফসল গড়ে ওঠানোর জন্য মহিষের গাড়ি ব্যবহার করে থাকে। যেটা প্রকৃতির মাঝে দেখতে খুবই সুন্দর লাগে। প্রকৃতি যখন একতাবদ্ধ হয়ে তাদের সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলে দেখতে কতই না সুন্দর লাগে । সূর্যের রশি নদীতে আলোকপাত করেছে খুবই সুন্দর লাগছে। এই প্রতিফলিত রশ্মির দৃশ্য ভিন্ন এক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। যেটা নদীর পাড়ে বিকেলের আগ মুহূর্তে গেলেই এই সৌন্দর্য উপভোগ করতে পারা যায়।

#৬

IMG_20230213_144912-01.jpeg


Device : Redmi note 11
কদম ফুলের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৭


IMG_20221123_164235-01.jpeg


Device : Redmi note 11
গোধূলি সন্ধ্যা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



রাতের বেলার অপরূপ সৌন্দর্য এবং দিনের বেলার অপরূপ সৌন্দর্য দুটোর পার্থক্য দুই রকম । আসলে এই সুন্দর পরিবেশ এবং জোসনা রাতের দৃশ্যপট সত্যিই উপভোগ্য । এরকম দৃশ্য হয়তো খুব কম দেখা যায়। ছোট্টবেলা যখন বিদ্যুৎ ছিল না সেই সময় আমরা যেটাকে চেরাগ বা বাতি বলে থাকতাম আঞ্চলিক ভাষায় । এখনো অনেক জায়গা সেটার ব্যবহার দেখতে পাওয়া যায় একটি দোকানে সে দৃশ্যটি দেখতে পেয়েছিলাম।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

Sort:  
 10 months ago 

আপনার ফটোগ্রাফি পর্ব ৯৩ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার বেস্ট ফটোগ্রাফি গুলো দেখেই তো আমি মুগ্ধ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে ইচ্ছে করছে এক নজরে তাকিয়ে থাকি। আপনি সবসময় অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আর আপনার ফটোগ্রাফি আমি প্রতিনিয়তই পছন্দ করি। আপনার ফটোগ্রাফি যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। এরকম মুহূর্ত কাটাতে যেমন ভালো লাগে, তেমনি এইরকম মুহূর্তের ফটোগ্রাফি করলেও সুন্দর হয়। ধন্যবাদ বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি ভাগ করে নেওয়ার জন্য।

 10 months ago 

বন্ধু তোমার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি এত সুন্দর ভাবে ক্যাপচার করেছো যে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু প্রতিটি ফটোগ্রাফি আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো যতই দেখি ততই ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। সত্যি ভাইয়া আপনি একেবারে প্রফেশনাল ফটোগ্রাফারের মতই ফটোগ্রাফি করেন। দারুন সব ফটোগ্রাফি দেখে ভালো লেগেছে।

 10 months ago 

আপনি আসলেই অনেক বেস্ট ফটোগ্রাফার একজন। আপনার ফটোগ্রাফির তুলনা হয় না। প্রতিটি ফটোগ্রাফি এত সুন্দর ভাবে করেন কিভাবে। আমার কাছে সত্যি বলতে প্রত্যেকটি ফটোগ্রাফি দুর্দান্ত লাগল। বিশেষ করে মহিষের গাড়ির ফটোগ্রাফি টা অনেক ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি তুলনা যতই করবো ততই কম মনে হয় আমার কাছে। সুন্দর করে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে বর্ণনা দিয়ে সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 10 months ago 

ফটোগ্রাফি করা আপনার শখ।তাইতো শখের বসে চমৎকার চমৎকার ফটোগ্রাফি আজ শেয়ার করলেন।আপনার শেয়ার করা প্রকৃতির অপরুপ ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার বর্ননা তুলে ধরেছেন। সবগুলো ফটোগ্রাফি ই দারুন লেগেছে।ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 10 months ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি সত্যিই বেস্ট। আপনি সবসময়ই প্রকৃতির খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার ফটোগ্রাফির প্রতিটা দৃশ্য আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনি একদম ক্লিয়ার ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 93097.49
ETH 3121.46
USDT 1.00
SBD 3.04