স্পোর্টস : লাল লিগা (রিয়াল মাদ্রিদ ^ রিয়াল সোসিয়েদ)//by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • স্পোর্টস : লাল লিগা (রিয়াল মাদ্রিদ ^ রিয়াল সোসিয়েদ)
  • ১৯, সেপ্টেম্বর ,২০২৩
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





Screenshot_2023-09-19-13-30-21-256_com.google.android.youtube.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদরিয়াল সোসিয়েদ
মোট শট-১৭মোট শট-১৫ ।
টার্গেটের শট-৮টার্গেটের শট-৫ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫২%বল পজিশন -৪৮%
পাস করে -৫১৫পাস করে -৪৮৮
পাস নির্ভুলতা-৮৭%পাস নির্ভুলতা-৮৭%
ফাউল-১১ফাউল-১৪
হলুদ কার্ড- ০৩হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০রেড কার্ড-০
অফসাইডস-০৩অফসাইডস-০২
কোণ- ০৪কোণ- ০৩
সময়কাল রাত ১ টা১৮.০৯.২০২৩ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ-২ রিয়াল সোসিয়েদ -১

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2023-09-19-13-25-56-472_com.google.android.youtube.jpg


গতকাল রাত ১ঃ০০ টায় লাল লিগার সর্বোচ্চ শিরোপা ধারী দল রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিয়াদ লীগের ম্যাচ অনুষ্ঠিত হয়। আমি বিভিন্ন লীগের খেলাগুলো দেখে থাকি বড় বড় দলের। লাল লিগার বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের খেলা গুলো উপভোগ করা হয়ে থাকে। গত মৌসুমে লীগ শিরোপা জিতেছে বার্সেলোনা লীগের রানার্সআপ হয়েছিল রিয়াল মাদ্রিদ। এই দুটো দলই ধারাবাহিকভাবে লীগের চ্যাম্পিয়ন হয়ে থাকে। এই মৌসুমে দুটি দলই খুবই ভালো খেলছে। বার্সেলোনা পাঁচ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট অন্যদিকে রিয়াল মাদ্রিদের পাঁচ ম্যাচ খেলে পাঁচটি জয় ১৫ পয়েন্ট।

Screenshot_2023-09-19-13-26-11-700_com.google.android.youtube.jpg


এবারের আসরে রিয়াল মাদ্রিদ টানা তিনটি ম্যাচে প্রথমে গোল হজম করে আবার কাম ব্যাক করে। এটা যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। খুব কম দল আছে যারা প্রথমে গোল হজম করে কাম ব্যাক করতে পারে। রিয়াল মাদ্রিদ পিছিয়ে থাকার পরেও অবিশ্বাস ও ম্যাচগুলো জিতে অবিস্মরণীয় হয়ে আছে। যেটা তাদের অনেক বড় একটি আত্মবিশ্বাস সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। যেহেতু বার্সেলোনা খুবই ভালো খেলছে রিয়াল মাদ্রিদের গত মৌসুমের শিরোপা হাতছাড়া এবার তাদের লক্ষ্য লিগ শিরোপা জেতার। সেভাবে তারা এগিয়ে চলেছে। পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থানে ধরে রাখার জন্য এই ম্যাচের জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল।

Screenshot_2023-09-19-13-27-01-159_com.google.android.youtube.jpg


রাত একটাই খেলা শুরু হয়। খেলার ৪ মিনিটে রিয়াল সোসিয়াদ দারুন একটি আক্রমণ করে । সেই আক্রমণের মাধ্যমে একটি দারুন ফিনিশিংয়ের মাধ্যমে গোল পেয়ে যায় রিয়াল সোসিয়াদ এর প্লেয়ার টেক্সা সুন্দর ফিনিশিং এর মাধ্যমে নিজেদের এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায়। রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে গোল খাওয়ার পর কাম ব্যাক করার জন্য মরিয়া হয়ে ওঠে। এই গোল হজম করা রিয়াল মাদ্রিদের জন্য হতাশা জনক নয় কারণ তারা জানে কিভাবে কাম ব্যাক করতে হয়। প্রথমার্ধে অনেক চেষ্টা করে গোল পরিশোধ করার কিন্তু কোনভাবেই গোল করতে পারেনি।

Screenshot_2023-09-19-13-27-33-353_com.google.android.youtube.jpg


প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। খেলা শুরু ৪৬ মিনিটে ভালবার দে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ফিনিশিংয়ের মাধ্যমে বার পোস্টে লেগে গোল হয়। অবশেষে গোল হজম করার পর দুর্দান্ত শটে রিয়াল মাদ্রিদ গোল পরিশোধ করে। সেই গোলটি দেখতে পারিনি এরকম আমার সাথে অনেকবার হয়েছে কারণ প্রথমার্ধ শেষে বিরতির পর খেলা দেখতে গিয়ে দেখি গোল হয়ে গিয়েছে বা গোল শোধ হয়ে গেছে এরকম অনেক ম্যাচ এরকম ঘটনা ঘটেছে। যাইহোক, দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ অনেকগুলো সহজ সুযোগ মিস করে। খেলার ষাট মিনিটে গিয়ে রিয়াল মাদ্রিদ আবারো গোল করে।

Screenshot_2023-09-19-13-27-44-301_com.google.android.youtube.jpg


রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার জোসেলু হেঁটে দারুন একটা ফিনিশিং করে। এটাই রিয়াল মাদ্রিদ যারা জানে কিভাবে কাম ব্যাক করতে হয়। পিছিয়ে থাকার পরেও দুই এক গোলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দুঃসাহসিকতা যেটা রিয়াল মাদ্রিদের মধ্যে রয়েছে। এরপরে দু দল ভালই আক্রমণ করে কিন্তু কোন গোল হয় না। যেহেতু রিয়াল মাদ্রিদ ২-১ গোলে এগিয়ে গিয়েছে ৩০ মিনিট বাকি ম্যাচ শেষ হতে আরো গোল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তেমন একটা আক্রমণ দেখতে পাইনি। নির্ধারিত টাইম শেষে খেলার ফলাফল দুই একে দাঁড়ায় ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতে নেয়। লিগের টানা পাঁচ ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ এই ধারাবাহিকতা ধরে রাখলে লিগ শিরোপা তাদের হাতেই উঠবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আজকে এত সুন্দর একটি খেলার রিভিউ দিয়েছেন দেখে ভালো লাগলো। আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার।রিয়াল মাদ্রি খেলা আমার খুব ভালো লাগে। জিতে গিয়েছে শুনে বেশ ভালো লাগছে শিরোপা তাদের হাতেই মানাই।ধনক ভাই সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বন্ধু বর্তমানে লা লিগার খেলা দেখাই ভুলে গেছি। একটা সময় ছিল যখন লা লিগা আর খেলা না দেখে ঘুমাতে যেতাম না। তোমার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ জিতেছে জেনে ভালো লাগলো বন্ধু। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমি তো আগেই বলেছি ভাই রিয়াল মাদ্রিদের আরেক নাম ক‍্যামব‍্যাক মাদ্রিদ হা হা। এই সিজেনে এটাই ছিল রিয়াল এর সবচাইতে কঠিন ‍ম‍্যাচ। কারণ প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ ছিল অপরাজিত। কিন্তু আবার সেই আগে গোল খাওয়া। কিন্তু যদিও পরে ভালভার্দে এবং জোসেলু এর গোলে টানা পঞ্চম জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। ম‍্যাচটা উপভোগ করেছিলাম। তবে পুরো ম‍্যাচ জুড়ে ভিনিকে অনেক মিস করেছিলাম।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91